কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
মুম্বইয়ে ২৬/১১ হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৭৫ জন। আহত হয়েছিলেন তিনশোর বেশি। সেই হামলার মূল চক্রী লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সইদের শালা মাক্কি। ২০১৯ সালে গ্রেপ্তার হাফিজ গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সেই ছিল তার ছায়াসঙ্গী। প্রতি বছর ফেব্রুয়ারিতে ইসলামাবাদে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের সমর্থনে সভা হয়। সেখানে নিয়মিত ভারত বিরোধী বিদ্বেষের বিষ উগড়ে দিতে দেখা যেত মাক্কিকে। মুম্বই হামলার দু’বছর পরে ২০১০ সালের ফেব্রুয়ারিতে ভারতে ‘রক্তগঙ্গা বইয়ে দেওয়ার’ হুমকি দেয় এই লস্কর জঙ্গি নেতা। শুধু তাই নয়, কাশ্মীর দখলের হুঁশিয়ারিও ছিল তার ভাষণে। এর কয়েক মাস পরে নভেম্বরে তার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করে মার্কিন ট্রেজারি দপ্তর। মুম্বই হামলার পরে লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে নিষিদ্ধ করার পাশাপাশি ১ কোটি মার্কিন ডলার মাথার দাম ঘোষণা করা হয়েছিল। আর মাক্কির খোঁজ দিতে পারলে ২০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার। প্রবল আন্তর্জাতিক চাপে ২০১৭ সালে জঙ্গিদের আর্থিক মদত দেওয়া বন্ধ করতে বাধ্য হয় পাকিস্তান। হাফিজ সইদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। তখন এফআইআর দায়ের হয়েছিল মাক্কির বিরুদ্ধে। ২০১৯ সালের মে মাসে উস্কানিমূলক ভাষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।