মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি মুম্বইতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ। পুলিস সূত্রে জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে তাঁর বান্দ্রার বাড়িতে হানা দেয়। সেই সময় অভিনেতা এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা ঘুমোচ্ছিলেন। আওয়াজ পেয়ে সকলেই উঠে পড়েন। এরপরই হামলাকারীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সইফ। তখন ওই দুষ্কৃতী তাঁকে একাধিকবার ধারালো অস্ত্রের কোপ মারে বলে খবর। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেয় আততায়ী। আহত অবস্থায় অভিনেতাকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল, মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। আপাতত সুস্থই রয়েছেন সইফ।