রাজ্য

১২ হাজার নিয়োগে প্রস্তুত,
হাইকোর্টে জানাল এসএসসি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিকে ১২ হাজার নিয়োগ করতে প্রস্তুত স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আদালত অনুমতি দিলে আগামী সপ্তাহেই উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করা যাবে। বৃহস্পতিবার হাইকোর্টে এমনটাই জানাল এসএসসি। 
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলায় অভিযোগ ছিল, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চ এসএসসিকে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিলেও এখনও তা প্রকাশিত হয়নি। আরও অভিযোগ, দু’টি পর্যায়ে ইন্টারভিউ নেওয়া হয়ে গেলেও মেধা তালিকা প্রকাশ করা হয়নি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, যাঁরা ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন, তাঁদের ইন্টারভিউ নেওয়া হোক। পরবর্তীকালে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখে এবং জানিয়ে দেয় আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ করা যাবে না। সেই মামলাতেই এদিন এসএসসি জানিয়েছে, আদালত নির্দেশ দিলেই ওই ১২ হাজার পদে নিয়োগ করা হবে। বুধবারই অবশ্য এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, আদালত ওই তালিকা প্রকাশের নির্দেশ দিলে সরাসরিই তা প্রকাশ করা হবে। সেই তালিকা জমা দিতে বললে তাও দেওয়া হবে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। 
16Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা