উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
পাশাপাশি বণিকসভার তথ্যপ্রযুক্তি কমিটির প্রস্তাব, সরকারি এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্রে বৈদ্যুতিন চিকিৎসা রেকর্ড (ইএইচআর) চালু করা হোক। এই প্রক্রিয়ায় ব্লকচেনের মাধ্যমে রোগীর শারীরিক অবস্থা, প্রেসক্রিপশন, বিভিন্ন পরীক্ষার তথ্য জমা থাকবে। সংশ্লিষ্ট রোগীর পরিচয়পত্রের ভিত্তিতে তাঁর তথ্য সংরক্ষিত থাকবে।
অন্যদিকে বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রাক্তন সভাপতি এবং মেডিকা গ্রুপ অফ হসপিটালসের চেয়ারম্যান ডাঃ অলোক রায় বলেন, প্রযুক্তি ব্যবহার করে আরও ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন দিল্লির জেটরো–র চিফ ডিরেক্টর জেনারেল কাজায়ু নাকাজো, ভারতে বেলজিয়াম দূতাবাসের বাণিজ্য এবং বিনিয়োগ কমিশনার হাবার্ট গোফিনেট, মেডিকা হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং সিনিয়র কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জন ডাঃ কুণাল সরকার প্রমুখ।