Bartaman Patrika
হ য ব র ল
 

মহাকাশ ছোঁয়ার প্রতিযোগিতা

মহাকাশে ভ্রমণ এখন জলভাত। আমেরিকার একাধিক ধনকুবের শিল্পপতি নিজস্ব সংস্থা তৈরি করে মহাকাশ ভ্রমণের ব্যবস্থা করছেন। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভ্রমণ করে ফেলেছেন সবাই। কিন্তু পর্যটক নিয়ে যাওয়া শুরু হয়নি এখনও। কেউ কেউ অবশ্য চড়া দামে টিকিট বিক্রি শুরু করে দিয়েছেন। কিন্তু কার সংস্থা হবে এ ব্যাপারে প্রথম? চলছে তারই প্রতিযোগিতা। লিখলেন বিভাস মজুমদার।

ছোটবেলায় কাগজ মুড়ে রকেট বানিয়ে খেলত বন্ধুরা। আর তা দেখে রকেটের ছবি আঁকত মহারাষ্ট্রের শহর কল্যাণের বাসিন্দা ছোট্ট সঞ্জল। সেই আঁকতে গিয়েই তাঁর মনের মধ্যে আসল রকেট তৈরির ইচ্ছা বাসা বেঁধেছিল। ছোটবেলাতেই তাঁর ধ্যানজ্ঞান হয়ে উঠেছিল রকেট তৈরি। সেই ইচ্ছাকে এগিয়ে নিয়ে যেতে সবরকম সহায়তায় বাবা মা তাঁর পাশে এসে দাঁড়ান। অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন সঞ্জল। মুম্বই ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হলেন। স্বপ্নপূরণের প্রথম ধাপ এগনোর পর মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে আমেরিকা পাড়ি দিলেন। সেটা ২০১১ সালের কথা। সঞ্জল গাভান্ডের এই বিদেশে পড়তে যাওয়া নিয়ে পাড়া পড়শিদের অনেকেই কটাক্ষ করেছিলেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয় নিয়ে একটা মেয়ে পড়াশোনা করে করবেটা কি? মেকানিক্যাল ব্যাপারস্যাপার তো ছেলেদের পক্ষেই করা সম্ভব বলে তাঁরা সঞ্জলের বাবা মাকে বোঝান। বাবা অশোক গাভান্ডে ছিলেন কল্যাণ মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসার আর মা সুরেখা এমটিএনএলের কর্মী। তাঁরা  মেয়ের ইচ্ছাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। মিশিগানে স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পরে মার্কারি মেরিন নামে আমেরিকার একটি সংস্থায় মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করতে শুরু করেন। সেখানে তিন বছর ডিজাইন অ্যানালিসিস্ট পদে শিক্ষানবিশ হিসাবে চাকরি করেন। এরপর টয়োটা রেসিং ডেভেলপমেন্টে মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে থাকেন। তবে তাঁর লক্ষ্য ছিল রকেট তৈরির কোনও প্রকল্পে যুক্ত হওয়া। তিনি তা চেষ্টা করতে লাগলেন। বিমান চালানোর প্রশিক্ষণ নিতে লাগলেন। ২০১৬ সালে কমার্শিয়াল পাইলটের লাইসেন্সও পেয়ে গেলেন। এবার নাসায় চাকরির আবেদন করলেন। নিরাশ হলেন। আমেরিকার নাগরিক না হওয়ার কারণে যোগ্যতা সত্ত্বেও তাঁর আবেদনপত্র বাতিল হল। তবে নাসা তাঁর আবেদন ফিরিয়ে দিলেও হতাশ হননি। কাজের সুযোগ পেলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’-এ। সেখানে তিনি সিস্টেম ইঞ্জিনিয়ারের পদে চাকরি পেলেন। এরোস্পেস রকেটের ডিজাইন করা সঞ্জলের স্বপ্ন ছিল। সেই স্বপ্নপূরণের সুযোগ মিলে গেল ব্লু অরিজিনে। তবে এখানে থেমে থাকেননি সঞ্জল। তিনি বিমানও চালিয়েছেন। সেই সূত্রে এ বছর তিনি ক্যালিফোর্নিয়ায় মহিলা পাইলটদের মধ্যে সেরার শিরোপা পেয়েছেন। 
