বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

নদীয়ায় অর্থ তছরুপ
কেলেঙ্কারি ফাঁসের ভয়ে আট
মাস বেতন তোলেননি ধৃত ক্লার্ক

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মাসের পর মাস বেতন তোলেননি নদীয়ার জনগণনা দপ্তরে অর্থ তছরুপের ঘটনায় ধৃত মনতোষ কর্মকার। নিজের কেলেঙ্কারি ঢাকতেই তিনি এমনটা করেছিলেন বলে মনে করা হচ্ছে।‌ কারণ, তিনি এক্সটেনশনে থাকায় বেতন পেতে নির্দিষ্ট বিল জমা করতে হতো। আর তা করলেই ডিপার্টমেন্টের টাকার হিসেবে যে গোলমাল রয়েছে, সেটা সামনে চলে আসত। সেই কারণেই বেশ কয়েক মাস ধরে তিনি বেতন নিচ্ছিলেন না বলে মনে করছেন তদন্তকারীরা। আর্থিক তছরুপের ঘটনা সামনে আসার পর বৃহস্পতিবারই অফিসটি সিল করে দেওয়া হয়েছিল। রাতের দিকে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়।‌ ওই অভিযোগের ভিত্তিতে রাতেই মনতোষবাবুকে গ্রেপ্তার করে পুলিস। শুক্রবার তাঁকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
নদীয়ার অতিরিক্ত জেলাশাসক কৃষ্ণাভ ঘোষ জানান, জনগণনা দপ্তর থেকে বেশ কিছু টাকা আধিকারিকের সই জাল করে তোলা হয়েছে।‌ টাকার পরিমাণ এখনই বলা যাচ্ছে না। এনিয়ে থানায় এফআইআর করা হয়। বিষয়টি তদন্ত সাপেক্ষ।

25th     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