মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। ... বিশদ
জানা গিয়েছে, এক সময় নিজস্ব বাড়িতে চলত ওই কেন্দ্রটি। কিন্তু সেটি খারাপ হয়ে যাওয়ার ফলে তার পাশে একটি জায়গায় অস্থায়ীভাবে চলছিল সেটি। এদিকে বহুদিন সংস্কার না করার ফলে বেহাল হয়ে পড়েছিল ওই অস্থায়ী কেন্দ্রের রান্নাঘরের চাল। সেটিই ভেঙে পড়ে এদিন। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলছেন, বহুবার এই কেন্দ্রটিকে ঠিক করার আবেদন করা হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি।এদিকে, খবর পেয়ে বাসন্তী ব্লক প্রশাসন এবং সিডিপিও ওই সেন্টার পরিদর্শন করেন। এই ঘটনা নিয়ে বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, কী ঘটেছে তা প্রশাসন তদন্ত করে দেখছে। সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। আপাতত অন্য কোথাও ওই সেন্টার সরানো যায় কি না, তা দেখছে প্রশাসন। -নিজস্ব চিত্র