এদিকে ব্লু অরিজিন মহাকাশে যান পাঠানোর জন্য বেশ কয়েক বছর ধরে চেষ্টা চালাচ্ছিল। অবশেষে নাসার সহযোগিতায় তারা মহাকাশযান ‘নিউ শেপার্ড’ তৈরি করেছে। ওই মহাকাশযানটিকে মানুষ ছাড়াই উৎক্ষেপণ করা হয়। তাতে সফল হওয়ার পর নাসা মহাকাশযানটিকে যাত্রী নিয়ে মহাকাশে পাড়ি দেওয়ার অনুমতিও দিয়েছে। সেই মহাকাশযান নিয়ে গত ২০ জুলাই মহাকাশের দোরগোড়া থেকে ঘুরে এসেছেন স্বয়ং জেফ বেজোস। সঙ্গী হয়েছিলেন তাঁর ভাই মার্ক বেজোস, ১৮ বছরের ডাচ তরুণ অলিভার ডেইমেন এবং অবসরপ্রাপ্ত মার্কিন মহিলা পাইলট উইলি ফাঙ্ক। প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে কমবয়সি মহাকাশযাত্রী হিসাবে ডেইমেন এবং বয়োজ্যেষ্ঠ যাত্রী হিসাবে ফাঙ্ক মহাকাশে গিয়ে নতুন নজির গড়েছেন। ডেইমেন গত বছর স্নাতক হয়েছেন। তাঁর বাবা বেসরকারি ইক্যুইটি ইনভেস্টমেন্ট ফার্মের চিফ এক্সিকিউটিভ। বেজোসের মহাকাশযানে চড়ে যাওয়ার জন্য একটি আসনের নিলাম হয়েছিল গোটা বিশ্বজুড়ে। একমাস ধরে চলা এই নিলামে ১৫৯টি দেশের সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন। এর মধ্যে থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তা জিতেছিলেন। ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি ব্লু অরিজিন কর্তৃপক্ষ। তবে সেই ব্যক্তি যেতে রাজি না হওয়ায় এই দৌড়ে দ্বিতীয়স্থানে থাকা ডেইমেনকেই সুযোগ দেওয়া হয়। এজন্য ডেইমেন কত ডলার দিয়েছেন তা অবশ্য ব্লু অরিজিনের পক্ষ থেকে জানানো হয়নি। তবে ডেইমেনের দাবি ২ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার তাঁকে দিতে হয়েছে। তাঁর বাবা ওই অর্থ মিটিয়েছেন। 
১৯৬০ সালে আমেরিকা চাঁদে মহাকাশচারী পাঠানোর জন্য বেশ কয়েকজনকে প্রশিক্ষণ দিয়েছিল। সেই প্রশিক্ষণ দলে ছিলেন  উইলি ফাঙ্ক। তিনি প্রশিক্ষণে সেরা বলে বিবেচিত হলেও স্রেফ মহিলা হওয়ায় তাঁকে চাঁদে পাঠাতে রাজি হয়নি নাসার কর্তৃপক্ষ। তাঁকে বিমানবাহিনীর ফ্লাইট ইনস্ট্রাক্টর হিসাবে নিয়োগ করা হয়। ফাঙ্কের মনের মধ্যে মহাকাশযাত্রার সুযোগ না পাওয়ার আক্ষেপ রয়ে গিয়েছিল। তিনি কোনও একদিন মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতেন। তবে বয়স বেড়ে যাওয়ায় সেই আশা আর ছিল না। কিন্তু তাঁকে চমকে দেন জেফ বেজোস। তিনিই ফাঙ্ককে মহাকাশ ঘুরিয়ে আনার প্রস্তাব দেন। সেই প্রস্তাব শুনে আপ্লুত ফাঙ্ক। ৮২ বছর বয়সেও ফিটনেস পরীক্ষায় উতরে যান। আর বাকিটা এখন ইতিহাস।
নিউ শেপার্ডকে পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাকাশ ছুঁয়ে আনার নেপথ্যে যে একদল ইঞ্জিনিয়ার রয়েছেন তাঁর অন্যতম সদস্য ৩০ বছরের সঞ্জল গাভান্ডে। কীভাবে মহাকাশযানকে পৃথিবীর বাইরে থেকে ঘুরিয়ে আবার সফলভাবে অবতরণ করাতে হবে তাতে তাঁর অবদান কম নয়। গোটা ব্যাপারটিই পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করেছে ব্লু অরিজিনের এই ইঞ্জিনিয়ারের দল। 
প্রসঙ্গত, ব্লু অরিজিনের মহাকাশযান নিউ শেপার্ড রকেটটি ৬০ ফুট (১৮.৩ মিটার) লম্বা। রকেট এবং ক্যাপসুলের সমন্বয় করে এই মহাকাশযানটিকে তৈরি করা হয়েছে। কোনও পাইলট ছাড়াই রকেটটি উড়তে পারে। কয়েকটি সফটওয়্যার ও অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এটির উড়ান নিয়ন্ত্রণ করা হয়। রকেটটি প্রতি ঘণ্টায় ২২০০ মাইল (৩৫৪০ কিলোমিটার) গতিতে মহাকাশে পাড়ি দিয়েছিল। পাড়ি দেওয়ার আগে যাত্রীদের ২ দিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। মাত্র ১১ মিনিটেই নিউ শেপার্ড মহাকাশের দোরগোড়া ছুঁয়ে ফিরে আসে। এই ১১ মিনিটের মধ্যে ৩ মিনিট ওজনবিহীন অবস্থায় মহাকাশযানের মধ্যে ভেসে বেড়িয়েছেন ওরা চারজন। মহাকাশযান নিউ শেপার্ডের ক্যাপসুলের পোশাকি নাম ‘ফার্স্ট স্টেপ’। