সঠিক বন্ধু নির্বাচন আবশ্যক। কর্মরতদের ক্ষেত্রে শুভ। বদলির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই। শেয়ার বা ... বিশদ
আবার সময়মতো চশমার ব্যবস্থাও তাদের জন্য করা যায়, সার্জারির ব্যবস্থা করা যায়। এই ধরনের কাজ কেবল মাত্র প্রত্যন্ত গ্রামাঞ্চলে হচ্ছে এমন নয়। শহরাঞ্চলেও এই ধরনের কাজ করে চলেছেন অপ্টোমেট্রিস্টরা। আসলে অপ্টোমেট্রিস্টরা হলেন চোখের যত্ন নেওয়ার পক্ষে প্রাথমিক দক্ষ ব্যক্তি। আবার কর্পোরেট সেক্টরেও কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার, চোখে দেখার সমস্যা থেকে শুরু করে বিভিন্ন বিষয় দেখেন অপ্টোমেট্রিস্টরা।
এত ধরনের কাজ এবং তার গুরুত্বের উপর নির্ভর করে বর্তমানে প্রয়োজনীয় বিষয় হিসাবে উঠে এসেছে অপ্টোমেট্রি। কীভাবে চোখ দিয়ে মানুষ দেখে এবং কীভাবে সেই তথ্যগুলি গৃহীত হয় তা বিজ্ঞানের চর্চার বিষয়। আবার তার থেকে যা দেখা হচ্ছে, তার সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনভাবে বোধ তৈরি হয়। কৃত্রিম ব্যবস্থার সাহায্যে কী করে এই কাজগুলি করা যেতে পারে এর পাঠ হল ভিশন সায়েন্স। ভিশন সায়েন্সকে কাজে লাগানোর জন্য পড়া যায় অপ্টোমেট্রি।
ভিশন সায়েন্সের সঙ্গে জড়িয়ে আছে যে কয়েকটি শাখার বিজ্ঞান, তার মধ্যে রয়েছে অপথ্যালমোলজি ও অপ্টোমেট্রি, নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞান, সাইকোলজি বা মনোবিজ্ঞান, কগনিটিভ সাইকোলজি, ভাষাবিজ্ঞান, বায়োসাইকোলজি, সাইকোফিজিক্স এবং নিউরোসাইকোলজি। ফিজিক্স বিশেষ করে অপ্টিক্স, ইথোলজি এবং কম্পিউটার সায়েন্স বিশেষ করে কম্পিউটার ভিশন, আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা কৃত্রিম চেতনা এবং কম্পিউটার গ্রাফিক্স, সেই সঙ্গে অনান্য ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত বিষয়ের ক্ষেত্র যেমন ডেটা ভিস্যুয়ালাইজেশন, ইউজার ইন্টারফেস ডিজাইন, হিউম্যান ফ্যাক্টরস এবং আর্গোনমিক্স।
ব্যাচেলর অব অপ্টোমেট্রি নিয়ে পড়ে নেওয়া যায় কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি বা ম্যাথামেটিক্স নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষা পাশ করলে।
চোখ এবং দৃষ্টি সংক্রান্ত প্রাথমিক চিকিৎসা করে থাকেন অপ্টোমেট্রিস্টরা। এছাড়াও চোখের এবং দেখার ক্ষমতার বিশদে যত্ন যেমন চশমা দেওয়া, চোখের রোগ নির্ণয় এবং তার চিকিৎসার বন্দোবস্ত এবং সামগ্রিক দৃষ্টির অবস্থার উন্নতি ঘটানোর ব্যবস্থা করার কাজ করেন অপ্টোমেট্রিস্টরা।
অপ্টোমেট্রির ক্ষেত্রে পেশাদারি সুযোগ অনেক বেশি। প্রাইভেট প্র্যাকটিস, গ্রুপ প্র্যাকটিস অর্থাৎ এমবিবিএস, এমডি, বিডি ডাক্তারদের সঙ্গে যুক্ত থেকে চক্ষু হাসপাতালে বা অন্য হাসপাতালে চক্ষু বিভাগে এবং চক্ষু পরীক্ষালয় বা চক্ষু পরীক্ষাকেন্দ্রে কাজ করার সুযোগ পাওয়া যায়। কন্ট্যাক্ট লেন্স বা অপথ্যালমিক লেন্স শিল্পে পেশাদার কর্পোরেট ম্যানেজার হিসাবে, রিটেল অপটিক্যাল চেন বিজনেসগুলির শোরুম ম্যানেজার রূপে, উদ্যোগপতি হিসেবে, ভিশন থেরাপিস্ট, ক্লিনিক্যাল রিসার্চ, স্পোর্টস ভিশন স্পেশালিস্ট, এদেশে পাঠদান ও গবেষণার কাজে অপ্টোমেট্রিস্ট হিসাবে তো বটেই বিদেশে অপটিক্যাল গ্রুপে, হাসপাতালে কাজের চাহিদা আছে।
এই কোর্স শেষ করে ১৫ থেকে ২০ হাজার টাকা মাসে রোজগার করা যেতে পারে যা অভিজ্ঞ পেশাদারদের ক্ষেত্রে বেড়ে মাসে ১.৫ লক্ষ টাকা হতে পারে।