রাজ্য

রাজ্যের জিএসটি আদায়
লক্ষ্যমাত্রা ছাড়াতে চলেছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের আয়ের সবচেয়ে বড় উৎস জিএসটি। চলতি অর্থবর্ষে জিএসটি খাতে রাজ্যের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন পর্যন্ত যা পরিস্থিতি, গতবার বাজেট পেশের সময় জিএসটি খাতে এবছরের জন্য আয়ের যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল তার থেকে বেশি সংগ্রহের ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। বেশিরভাগ মাসেই জিএসটিতে বৃদ্ধির হার গোটা দেশের গড়ের চেয়ে বাংলায় যে বেশি, তা কেন্দ্রীয় পরিসংখ্যানেই পরিষ্কার। রাজ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে জিএসটি বৃদ্ধির ছবিটা। মত বিশেষজ্ঞদের। বিভিন্ন পণ্যর বিক্রিবাটা ও পরিষেবা থেকে জিএসটি আদায় হয়। জিএসটি বাবদ রাজ্যে যে আয় হয় তার ৫০ শতাংশ সরাসরি রাজ্য সরকার (এসজিএসটি) পেয়ে থাকে। রাজ্যে সংগৃহীত জিএসটির যে অংশ কেন্দ্র পায় (সিজিএসটি) তার থেকে একটা ভাগ পায় রা‌জ্য। রাজ্য সরকারের বাজেট নথি থেকে দেখা যাচ্ছে, ২০২১-২২ অর্থবর্ষে এসজিএসটি বাবদ সরকারের আয় হয়েছিল ৩২,৯২০ কোটি টাকা। সিজিএসটির অংশ কেন্দ্রের কাছ থেকে রাজ্য পেয়েছিল ১৭,৬২৫ কোটি টাকা। সব মিলিয়ে রাজ্যের প্রাপ্তি হয়েছিল ৫০,৫৪৫ কোটি টাকা। গতবছরের বাজেট প্রস্তাবে চলতি অর্থবর্ষের জন্য জিএসটি খাতে রাজ্যের অনুমিত আয় ধরা হয়েছিল ৫৬,২৮৬ কোটি টাকা। এর মধ্যে এসজিএসটি ৩৬,১১৪ কোটি টাকা এবং সিজিএসটি থেকে ২০,১৭২ কোটি টাকা পাওয়ার কথা বলা হয়। গত ডিসেম্বর পর্যন্ত জিএসটি খাতে কোন মাসে রাজ্য সরকারগুলির কত আয় হয়েছে কেন্দ্রীয় সরকার তার পরিসংখ্যান ইতিমধ্যে প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, এপ্রিল-ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ জিএসটি খাতে পেয়েছে ৪৩ হাজার ৩৭ কোটি টাকা। জানুয়ারিতে জিএসটি খাতে এবছর আয়ের পরিমাণ দ্বিতীয় সর্বোচ্চ হলেও কোন রাজ্য কত পাচ্ছে সেটা এখনও জানানো হয়নি। দেখা যাচ্ছে, প্রতিমাসে ৪ থেকে ৫ হাজার কোটি টাকার বেশি রাজ্য জিএসটি থেকে পেয়েছে। এখনও পর্যন্ত সবচেয়ে কম পেয়েছে জুন মাসে ৪,৩৩১ কোটি টাকা। সবচেয়ে বেশি এসেছে এপ্রিল মাসে—৫৬৪৪ কোটি টাকা। এই প্রবণতা বাকি তিনমাসে বজায় থাকলে চলতি অর্থবর্ষের লক্ষ্যমাত্রা রাজ্য পেরিয়ে যাবে। এর বাইরে জিএসটি খাতে ক্ষতিপূরণ বাবদ দু’দফায় রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে ৭,৪০৫ কোটি টাকা পেয়েছে। এই টাকা ধরলে জিএসটি খাতে এবছর রাজ্যের আয় এখনই ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।
 
17Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা