কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
এদিন বাবুঘাটে গঙ্গাসাগর মেলার অস্থায়ী শিবিরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে ফিরহাদ একটি বৈঠক করেন। ছিলেন দেবাশিস কুমারও। বৈঠকে কলকাতা পুলিস, পরিবহণ দপ্তর সহ সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিক উপস্থিত ছিলেন। সেখানে ঠিক হয়েছে, অস্থায়ী শিবিরের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও বাড়াতে এবার বাড়তি লোক নামানো হবে। পানীয় জল থেকে শুরু করে জঞ্জাল সাফাই, শৌচালয়ের ব্যবস্থা—সবটাই করে দেবে পুরসভা। মেয়র জানান, প্রতি বছর তিনটি শিফ্টে বাবুঘাট সাফাইয়ে ১২০ জন কর্মী নামানো হয়। এবার ১৩০ জন কর্মী দায়িত্বে থাকবেন। জঞ্জাল তুলতে বাড়তি গাড়ির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি। -ফাইল চিত্র