উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ক্লিনিক্যাল প্যাথোলজি, রেডিওলজি, আলট্রাসাউন্ড ইমেজিং, কার্ডিয়াক মনিটরিং-এর ব্যবস্থা থাকছে হাসপাতালে। থাকছেন সুদক্ষ চিকিৎসক দল। আপদকালীন পরিস্থিতি সামাল দিতেও থাকছেন চিকিৎসক। দরকারে পোষ্যের যে কোনও ধরনের অপারেশন করানো যাবে এই হাসপাতালে। উন্নতমানের অপারেশন থিয়েটারে আছে গ্যাস অ্যানাস্থেসিয়া ওয়ার্কস্টেশন, শ্বাসকার্য চালানোর সমস্ত সহযোগী যন্ত্রও।