আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সমাগমে আনন্দ বৃদ্ধি। চারুকলা শিল্পে উপার্জনের শুভ সূচনা। উচ্চশিক্ষায় সুযোগ। কর্মক্ষেত্রে অযথা হয়রানি। ... বিশদ
এই চলচ্চিত্র উৎসবের অন্যতম সেরা আকর্ষণ ছিল মাস্টারক্লাস বিভাগ। অংশ নিয়েছিলেন বর্ষীয়ান দুই পরিচালক তরুণ মজুমদার ও বুদ্ধদেব দাশগুপ্ত । তাঁদের ছবির তৈরির গল্প উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেছিল। উৎসবের প্রশংসা করে তরুণ মজুমদার বলেন, কোন ধরনের ছবিকে এই আর্ট হাউস ঘরানায় স্থান দেওয়া হবে সেই পরিসরটা আরও একটু বাড়ানো দরকার। স্বল্প ও পূর্ণদৈর্ঘ্যের ছবির শেষে পরিচালকদের সঙ্গে দর্শকদের কথোপকথনের সুযোগ ছিল বাড়তি পাওনা। এছাড়া বেশ কয়েকটি আলোচনা উৎসবের প্রাসঙ্গিকতা বহুগুণ বাড়িয়ে দেয়। এরমধ্যে অন্যতম ‘অভিনয় রক্তে থাকে না শিখতে হয়’ শীর্ষক আলোচনা। অংশ নেন কমলেশ্বর মুখোপাধ্যায়, অতনু ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী ও দামিনী বেণী বসু। অভিনয় রক্তে থাকলেও তার যে নিয়মিত চর্চা প্রয়োজন সেকথাই উঠে আসে প্রত্যেকের বক্তব্যে। এই সভায় শিক্ষার্থী দর্শক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। বিভিন্ন দিন উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, সায়নী ঘোষ প্রমুখ।
—মানসী নাথ