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশ ও পৃথিবীর বায়ুমণ্ডলের সংযোগস্থল কারম্যান লাইন (৬২ মাইল) ছাড়িয়ে ৬৬.৫ মাইল উচ্চতায় পৌঁছে গিয়েছিল ফার্স্ট স্টেপ। এই সময় পিংপং বল নিয়ে ছুড়ে দিয়েছেন, ডিগবাজি খেয়েছেন আর ক্যান্ডি ছড়িয়ে দিয়ে ভাসমান অবস্থায় সেগুলো ধরার চেষ্টা করেছেন জেফ আর তাঁর ভাই মার্ক। আপ্লুত জেফ বলেছেন, এক মুহূর্তে যেন ছোটবেলার দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। এটা অভূতপূর্ব। মহাকাশযাত্রীদের মধ্যে প্রবীণতমা ৮২ বছরের ফ্রাঙ্ক জানলা দিয়ে দুচোখ ভরে পৃথিবীর বৃত্তাকার অংশটিকে দেখেছেন। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেছেন আমি অভিভূত, আনন্দিত। কয়েকদশক ধরে তিনি এটা  দেখতে চেয়েছিলেন। ডাচ ছাত্র ডেইমেনের মতে, ওই সময়টুকু অবিশ্বাস্য লাগছিল। 
বেজোসরা মহাকাশ ঘুরে আসার সঙ্গে সঙ্গে পরবর্তী মহাকাশযাত্রা নিয়ে শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছেন ব্লু অরিজিনের এই মহাকাশ অভিযানের দায়িত্বে থাকা প্রাক্তন নভোশ্চর জেফ অ্যাসবি। তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন, এ বছরেই আরও দু’বার নিউ শেপার্ড মহাকাশে পাড়ি দেবে। প্রথম উড়ানে পরীক্ষা নিরীক্ষার জন্য নানা যন্ত্রপাতি নিয়ে যাওয়া হবে। আর দ্বিতীয়টিতে যাত্রী নিয়ে যাওয়া হবে। তাই দ্বিতীয় অভিযানে কারা মহাকাশযানে সওয়ার হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মহাকাশযানের একটি টিকিটের দাম ১০ কোটি মার্কিন ডলার করা হবে বলে ইতিমধ্যেই ব্লু অরিজিনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তাতে টিকিটের চাহিদা একটুও কমেনি। বরং উত্তরোত্তর তা বৃদ্ধি পাচ্ছে। এদিকে আর এক সংস্থা ভার্জিন গ্যালাকটিকও মহাকাশযাত্রার জন্য প্রতি আসনের দাম করেছে ২৫ কোটি ডলার। বেজোসের আগেই মহাকাশে ঘুরে এসেছেন ভার্জিন গ্যালাকটিকের কর্ণধার রিচার্ড ব্র্যানসন। তবে ব্র্যানসনের চেয়ে মহাকাশের আরও বেশি উচ্চতায় গিয়ে তাঁকে টেক্কা দিয়েছেন বেজোস। একজন তরুণ ছাত্রকে নিয়ে গিয়ে মহাকাশ পর্যটনের প্রদীপ কার্যত জ্বালিয়ে দিয়েছেন তিনি। অপরদিকে শুধু মহাকাশের দোরগোড়া নয়, একেবারে চাঁদে সাধারণ যাত্রীদের ঘুরিয়ে আনতে চাইছেন আর এক ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক। তিনি কম খরচে চাঁদে সাধারণ মানুষকে ঘুরিয়ে আনতে চাইছেন। তাই স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন বা স্পেস এক্স নামে একটি সংস্থা তৈরি করেছেন। ২০২৩ সালে তিনি যাত্রীদের মহাকাশযানে করে চাঁদে ঘুরিয়ে আনবেন বলে ঘোষণা করেছেন। এ নিয়ে গোটা বিশ্বেই আগ্রহ দেখা দিয়েছে। বহু মানুষ সেই অভিযানে প্রথম যাত্রী হতে স্পেস এক্স সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন। এবার মহাকাশ পর্যটনের এই  নতুন দৌড়ে কে এগিয়ে যায় সেদিকেই তাকিয়ে গোটা দুনিয়া।
তথ্য ও ছবি : সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
01st  August, 2021
রাখিবন্ধন

রাখিবন্ধন শব্দটির সঙ্গে জড়িয়ে আছে একরাশ ভালোবাসা। ভাই আর বোনের চিরকালীন এক সম্পর্কের বন্ধনকে মূর্ত করে এই দিনটি। বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিয়ে অপেক্ষায় থাকে মিষ্টি একটা উপহারের জন্য। সবাই মিলে একসঙ্গে হইচই আর খেলাধুলোয় মেতে ওঠে তারা। এটাই সেই ভালোবাসা। লিখে জানাল ছোট্ট বন্ধুরা।  
বিশদ

22nd  August, 2021
শোনো শোনো গল্প বলি

গৃহবন্দি সময়ে একরাশ খুশির খবর নিয়ে হাজির হলেন কাহানি নানি। ছোটদের জন্য মিষ্টি মধুর গল্প তাঁর ঝুলিতে সবসময় রেডি। গল্পের খোঁজ দিলেন কমলিনী চক্রবর্তী।    বিশদ

22nd  August, 2021
ঋষি অরবিন্দ -এর ছেলেবেলা

আমাদের এই দেশকে গড়ে তোলার জন্য অনেকে অনেকভাবে স্বার্থত্যাগ করে এগিয়ে এসেছিলেন। এই কলমে জানতে পারবে সেরকমই মহান মানুষের ছেলেবেলার কথা। এবার ঋষি অরবিন্দ। লিখেছেন চকিতা চট্টোপাধ্যায়।  বিশদ

15th  August, 2021
আর এক রঘুর গল্প
চন্দন চক্রবর্তী

রঘু নামটা শুনলেই ইয়া মোটা বিড়াল লেজের মতো গোঁফ আর তাগড়াই চেহারার রঘু ডাকাতের কথা মনে পড়ে। যে কিনা গ্রামের অবস্থাপন্নদের বাড়িতে আগাম চিঠি পাঠিয়ে ডাকাতি করতে যেত। জমিদার বাড়ির লেঠেলদেরও লাঠির আঘাতে ঘায়েল করত। নিজে কখনও হার মানত না। বিশদ

15th  August, 2021
‘আছে দুঃখ আছে মৃত্যু’

বহুদিন যাবৎ স্কুল বন্ধ। মন একদম ভালো নেই আনন্দী, সুমেকা, অর্ক, ঋষিকা, অয়নদের। ওরা সবাই মিলে ছোটকাকুকে ধরল। বাড়িতে থেকে থেকে যে আমরা হাঁফিয়ে উঠেছি ছোটকাকু। আমাদের ধারেকাছে কোথাও নিয়ে চলো না! বিশদ

