কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে। ... বিশদ
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে খাতড়া ব্লকের বৈদ্যনাথপুর অঞ্চলের জগন্নাথপুর গ্রাম লাগোয়া শিলাবতী নদীতে স্থানীয় কয়েকজন মৎস্যজীবী মাছ ধরতে গিয়েছিলেন। তাঁদের জালেই ওই মূর্তিটি আটকে যায়। পরে সেটিকে তাঁরা নদীর পাড়ে নিয়ে আসেন। এদিন স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিস গিয়ে মূর্তিটি উদ্ধার করে। খাতড়ার বিডিও দেবজিৎ রায় বলেন, খবর পেয়ে ওই জৈন মূর্তিটি উদ্ধার করা হয়েছে। সেটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। যথাযথ নিয়ম মেনে মূর্তিটি সংরক্ষণ করা হবে। -নিজস্ব চিত্র