রাজ্য

১০০ দিনের কাজে অনিয়ম
হয়নি, জানালেন পঞ্চায়েতমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একশো দিনের কাজের প্রকল্পে কোনও অনিয়ম হয়নি। মঙ্গলবার বিধানসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার আরও জানান, সরকারি আইন মেনে এই প্রকল্পে কাজ করানো হয়। প্রকল্পের স্বচ্ছতা ও অনুশাসন রক্ষা করতে গ্রাম পঞ্চায়েতে কী কী নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে তা বিস্তারিতভাবে জানিয়েছেন মন্ত্রী। এতে মোট সাতটি বিষয়ের উল্লেখ রয়েছে। কোনও অভিযোগ রাজ্য সরকারের কাছে এলে সংশ্লিষ্ট জেলাশাসককে তা জানিয়ে তদন্তের ব্যবস্থা করা হয়। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী সব কাজের জিও ট্যাগিং বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মোবাইল মনিটরিং অ্যাপ্লিকেশনের সাহায্যে শ্রমিকদের দিনে দু’বার হাজিরা নেওয়া হয়। আর্থিক বছরে দু’বার সামাজিক নিরীক্ষণ করা হয়। প্রসঙ্গত, চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত একশো দিনের প্রকল্পে এখনও রাজ্যকে কোনও অর্থ বরাদ্দ করেনি কেন্দ্র। একমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা করা হয়েছে। কেন্দ্রীয় সমীক্ষক দল তাদের রিপোর্টে যেসব প্রসঙ্গ তুলেছিল সেব্যাপারে ব্যবস্থা নেওয়ার পরেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে রাজ্যের অভিযোগ। 
অন্য একটি প্রশ্নের লিখিত জবাবে শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, গত ২০ জুন পর্যন্ত তাঁর দপ্তরের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালে নথিভুক্ত কর্মপ্রার্থীর সংখ্যা ৩৯ লক্ষ ৩ হাজার ১৭৯ জন। বিজেপি বিধায়ক রাজ্যে নথিভুক্ত বেকারের সংখ্যা জানতে চাওয়ায় মন্ত্রী এই তথ্য দিয়েছেন। বিজেপি বিধায়ক বিশাল লামার প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের ৩১ মার্চের নিরিখে রাজ্যে বন্ধ হওয়া কারখানার সংখ্যা ১৭৭টি। এখানকার মোট ২৯ হাজার ৪৮ জন শ্রমিক কাজ হারিয়েছেন। বন্ধ কারখানার শ্রমিকদের যে বিশেষ মাসিক ভাতা দেওয়া হয় তার ভিত্তিতে এই পরিসংখ্যান দেওয়া হচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন। শ্রমিকদের মাসে দেড় হাজার টাকা করে এই ভাতা দেওয়া হয়। শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে আলোচনা করে বন্ধ কারখানাগুলি খোলার চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
20Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা