রাজ্য

পঞ্চায়েতের রণকৌশল ঠিক করতে আজ
বীরভূমের নেতাদের নিয়ে বৈঠকে মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বীরভূম জেলা আমি দেখব’—আগেই ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আজ, শুক্রবার বীরভূম জেলার সমস্ত নেতাকে নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বৈঠকে বসছেন তিনি। সেখানে সংগঠন ও পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে খবর।
পঞ্চায়েতের প্রস্তুতি পুরোদস্তুর শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। গত শুক্রবার দলের সাংসদ, বিধায়ক ও দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো। এবার পঞ্চায়েতের প্রার্থী যে তিনি নিজেই বাছবেন, সেই বৈঠকে সবাইকে জানিয়ে দিয়েছেন মমতা। সেই সঙ্গে জেলার সংগঠন নিয়ে একাধিক নির্দেশিকা দেন তিনি। প্রতি মাসে জেলাগুলির সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন বলে জানিয়ে দিয়েছেন। সেই সূত্রে গত রবিবার মুর্শিদাবাদ জেলার নেতাদের নিয়ে বৈঠক হয়েছে। আজ হবে বীরভূম জেলার  সাংগঠনিক বৈঠক। সেখানকার নেতাদের কালীঘাটে বেলা ২টোর সময় বৈঠকে ডাকা হয়েছে। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে বন্দি। এই পরিস্থিতিতে সংগঠন শক্তিশালী করতে তৃণমূল নেত্রী কী বার্তা দেন, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। জেলায় সাংগঠনিক স্তরে কিছু রদবদলের জল্পনাও চলছে। জনপ্রতিনিধি থেকে দলীয় পদাধিকারী— প্রত্যেকের কাজকর্ম নিয়ে তৃণমূল নেত্রীর কাছে রিপোর্ট  রয়েছে। তার ভিত্তিতে কোনও নির্দেশ দিতে পারেন তিনি। সম্প্রতি বগটুইয়ের ঘটনার একবছর পূর্ণ হয়েছে। সেই বিষয়টিও বৈঠকে উঠতে পারে। পাশাপাশি, সিপিএম, কংগ্রেস, বিজেপির ‘আঁতাত’ নিয়ে জেলাজুড়ে রাজনৈতিক কর্মসূচির নির্দেশ দিতে পারেন নেত্রী।  এদিকে, এরই মাঝে ফের শহরে বিশৃঙ্খলার ফন্দি আঁটছে বিজেপি। ২৯ তারিখে মুখ্যমন্ত্রীর ধর্না চলাকালীন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে অবস্থান কর্মসূচি নিয়েছে বিজেপি। পুলিসের অনুমতি না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
16Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা