কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
কয়লা ব্লক বরাদ্দের ভিত্তিতে পাওয়ার ফিনান্স কর্পোরশেন থেকে মোটা টাকার ঋণ নেয় অভিযুক্ত সংস্থাটি। পরে সেই ঋণের একটি বড় অংশ অর্থাৎ প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা এমআইপিপি নামে একটি বিদেশি সংস্থায় পাঠিয়ে দেয়। কিন্তু তদন্তে নেমে দেখা যায়, এই বিদেশি সংস্থাটি আসলে আরকেএম পাওয়ারজেন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন।