কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
এর আগে দুর্গাপুজো করতে দেওয়া হয় না, এমন অভিযোগ শোনা গিয়েছিল বিজেপি নেতৃত্বের গলায়। কিন্তু সেই অভিযোগ ভুল প্রমাণিত হয়। রাজ্যের সর্বত্র দুর্গাপুজো হয়েছে সাড়ম্বরে। এরপর সরস্বতী পুজো বন্ধ করার চেষ্টা হয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়। কিন্তু রবিবার ও সোমবার দেখা গিয়েছে, রাজ্যের সর্বত্র বাগদেবীর আরাধনা হয়েছে। উৎসবের আনন্দে মাতোয়ারা হয়েছেন পড়ুয়া থেকে সব বয়সের মানুষজন। বিরোধীদের জবাব দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সরস্বতী পুজো নিয়ে কোথাও কোনও সমস্যা নেই। বিরোধীরা মিথ্যা ও কুৎসামূলক তথ্য দিয়েছে। সাম্প্রদায়িক গন্ধ লাগিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছে। পুজোয় বাধা দেওয়ার ঘটনা বাংলার কোথাও নেই।