08th  August, 2021
ছোটদের বন্ধু অবনীন্দ্রনাথ

ভারী দুরন্ত। এটা ফেলছে, ওটা ভাঙছে। রকমারি দুষ্টুমি। ‘বুড়ো আংলা’-র  রিদয়ের মতো দুরন্ত, তেমনই দস্যি! অ্যাকোরিয়ামে লাল মাছ খেলছে, ছুটছে। কী খেয়াল হল, দুপুরের দিকে সবাই যখন ঘুমের দেশে, তখন শিশি ভরা লাল কালি এনে অ্যাকোরিয়ামে ঢেলে দিলেন। বিশদ

08th  August, 2021
শিক্ষা শিবিরের আয়োজনে লেখিকা

করোনা আবহে দীর্ঘদিন স্কুল বন্ধ। এরকম একটি পরিস্থিতিতে সমাজে পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে স্বাতী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এদের পড়াশোনার জন্য পানিহাটিতে একটি শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।  বিশদ

08th  August, 2021
কিছু বিস্ময়কর প্রাণীর অবাক করা দক্ষতা 

সারা জীবন আমরা এটাই জেনে এসেছি যে, পাখিই একমাত্র প্রাণী যারা আকাশে মনের সুখে ডানা মেলে উড়ে বেড়াতে পারে। যখন খুশি, যেখানে খুশি। কিন্তু তোমরা জানলে অবাক হবে, এই বিশ্বে পাখি ছাড়াও এমন অনেক প্রজাতির প্রাণী আছে তারাও নাকি আকাশে ওড়ায় ভীষণ দক্ষ। বিশদ

08th  August, 2021
অবাক করা কিছু
বৈজ্ঞানিক তথ্য

মনুষ্যজাতি একটি অদ্ভুত প্রজাতি। পৃথিবীর যেকোনও প্রান্তের মানুষ একে অপরের সঙ্গে বিনা দ্বিধায় কথা বলতে পারে। ভাবতে মাঝে মাঝে অবাক লাগে, বিজ্ঞানের সাহায্যে কীভাবে সমস্ত ঘটনা অনায়াসে ঘটতে থাকে।
বিশদ

01st  August, 2021
ছোটদের রান্নাঘর

মারি বিস্কুট ২০ পিস, চকোলেট সস ৬\৭ টেবিল চামচ, দুধ ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, বাটার ২ টেবিল চামচ, আমন্ড পেস্তা চেরি (আন্দাজমতো), স্টিলের  ট্রে (যে কোনও শেপের),ছুরি ১টি , মিক্সিং বোল ১টি, সার্ভিং ডিশ ৪ টি।
বিশদ

01st  August, 2021
সবকিছুর পিছনে রয়েছে বিজ্ঞান

‘ডেজা ভু’ হল একটি সাধারণ অভিজ্ঞতা। এখন প্রশ্ন হতে পারে, এরকম কেন হয়? এর বিশেষত্বই বা কী? তোমাদের শুনলে অবাক লাগবে, একজন অপেরা গায়ক চাইলে তাঁর কণ্ঠস্বরের মাধ্যমে একটি গ্লাসের কম্পনের হার বাড়িয়ে তাকে নাড়িয়ে দিতে বা ভেঙে ফেলতে পারেন! কিন্তু কীভাবে এটা সম্ভব?
বিশদ

25th  July, 2021
প্রযুক্তি মানব

রোবট বা যন্ত্রমানবের কথা তো তোমরা সবাই শুনেছ। পৃথিবীর প্রথম নাগরিকত্ব প্রাপ্ত রোবট সোফিয়ার কথাও তোমাদের অজানা নয়। কিন্তু তোমরা কি কখনও সাইবর্গের কথা শুনেছ? সাইবর্গ প্রযুক্তি মানব।
বিশদ

