‘তোমা বিনে অনাথ আমি অতি হে ’ - এই বলেই ‘দোসর ’ রবীন্দ্রনাথের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল গানে গানে। বাঙালির হৃদযন্ত্রে যে মানুষটি বাসা বেধেছেন তাঁকে আরও বেশি করে ঘরে ঘরে পৌঁছে দিতে ‘দোসর’ এর একসঙ্গে হওয়া। সম্প্রতি রবীন্দ্র ওকাকুরা ভবনে রবীন্দ্র স্মরণে অনুষ্ঠিত হল ‘যাত্রাপথের আনন্দগান ।’ সংস্থার জন্ম রবীন্দ্রসঙ্গীতের অন্তঃস্থল থেকে। সঙ্গীত পরিবেশনায় ছিলেন সায়ন্তনী চক্রবর্তী, রুমকি দাস, চন্দনকণা সরকার, চিত্রা চৌধুরী , চন্দন দাস, শুভেন্দু তালুকদার প্রমুখ। গ্রন্থণায় ছিলেন শ্রবণা শীল,সুস্মিতা সরকার ভট্টাচার্য। রচনা ও আবৃত্তিতে আকাশ। অনুষ্ঠানের প্রথমার্ধে পরিবেশিত হয় ‘রবি রাগিনী’। সঞ্জয় ভট্টাচার্য এবং রুমকি দাস ছিলেন পরিচালনায়। অংশগ্রহণে ছিলেন অঞ্জলি সঙ্গীতায়ন এবং কল্পবিন্দু। ভাষ্য রচনাও পাঠে ছিলেন সায়ন্বীতা সরকার ।
এরপর দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হয় ‘যাত্রাপথের আনন্দগান’।’ এই আনন্দ গানের সঙ্গে কিছু আনন্দ নৃত্যও পরিবেশিত হয়। রবীন্দ্রনাথ সৃষ্ট শান্তিনিকেতনী স্টাইলটিকেই তুলে ধরার চেষ্টা করা হয়। নৃত্যে অংশ নিয়েছিলেন অন্বেষা দত্ত,কোয়েনা ঘোষ, যসস্বী চৌধুরী।
মধুরিমা দাস