ঝগড়া এড়িয়ে চলার প্রয়োজন। শরীর স্বাস্থ্য বিষয়ে অহেতুক চিন্তা করা নিষ্প্রয়োজন। আজ আশাহত হবেন না ... বিশদ
মুক্তির অপেক্ষায় বনি-ঋত্বিকা জুটির নতুন ছবি ‘লাভ স্টোরি’। বনির দাবি, অনিকেতের (ছবিতে বনির চরিত্র) মতো চরিত্র তিনি আগে করেননি। ঋত্বিকার সঙ্গে বেশ কয়েকটা ছবি করে ফেললেন বনি। আর সেই রসায়ন সম্পর্কে তাঁর বক্তব্য, ‘সময়ের সঙ্গে আমরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছি বলে এখন ক্যামেরার সামনে আর আলাদাভাবে পরিশ্রম করতে হয় না। একে অপরের পদক্ষেপগুলোও জানি বলে অভিনয় করাটা অনেক সহজ হয়ে যায়। আর এই বন্ডিংয়ের জন্যই মাত্র আঠারো দিনে আমরা ছবির শ্যুটিং শেষ করতে পেরেছিলাম।’ এই ছবির জন্য বনিকে প্রায় দশ কেজি ওজনও বাড়াতে হয়েছে। তাই ডায়েটের দিকে বিশেষ একটা নজর দেননি তিনি।
ছবি না চললে নিজেকে কীভাবে সান্ত্বনা দেন? ‘আমি তো আমার একশো শতাংশ দিয়েই অভিনয় করি। পরেরবার আরও ভালো করার চেষ্টা করি। আমাকে যাঁরা ট্রোল করতেন তাঁরাই বলছেন এই ছবিতে আমার লুকটা নাকি খুব ভালো লাগছে!’ আসলে বনি কিন্তু এক্সপেরিমেন্ট করতে চাইছেন। কিন্তু সমস্যাটা অন্য। ‘এই তো সেদিন একজনকে বললাম যে আমরাও কিন্তু সমান্তরাল ছবি করতে পারি। আসলে আমাদের একটা বৃত্তে বেঁধে দেওয়া হয়েছে। নতুন নতুন চরিত্রে আমাদের ভাববেন পরিচালক বা প্রযোজকরা। আমি তো তাঁদের জোর করতে পারি না’, একরকম আক্ষেপই ধরা পড়ল বনির কথায়।
চিত্রনাট্য বাছার ক্ষেত্রে বাবা (অনুপ সেনগুপ্ত) ও গার্লফ্রেন্ড কৌশানীর পরামর্শও নেন বনি। বাবার পরিচালনায় বনি-কৌশানী জুটির পরের ছবি ‘জানবাজ’ এর শ্যুটিং শেষ। সেই ছবি মুক্তি পেতে পারে বছরের শেষে। ‘বাবা কিন্তু আমাকে স্বাধীনতা দেন। নেটফ্লিক্স ঘেঁটে সবসময় নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবছেন। তবে ছবি নির্বাচন সম্পর্কে আমাকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেন।’ এরপর একটা মার্ডার মিস্ট্রিতে দেখা যাবে বনিকে। পুজোর পর সেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়