25th  July, 2021
ম্যাজিকে লেখাপড়া

ম্যাজিক মানে শুধুই খেলা? পড়ার লেশমাত্র নেই? মোটেও না, ম্যাজিকে এবার লেখাপড়ার বিষয়গুলোও ভরে দেওয়া হল। পড়াশোনার বিভিন্ন বিষয়ের ওপর দারুণ ম্যা঩জিক দেখাবেন থিম ম্যাজিশিয়ান সোমনাথ দে। এখন থেকে প্রতি মাসের একটা করে রবিবার তোমাদের জন্য থাকবে ম্যাজিকে লেখাপড়া। এবার ইতিহাস। ম্যাজিশিয়ানের সঙ্গে কথা বলেছেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

25th  July, 2021
ছকড়িবাবুর ছাতা

তখন সকালবেলা। প্রচণ্ড বৃষ্টি আর ঝড়। হাওয়া বইছে শোঁ শোঁ করে। ছকড়িবাবুর ঘরের কোণে একটা নতুন ছাতা। বেচারা। দেয়ালে ঠায় ঝুলছে। সদর দরজার বাইরে শব্দের আবহ— টপ, টপ, টপ।
বিশদ

25th  July, 2021
একনজরে
দেশজুড়ে সরকারি সংস্থা বিক্রির কড়া সমালোচনা চলছে। তবু মোদি সরকার অনড়। সিংহভাগ ক্ষেত্রেই সরকারের উপস্থিতি যে কমিয়ে আনা হবে, সরাসরি একথা জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার তিনি বলেছেন, দুটি ভাগে সরকারি সংস্থাকে বিভাজিত করা হচ্ছে। ...

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য মালদহে তিন লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। ‘দুয়ারে সরকার’ কর্মসূচির আওতায় প্রথম ন’দিনের শিবিরে ওই আবেদন জমা পড়েছে বলে ...

হাওড়া সিটি পুলিস প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ চীনা মাঞ্জা উদ্ধার করল। মঙ্গল ও বুধবার জাগাছা থানার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ সুতো। ...

দুয়ারের সরকারের ক্যাম্পে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন মহিলারা। অন্যান্য লাইনে হুড়োহুড়ি থাকলেও শান্ত হয়েই প্রতীক্ষায় মহিলারা। অধিকাংশের মুখেই চওড়া হাসি। কোনও তাড়া নেই তাঁদের। কারণ ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭২৩ - অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুকের মৃত্যু
১৮৬৯ - রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেন্দ্র কুমার রায়ের জন্ম
১৯১০: নোবেল জয়ী সমাজসেবী মাদার টেরিজার জন্ম
১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়
১৯২০: অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে
১৯৩৪: কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেনের মৃত্যু
১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়
১৯৫৫ - সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ
১৯৫৬: রাজনীতিক মানেকা গান্ধীর জন্ম
১৯৬৮: চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকরের জন্ম 
২০০৩ - লেখক ও ঔপন্যাসিক বিমল করের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৩৭ টাকা ৭৫.০৮ টাকা
পাউন্ড ১০০.১১ টাকা ১০৩.৫৭ টাকা
ইউরো ৮৫.৫৯ টাকা ৮৮.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৪, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী ২৯/৪৪ অপরাহ্ন ৫/১৪। রেবতী নক্ষত্র ৪২/৫১ রাত্রি ১০/২৯। সূর্যোদয় ৫/২০/৫২, সূর্যাস্ত ৫/৫৬/১২। অমৃতযোগ রাত্রি ১২/৫৩ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ১০/২৩ গতে ১২/৫৪ মধ্যে। বারবেলা ২/৪৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৮ গতে ১/৪ মধ্যে।
৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী অপরাহ্ন ৫/৩৪। রেবতী নক্ষত্র রাত্রি ১১/৫৫। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৬/০। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/০ মধ্যে। কালরাত্রি ১১/৪০ গতে ১/৫ মধ্যে।
১৭ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
তৃতীয় টেস্ট: প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৮/৩ (চা বিরতি) 

08:49:20 PM

কয়েক ঘণ্টার মধ্যেই ফের কাবুল বিমানবন্দরের বাইরে দ্বিতীয় বিস্ফোরণ

08:44:00 PM

কাবুল বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু, রয়েছে একাধিক শিশুও 

08:21:08 PM

করোনা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৭১৭, মৃত ৯ 

08:03:25 PM

কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, হতাহতের খবর পাওয়া যায়নি 

07:54:59 PM

কমতে পারে কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধান: সূত্র 

06:01:10 PM