রাজ্য

মহাষষ্ঠীতে জেলে ঢাক বাজালেন পার্থ, 
সেলে নেচে আরতি করলেন অনুব্রত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকজন বন্দির আব্দার‑অনুরোধ ছিল। মহাষষ্ঠীতে প্রেসিডেন্সি সংশোধনাগারে দুর্গা প্রতিমার সামনে তাই ঢাক বাজালেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেল সূত্রের খবর, দশ মিনিটের জন্য মণ্ডপে ছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযুক্ত। সেখানেই দু’এক মিনিট ঢাক বাজিয়ে মাকে প্রণাম সেরে সোজা তাঁর সেলে চলে আসেন। অন্যদিকে, আসানসোল সংশোধনাগারে এদিন সন্ধ্যায় দুর্গা পুজো উপলক্ষে সেলের ভিতরে তাঁরা মায়ের ছবির সামনে মা মা বলে ধূপ-দীপ দিয়ে আরতি করতে থাকেন অনুব্রত মণ্ডল। তাঁকে নৃত্য করতেও দেখা যায়। অন্য বন্দিদের তিনি বলে ওঠেন, যিনি মা দুর্গা, সেই তিনিই কালী। মায়ের মধ্যে কোনও ভেদ নেই। অনেকেই ওই দৃশ্য দেখতে চলে আসেন তাঁর সেলে।
এছাড়া আলিপুর মহিলা সংশোধনাগারের পুজোকে ঘিরে বেশ উজ্জীবিত দেখা যায় অপির্তা মুখোপাধ্যায়কে। এর আগের বছরগুলি মণ্ডপে মণ্ডপে পুজোর উদ্বোধন সহ নানা অনুষ্ঠানে ঘুরে বেরিয়েছেন অর্পিতা। কিন্তু এবার তিনি জেলবন্দি। জেল সূত্রের খবর, এদিন তিনি এনিয়ে আক্ষেপও করেন জেলের আবাসিকদের কাছে। পুজো উপলক্ষে ফি বছরই রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে আয়োজন করা হয়ে থাকে ভিন্ন স্বাদের খাবার। এদিন খাবারের তালিকায় ছিল মুগের ডাল, লম্বা বেগুন ভাজা, চচ্চড়ি, মাছের ঝোল ও চাটনি। সূত্রের খবর, পার্থ, অর্পিতা, অনুব্রতরা তা খেয়েছেন।                                                 
22Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা