উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
ওদিকে সৎমা লক্ষ্মীর বিয়ে দেওয়ার নাম করে তাকে রেখে দিয়েই অন্যত্র চলে যায়। উল্টে সেই বকাটে পাত্র লক্ষ্মীকে সন্তানসম্ভবা করে চম্পট দেয়। পরিস্থিতির চাপে গর্ভের সন্তান নষ্ট করতে হয় লক্ষ্মীকে। আবার ঘুরে ফিরে সেই বাচ্চা দেখভালের কাজ পায় সে। জীবন বোধহয় সবসময় এতটা নিষ্ঠুর নয়। লক্ষ্মীর জীবনেও ঠিক এই সময় একটা বদল আসে। গর্ভে ধারণ না করেও যশোদা যেমন মা হয়েছিলেন। তেমনই লক্ষ্মী যেন তার মাতৃত্বের আনন্দ ফিরে পায়।
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন কল্যাণ সেন বরাট এবং অভিনয় করেছেন সঙ্গীতা কুণ্ডু, শর্মিষ্ঠা নাগ, সুজাতা বসু প্রমুখ। ছবিটি আজ মুক্তি পাচ্ছে।