বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

কংগ্রেস বিধায়ক বায়রনকে হলুদ গোলাপ
দিয়ে স্বাগত জানালেন বিজেপি সদস্যরা
বিধানসভা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস, সিপিএম ও বিজেপির ‘অনৈতিক জোট’ হয়েছিল। এই অভিযোগ ভোটের ফল প্রকাশের পরেই করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে বিধায়কের শপথ গ্রহণের দিনে দেখা গেল, কংগ্রেসের বায়রন বিশ্বাসকে হলুদ গোলাপ দিয়ে স্বাগত জানালেন বিজেপি বিধায়করা। বুধবার দুপুরে বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেন সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে জয়ী কংগ্রেসের বায়রন বিশ্বাস। তাঁকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু। তৃণমূল শিবিরের অন্য কাউকে দেখা যায়নি। ছিলেন দুই প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত ও অসিত মিত্র। তবে নজর কাড়ে তিন বিজেপি বিধায়কের উপস্থিতি। বিধায়ক বঙ্কিম ঘোষ, অম্বিকা রায় ও সত্যেন্দ্রনাথ রায় শপথ গ্রহণ অনুষ্ঠানের পুরো পর্বে হাজির ছিলেন। এরপর হলুদ গোলাপ দিয়ে বায়রনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাঁরা। পরে বঙ্কিম ঘোষ বলেন, ‘বিজেপি প্রধান বিরোধী দলে আছে। আর এক বিরোধী দলের সদস্য বিধানসভায় এলেন। ফলে তাঁকে সৌজন্য দেখিয়ে অভিনন্দন জানানো হয়েছে।’ বায়রন বলেছেন, আমি জোটের প্রার্থী ছিলাম। বিজেপির অভিনন্দনও গ্রহণ করেছি।
ঠিক এই প্রসঙ্গেই বিরোধীদের আঁতাতের অভিযোগ ফের তুলেছে তৃণমূল। বিধায়ক তাপস রায়ের কটাক্ষ, আমরা বারবার বলে আসছি জগাই-মাধাই-গদাই এক হয়ে গিয়েছে। এবার মানুষ সেটা বিচার করবেন। এদিন বায়রনের ‘০০০১’ গাড়িতে বড় হরফে লেখা ‘এমএলএ সাগরদিঘি’। এছাড়াও ছিল ‘ইমার্জেন্সি ডক্টর সার্ভিস’ লেখা একটি গাড়ি।
 শপথগ্রহণের পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। -নিজস্ব চিত্র

23rd     March,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