বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

১২ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন নাড্ডা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ক্রমশ প্রকট হচ্ছে রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা। সেই কারণে দলের সাংগঠনিক হালহকিকত খতিয়ে দেখতে এক মাসের মধ্যে দ্বিতীয়বার বঙ্গ সফরে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সোমবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যে যাবেন জে পি নাড্ডা। দক্ষিণবঙ্গের দুটো লোকসভা আসনে প্রকাশ্য সমাবেশের পর গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকও করবেন দলের সভাপতি। তবে দক্ষিণবঙ্গের কোন দু’টি লোকসভা আসনে নাড্ডার কর্মসূচি রয়েছে, তা সোমবার পর্যন্ত চূড়ান্ত হয়নি বলেই সুকান্তবাবু দাবি করেছেন।
বিজেপি সূত্রে জানানো হয়েছে, পরাজিত আসনগুলিতে সরাসরি গিয়ে বাস্তব পরিস্থিতি সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হতে চাইছেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। সেইমতোই চিহ্নিত ‘দুর্বল’ আসনগুলির প্রতিটিতে ভাগাভাগি করে যেতে চাইছেন তাঁরা। দলের সর্বভারতীয় সভাপতির ফেব্রুয়ারির বঙ্গ সফর সেই লোকসভা প্রবাস কর্মসূচিরই অন্তর্ভুক্ত। এর আগে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কৃষ্ণনগরে গিয়েছিলেন নাড্ডা। প্রকাশ্য সভার পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করেছিলেন। দলীয় সূত্রের খবর, নাড্ডার ফেব্রুয়ারি সূচি শেষ হলে পরবর্তী পর্যায়ে বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

7th     February,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