কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
এদিনের অনুষ্ঠানে ভালোলাগায় মন ভরিয়ে দিলেন উদীয়মান শিল্পী রুদ্রসাবর্ণ দত্ত। প্রতিষ্ঠিত শিল্পীদের সাথে প্রথমবার একই মঞ্চে সঙ্গীত পরিবেশনে এই সাবলীলতা প্রশংশনীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা দূরদর্শনের ডিরেক্টর স্নেহাশীষ সুর সহ বহু বিশিষ্ট জনেরা।