উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। উচ্চতর বিদ্যার ক্ষেত্রে শুভ ফল পাবে। কর্মপ্রার্থীদের ... বিশদ
এখন বিশ্বে ব্যবসায়িক আদানপ্রদানের মূল ভাষা বলে ধরা হয় ইংরেজিকে। সুতরাং ইন্টারভিউ বোর্ডে যাতে আপনি ভালোরকম ছাপ ফেলতে পারেন, সেই লক্ষ্যে নিজের ইংরেজি ভাষার দক্ষতাকে একটু ঝালিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ইংরেজি ভাষার উপর আপনার দখল যদি ভালো হয়, তাহলে আপনার আত্মবিশ্বাসও বাড়বে, আর ইন্টারভিউ বোর্ডে থাকা নিয়োগকর্তাদের কথাও ভালো বুঝতে পারবেন।
তাই প্রথমেই খতিয়ে দেখে নিন, ইংরেজি ভাষায় আপনার কমিউনিকেশন স্কিল যথেষ্ট রয়েছে, নাকি এক্ষেত্রে আরও উন্নতি করা সম্ভব। আর উন্নতি করতে চাইলে আপনাকে কিছু পরামর্শ দিয়ে আমরা সাহায্য করতে পারি।
১) প্রথমেই বলব, নাম লেখান কোনও নামকরা ইংরেজি কোচিং ইনস্টিটিউটে। মনে রাখবেন, একজন শিক্ষক যেভাবে আপনার ভুল-ত্রুটি ধরিয়ে দিতে পারবেন, বা আপনার অগ্রগতিতে উৎসাহ জোগাবেন, তার কোনও বিকল্প হয় না। তবে এটা নিশ্চিত করতে হবে যে, ইংরেজি শিক্ষা প্রদানে প্রতিষ্ঠানটির দক্ষতা যেন প্রশ্নাতীত হয়।
২) ইন্টারভিউটি যদি কোনও টেকনিক্যাল পোস্টের জন্য হয়, তাহলে নিয়োগকর্তাদের মুখোমুখি হওয়ার আগেই ওই নির্দিষ্ট ক্ষেত্রের নিজস্ব ভাষা এবং বুলির ব্যবহার এবং তার সঠিক উচ্চারণ সম্বন্ধে জেনে নিন। তবে আপনি নিজে যে ধরনের ইংরেজি ভাষা বা বাক্যবিন্যাসে বেশি স্বাচ্ছন্দ্য, মূল ইন্টারভিউতে তাই ব্যবহার করুন। আর যদি মনে করেন আপনার ইংরেজি ভাষার উপর দখল কিছুটা কম, তাহলে সহজ শব্দ এবং বাক্য ব্যবহার করে নিজের বিষয়টি বুঝিয়ে বলুন। সহজে ব্যবহার করেন না, এমন সব শব্দ ব্যবহার করতে গিয়ে অযথা জটিলতা ডেকে আনবেন না।
৩) ইন্টারভিউয়ের প্রতিটি পর্ব— আপনার প্রবেশ থেকে প্রস্থান পর্যন্ত সবক’টি ধাপ— পড়া, লেখা এবং বক্তব্য পেশ করার জায়গাগুলি আগে থেকে বারবার মহড়া দিয়ে রাখুন। কীভাবে ইন্টারভিউয়ের ঘরে প্রবেশ এবং বেরিয়ে আসার সময়ে সম্ভাষণ জানাবেন (যেমন প্রবেশে ‘গুড মর্নিং’ বলা) তার মহড়াও বারংবার দিন। কী ধরনের প্রশ্ন আসতে পারে তা আগে থেকে ভেবে নিন, এবং ইংরেজিতে সেগুলির উত্তর দেওয়ার মহড়াও বারবার দিন। উদাহরণ হিসেবে, ‘আপনি কী কারণে আমাদের কোম্পানিতে কাজ করতে আগ্রহী?’, অথবা ‘এখন থেকে পাঁচ বা সাত বছর পরে নিজেকে কোথায় দেখতে চান?’, অথবা ‘নিজের কেরিয়ার কীভাবে গড়তে ইচ্ছুক আপনি?’— এমন সব প্রশ্ন প্রায় সব ইন্টারভিউতেই করা হয়ে থাকে। আমাদের উপদেশ, এমন সব প্রশ্নের উত্তর ইংরেজিতে দেওয়ার মহড়া দিয়ে নিন। আরেকটি কমন প্রশ্ন হল, ‘কোন টেকনিক্যাল কোয়ালিফিকেশনের জন্য নিজেকে এই কাজের উপযুক্ত বিবেচনা করছেন, সেটা ২০০ শব্দে জানান’। আগের মতোই, এর উত্তরও আগে থেকে লিখে রাখুন। মহড়ার এই গোটা প্রক্রিয়াটিই মূল ইন্টারভিউয়ের সময় আপনার উত্তরে পালিশ জুড়তে সাহায্য করবে, এবং আপনার লেখাও হবে অনেক গোছানো।
৪) পরিবারের কোনও সদস্য অথবা বিশ্বাসী বন্ধুর সঙ্গে একটি মক ইন্টারভিউয়ের পর্ব চালান। মক ইন্টারভিউয়ের এই পর্বটি যদি আপনার ফোনে রেকর্ড করে রাখতে পারেন, তাহলে পরে এটাকে প্লে ব্যাক করে নিজের ভাষার প্রয়োগ ঠিক হল কি না, অথবা উচ্চারণ ভুল হল কি না, বা কোন বিষয়টিকে আপনাকে আরও ঠিকভাবে করতে হবে, তার সবই খতিয়ে দেখতে পারবেন। কথায় বলে, ‘প্র্যাকটিস মেকস ইউ পারফেক্ট’। তাই একের জায়গায় যদি একাধিক মক ইন্টারভিউ করতে পারেন, তাহলে আরও বেশি উপকার পাবেন এবং আত্মবিশ্বাসও বাড়বে।
মনে রাখবেন, কোনও শব্দ বা ফ্রেজ যদি বুঝতে না পারেন, তাহলে সেই নিয়ে প্রশ্নকর্তাকে প্রশ্ন করতে ভয় পাবেন না। ‘পারফেক্ট ইংলিশ’-এ ভুল উত্তর দেওয়ার তুলনায়, প্রশ্নটি আগে বুঝে নেওয়া অনেক ভালো!
ইংরেজির পাশাপাশি সাধারণ জ্ঞানের বিষয়টিও একটু ঝালিয়ে নেওয়া দরকার। আপনার শহরে, দেশে এবং বিশ্বে এই মুহূর্তে কী কী ঘটছে, সেগুলি জেনে রাখুন। বিষয়গুলি নিয়ে নিজের পরিবারের সদস্য, বন্ধু বা শিক্ষকের সঙ্গে ইংরেজিতে আলোচনা করুন। তবে সমান গুরুত্ব দিয়ে কর্মদাতা সংস্থা সম্পর্কেও পড়াশোনা করে নিন- তাদের সংগঠন, কীভাবে সেই সংগঠন চলে, তাদের নীতি এবং লক্ষ্য ইত্যাদি জেনে নিন।
সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইন্টারভিউয়ের সময়ে শান্ত এবং আত্মবিশ্বাসী থাকা।
লেখক ব্রিটিশ কাউন্সিলের টিচিং অ্যান্ড কালচারাল সেন্টারের প্রধান