বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য
 

বিধায়ক হাতছাড়ার দায় শীর্ষ নেতার
উপরই চাপাচ্ছে গেরুয়া শিবির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বিজেপির অন্দরে হাড়হিম করা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। সৌজন্যে একের পর এক গেরুয়া বিধায়কের উইকেট পতন। রবিবারই উত্তরবঙ্গের আরেক বিজেপি এমএলএ তৃণমূলে যোগ দিয়েছেন। সুমন কাঞ্জিলালকে নিয়ে মোট ছয় বিধায়ক ‘সিঙ্গল ফুল’ ছেড়ে ‘জোড়া ফুল’ ধরলেন। বিধানসভা ভোটে ৭৭টি আসনে জয় পেলেও বর্তমানে বিজেপি নেমে গিয়েছে ৬৯-এ। কেননা, বিধানসভায় জেতা দুই এমপি নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকারের ছেড়ে দেওয়া আসনে জিতে এসেছিলেন তৃণমূল প্রার্থীরা। সবমিলিয়ে পরিষদীয় পরিসরে ক্রমেই দুর্বল হচ্ছে পদ্মপার্টি। অন্য দল থেকে আসা বর্তমান বঙ্গ বিজেপির এক প্রভাবশালী নেতাকে এজন্য দায়ী করছেন দলের আদি নেতারা।
আদি বিজেপি নেতাদের যুক্তি, পরিষদীয় দল ও কাজকর্ম দেখার দায়িত্ব ওই নেতার। সেক্ষেত্রে কেন বারবার বিজেপি বিধায়করা দলত্যাগ করছেন, তার জবাব তাঁকেই দিতে হবে। প্রসঙ্গত, গেরুয়া জনপ্রতিনিধিদের একটা বড় অংশের দাবি, তাঁদের প্রকৃত সম্মান দেওয়া হয় না। হাতে গোনা কিছু বিধায়ক, যাঁরা পার্টির বেশকিছু সংগঠনিক পদে রয়েছেন, তাঁদের নিয়ে একটা গ্রুপ তৈরি হয়েছে। ওই প্রভাবশালী দলনেতা তাঁদের নিয়েই মেতে থাকেন। সুমন কাঞ্জিলালের দল ছাড়ার কারণ এটাও হতে পারে। অন্যদিকে, খড়্গপুর (সদর) বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দলবদল ঘিরে বহুদিন ধরে জল্পনা চলছে। আসলে প্রদীপের তলায় ঘন অন্ধকার। বিজেপির পরিষদীয় পরিসরে এই অব্যবস্থা চলতে থাকলে অনেকেই লোকসভার আগে পতাকা বদল করবেন বলে দাবি সংশ্লিষ্ট বিধায়কদের। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, দলত্যাগ করার জন্য কোনও বাহানার অভাব হয় না। যিনি দলত্যাগ করেছেন, তা জনাদেশের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। পার্টি ও পরিষদীয় দল সঙ্ঘবদ্ধ রয়েছে। তবে বিজেপিতে এই ধরনের বিচ্যুতি কাম্য নয়, তাই মনে করেন প্রাক্তন এই বিধায়ক। সুমন কাঞ্জিলালের দল ছাড়া প্রসঙ্গে রাজ্য বিজেপির ওই শীর্ষ নেতা টুইট করে জানান, দলত্যাগ বিরোধী আইনে ভয় পাচ্ছে। তাই যোগদানের সময় তৃণমূলের পতাকা তুলে দেওয়া হচ্ছে না। মুকুল রায়কে যেমন বিজেপি বিধায়ক হিসেবে দেখানো হচ্ছে, তেমনই সুমনের ক্ষেত্রেও বিজেপির সদস্য হিসেবে দাবি করা হবে। এপ্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, বিজেপি বিধায়ক পরিষদীয় দলের উপর আস্থা হারিয়েছেন। এটা বিজেপির কাছে চরম ব্যর্থতা ও লজ্জার। 

6th     February,   2023
 
 
কলকাতা
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