কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
সংস্থার অর্গানাইজিং চেয়ারম্যান ডাঃ রাজর্ষি বন্দ্যোপাধ্যায় ও অর্গানাইজিং সেক্রেটারি ডাঃ সমীরণ ঘোষ জানান, ম্যাক্সিলোফেসিয়াল ট্রমা, ক্লেফট লিপ ও প্যালেট সার্জারি, টিএমজে সার্জারি, ওরাল ক্যান্সার ও বিভিন্ন রকম সিস্ট, টিউমারের চিকিৎসা, রিকনস্ট্রাক্টিভ ও অ্যাস্থেটিক সার্জারি, ইমপ্ল্যানটোলজি, বিভিন্ন ধরনের রিসার্চ ইত্যাদি নিয়েই এই সম্মেলনে অসংখ্য আলোচনার আয়োজন করা হয়েছে। পথ দুর্ঘটনা ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সচেতন করার প্রচেষ্টাও নেওয়া হয়েছে।
এছাড়া এই ধরনের সুপারস্পেশালিটি চিকিৎসাকে কী করে আরও জনমুখী করা যায়, এই সম্মেলন তারও দিকনির্দেশ করবে।’