মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
সম্প্রতি ভাড়া সংক্রান্ত এই ‘অনিয়ম’ নিয়ে সরব হন দিল্লির এক উদ্যোগপতি। এক্স হ্যান্ডলে একাধিক পোস্টও করেন তিনি। গত ডিসেম্বরেও এক ইউজার দু’টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাতে দেখা যাচ্ছে, একই গন্তব্যের জন্য একই সময়ে অ্যান্ড্রয়েড ও আইফোনে আলাদা ভাড়া দেখাচ্ছে। দ্রুত ওই পোস্ট ভাইরাল হয়ে যায়। একইরকম সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানান আরও অনেকেই। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হওয়ায় নড়েচড়ে বসল মোদি সরকারও। জানা গিয়েছে, ওলা ও উবারকে পাঠানো চিঠিতে ট্রিপের মূল্য নির্ধারণের নিয়ম এবং সংশ্লিষ্ট অভিযোগের ব্যাখ্যা চেয়েছে মন্ত্রক। গত মাসেই নিয়মবর্হিভূতভাবে ব্যবসার অভিযোগ তুলে একাধিক অ্যাপ ক্যাব সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশি। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ক্রেতাদের শোষণ মেনে নেবে না মোদি সরকার।