মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
তাঁদের কথায়, কেন্দ্রীয় সরকার গরিব মানুষের জন্য আবাসের টাকা আটকে রাখলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আবাসের ঘর করার টাকা দিয়েছে রাজ্য। যেহেতু গ্রামের গরিব মানুষের জন্য ঘরের টাকা মমতা নেতৃত্বাধীন রাজ্য সরকার দিয়েছে, তাই আবাসের টাকায় কেনা ইটে যদি ‘মমতা’ লেখা নামটা থাকে তাতে মন্দ কি। যাঁর জন্য পাকা ঘরে থাকার স্বপ্ন পূরণ হচ্ছে, তাঁর নামটা ঘরের প্রতিটি ইটেই লেখা থাকুক।
বৃহস্পতিবার ‘মমতা’ লেখা ইট কেনেন দিনহাটা-১ ব্লকের পুঁটিমারির কারিশালের বাসিন্দা বছর পঁয়ছট্টির আলেয়া বিবি। তিনি বলেন, মমতা আছে তাই এই বৃদ্ধ বয়সে পাকা ঘর করতে পারছি। না হলে পাকা ঘরে থাকার স্বপ্ন পূরণ হতো না। আবাসের টাকা পেয়ে বাড়ির জরাজীর্ণ টিনের ঘরটি ভেঙে পাকা ঘর বানাতে লোহা, সিমেন্ট, ইট কিনতে দোকানে এসেছিলাম। এখানে দেখি ইটে ‘মমতা’ লেখা। শুনলাম অনেকেই এই ইট দিয়ে বাড়ি করছেন। তাই আমিও এই ইট দিয়েই ঘর বানব। যাঁর জন্যে আবাসের টাকায় পাকা ঘর করতে পারছি, তার নামটা ঘরের প্রতিটি ইটেই রাখতে চাই। এতে মনে শান্তি পাব।
দিনহাটার একটি বিল্ডার্সের দোকানের মালিক মহাবুর রহমান মল্লিক বলেন, দু’দিন আগেই ওই ইট দোকানে এনেছি। অনেকে অন্য ইট কিনতে এসে এই ইট কিনে নিয়ে যাচ্ছেন। এখন সামান্য কিছু আছে। অন্য ইটের তুলনায় দামও কিছুটা কম এই ইটের। এর মানও ভালো। তাছাড়া নামটা দেখে অনেকে অন্য ইট নিতে চাইছেন না। যা চাহিদা আবার নিয়ে আসতে হবে।