আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
বাউল গান রবীন্দ্রসঙ্গীতের এক বিশেষ ধারা, অবিচ্ছেদ্য অংশ। সেই ধারার গানগুলিকে নিজের ভাবনার সামঞ্জস্যে নিপুণভাবে নির্বাচন করেছিলেন শিল্পী। ফলে বহুশ্রুত গানগুলি নতুন অর্থে ধরা দিল । অনুষ্ঠান শুরু হয় ‘আকাশ হতে খসল তারা’ গানটি গেয়ে। এরপর একে একে গাইলেন ‘ও আমার মন যখন জাগলি না রে’, ‘যে তোরে পাগল বলে’, ‘সে যে মনের মানুষ’। দ্বিতীয় পর্বের শুরুতে শোনালেন ‘আমি কান পেতে রই’। এই পর্বে ‘ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ’, ‘ও চাঁদ, চোখের জলের লাগল জোয়ার’ রবীন্দ্রসঙ্গীত দু’টিকে ঠাঁই দিয়েছেন তিনি। যদিও এ দু’টি গানের রূপ ও কাঠোমো ঠিক বাউল অঙ্গ অনুসারি নয়, তবুও শিল্পী গানগুলি নির্বাচন করেছিলেন নিজস্ব ভাবনাকে ত্বরাণ্বিত করার জন্য। তিনি অনুষ্ঠান শেষ করেন ‘আবার মোরে পাগল করে’ গেয়ে। তাঁর গায়কীর নিজস্ব ঘরানা ও ভরাট কণ্ঠ এক ভিন্ন আমেজ সৃষ্টি করে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অম্লান হালদার। স্বাগত কথনে সমীর চট্টোপাধ্যায়।
—প্রিয়ব্রত দত্ত