মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
পুলিস জানিয়েছে, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় গাড়ির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার মৃতদেহ রামঠেঙার বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃতদের পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, রামঠেঙার তিন যুবক বুধবার সন্ধ্যায় দিনহাটার একটি মেলায় যান। তিনজন একটি বাইকে চেপে গিয়েছিলেন। গভীর রাতে মেলা থেকে ফেরার সময়ে কোচবিহার-দিনহাটা রাজ্য সড়কের প্রান্তিক বাজারের কাছে একটি গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা এসে তিনজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠান। চিকিৎসকরা বিশ্বজিৎ ও নারায়ণকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই পরিবারের লোকজন দিনহাটায় যায়।
বিশ্বজিতের মামা ভজন মণ্ডল বলেন, ভাগ্নে লাইটের কাজ করত। দিনহাটার একটি মেলায় দুই বন্ধুর সঙ্গে গিয়েছিল। রাতে আমরা খবর পাই দুর্ঘটনা ঘটেছে। এদিকে, নারায়ণ বিষ্ণোইয়ের বাবা কালীপদ বিষ্ণোই বলেন, আমার ছেলে বিশ্বজিতের সঙ্গে লাইটের কাজ করত। শুনেছি একটি চার চাকার গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়েছে।
স্থানীয় বাসিন্দা কুলদীপ বর্মন বলেন, তিনজনকেই হাসপাতালে নিয়ে গেলে বিশ্বজিৎ’কে মৃত বলে ঘোষণা করা হয়। নারায়ণ হাসপাতালে চিকিৎসা শুরুর পর মারা যান। ইন্দ্রজিৎ এখনও চিকিৎসাধীন রয়েছেন।
দিনহাটার মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্র বলেন, বুধবার গভীর রাতে দুর্ঘটনা ঘটে। দু’জনের মৃত্যু হয়েছে। একজন গুরুতর জখম। তিনজন একটি বাইকেই ছিল। কারও মাথায় হেলমেট ছিল না। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটেছে।