কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
যৌথ পরিবারে বড় হয়েছেন?
মা, বাবার সঙ্গে আমরা এক বাড়িতেই থাকি। যতদিন ঠাকুরদা, ঠাকুরমা বেঁচে ছিলেন আমরা একসঙ্গেই থাকতাম। বাড়ি, পরিবার আমার কাছে আলাদা একটা আবেগ। এখন অনেকেরই বাড়িতে থাকা হয় না।
সে কারণেই কি ‘মিত্তিরবাড়ি’ দর্শক কানেক্ট করতে পারছেন?
অবশ্যই। এইজন্য আমারও যৌথ পরিবারের গল্পে অভিনয় করতে খুব ভালো লাগে। বাড়ির প্রতিটা মানুষের সঙ্গে অন্যরকম সম্পর্ক। চরিত্রগুলোর সঙ্গে কোথাও না কোথাও বাস্তবের মিল পাওয়া যায়। বাঙালি দর্শকের কাছে যৌথ পরিবার অন্য আবেগ। যাঁদের নেই, যাঁরা কখনও যৌথ পরিবার দেখেননি, তাঁরা অনুভব করতে পারছেন, একান্নবর্তী পরিবার এরকমও হয়। আর যাঁদের একসময় যৌথ পরিবার ছিল, এখন নানা কারণে আর একসঙ্গে থাকা হয় না, তাঁদেরও হয়তো আবার বাবা, মায়ের কাছে ফিরে যাওয়ার ইচ্ছে হচ্ছে।
ইদানীং তো ধারাবাহিকের স্থায়িত্ব খুব অল্প দিনের?
এখন টেলিভিশন পুরোপুরি কর্পোরেট। টিআরপিতে ভালো নম্বর না হলে সরিয়ে দেওয়া হবে। তবে অভিনেতাদের তাতে উৎসাহ হারিয়ে ফেললে চলবে না। ধারাবাহিক তিন মাস চললেও ভালো পারফর্ম করব, তিন বছর চললেও ভালো পারফর্ম করব। এটাই লক্ষ্য হওয়া উচিত।
আপনি তো আবার টেলিভিশনের লম্বা প্রজেক্টেই অভ্যস্ত?
আসলে ভালো লেখা হলে প্রত্যেকদিন চরিত্রের আলাদা শেড খুঁজে পাওয়া যায়। যেটা এক্লপ্লোর করতে ভালো লাগে। সিনেমা বা ওয়েবে আমি লক্ষ্য করে দেখেছি, কম দিনে শ্যুটিং হওয়ার কারণে চরিত্রটা ধরার আগেই শ্যুটিং শেষ। পরে দেখে হয়তো মনে হয়েছে, আরে! চরিত্রটা অন্যভাবেও তো করতে পারতাম। কিন্তু টেলিভিশনে আমরা নিজের দুর্বলতা বুঝে তার উপর খাটতে পারি। ফলে অভিনয় অভ্যেস করার সেরা মাধ্যম হল টেলিভিশন।
টেলিভিশনে মহিলা চরিত্রদের আধিপত্য বেশি?
প্রথমদিকে আমিও সেটা ভাবতাম। কিন্তু আমি মনে করি, বহু মহিলা অনস্ক্রিন পুরুষদের দেখতে পছন্দ করেন (হাসি)। বহু জনপ্রিয় পুরুষ চরিত্র রয়েছে। কেমন ভাবে চরিত্র লেখা হয়েছে এবং কীভাবে অভিনয় করা হচ্ছে, এই দুটোর উপর নির্ভর করে সেই চরিত্র জনপ্রিয় হবে কি না।
আপনার প্রতিযোগী কে?
কোনও ইঁদুরদৌড়ে আমি বিশ্বাসী নই। প্রতিযোগিতামূলক বাজার থেকে আমি দূরেই থাকি। সাধারণত কোনও অ্যাওয়ার্ড শো-এ যাই না। শ্যুটিংয়ের বাইরে অন্য কোনও দিকে মন থাকে না। আমি এভাবে ভাবি, যে চরিত্রটা করছি, সেটা অন্য কেউ করলে অন্য রকম হতো। সকলেরই গ্রহণযোগ্যতা থাকা উচিত। ফলে কোনও প্রতিযোগিতা নেই।