Bartaman Patrika
গল্পের পাতা
 

পিশাচ সাধু
জয়ন্ত দে 

ধারাবাহিক উপন্যাস, পর্ব ১

পিশাচ আবার সাধু হয় নাকি!
সহজ এই কথাটাই ভাবছিল। সহজ মিত্র— নামটা কি খারাপ? আনকমন নাম। কিন্তু এই আনকমন নামটাকে কিছু ফালতু পাবলিক ঘেঁটে দিয়েছে। তারা তার নাম রেখেছে সহজ পাঠ। সেই সহজ পাঠকে দেখেই যেন মানুষটা থমকে দাঁড়ালেন। বেশ কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকলেন। কী দৃষ্টি রে বাপ! তারপর ঠান্ডা গলায় বললেন, ‘তুই! তুই এখানে কেন? তোর এখানে কী কাম?’
‘আমি!’ বলে সহজ ঢোক গিলল। সে এখানে কেন, সে তো নিজেই জানে না। আসতে চায়নি, তবু চলে এসেছিল পাকে পাকে। পায়ে পায়ে। চাকায় চাকায়। আজ তাকে তুলে নিয়ে এসেছিল পরমেশ্বর। যে অনেকের কাছে ঈশ্বর, আবার অনেকের কাছে পরম। তার কাছে পরমেশ্বরদা। সে যেখানে এসেছে, সেটা আগে ছিল দারোগা বাড়ি। এখন ভূতুড়ে বাড়ি।
এই ভূতুড়ে বাড়ি পাঁচ ভূতের দখলে। নানা ধরনের ভূতের আনাগোনা। এখানে ভূতেরা পালাবদল করে। সকালে একদল ভূত, তো দুপুর আলাদা। সন্ধেবেলার ভূতেরা একটু নরম-সরম প্রেম পিরিতিতে মগ্ন থাকে। আর রাত আটটার পর ভূতগুলো ডেঞ্জারাস। নেশায় টইটম্বুর! আবার মাঝরাতে ভবঘুরে, পাগল-ভূতও জুটে যায় এখানে।
তবে কোনও কোনওদিন রাতের ভূতরা সকাল থেকেই এখানে হাজির হয়। সেদিন মোচ্ছব! সেদিন জোরে জোরে গান চলে। গানা বাজানা! সাত সতেরো রান্নাবান্না হয়। আর তখন এ-বাড়ির ঘরে ঘরে নৌকো চলে। নৌকা, না পানসি! চালাও পানসি বেলঘরিয়া, সেলফি তোলো মনভরিয়া! ধামাকা! ধামাকা!
সে সব দিনে ধামাকা হয়। আশপাশের মানুষজন জানে আজ কিছু একটা কাণ্ড আছে। কোনও কোনও সময় সেই কাণ্ড রাতে প্রকাণ্ড হয়ে দেখা দেয়। যেসব দিনে প্রথমে গলাগলি পরে গালিগালাজ, মারামারি। অনেকবার আধলা চার্জ হয়েছে। বোতল ভাঙা হয়েছে। ভাঙচুর। ছুরি-চাকু-ক্ষুর। দু দুবার গুলিও ফুটেছে এখানে। সকালে ধোয়া তুলসী পাতার মতো ভাব করে দাঁড়িয়ে থাকে বাড়িটি।
এই বাড়িতেই মানুষটা সহজকে প্রথম দেখলেন। সহজও তাঁকে প্রথম দেখল। লম্বা, ঢ্যাঙা। গায়ে ছিটেফোঁটা মাংস নেই, কিন্তু বয়সের থেকেও টানটান, যেন খোলা তলোয়ার! গায়ে ঢোলা সাদা পাঞ্জাবি, পাঞ্জাবির গলায় সাবুদানা-ফুলকাজ করা। পাঞ্জাবিটা হল তরোয়াল ঢেকে রাখার খাপ। এক মাথা কাঁচা পাকা ঘাড় ঝাঁপানো ঝাঁকড়া চুল। কপালের কাছে মোটা কেঁচোর মতো রগ উঠে আছে। যেন দপদপ করছে। চৌকো শক্ত চোয়াল, ঢুকে যাওয়া গালে দু চারদিনের না-কাটা দাড়ি, ঝোলা গোঁফ। কিন্তু সবকিছু ফেলে মানুষটার চোখ দুটো জ্বলছে! তিনটে আগুন! দুটো চোখে, একটা ঠোঁটে। মোটা ঠোঁটের একদিকে একটা বিড়ি তখনও পুড়ছে।
বিড়িটায় শেষ টান মেরে আঙুলের টোকায় সেটা ছুঁড়ে দিয়ে মানুষটা সহজের দিকে তাকিয়েছিলেন। কী দেখছে রে বাপ, যেন গিলছে! ভস্ম করে দেবে!
পরমেশ্বর বলল, ‘কিছু বলবে ক্যাপ্টেন?’
‘হুমম!’ মানুষটা পেটের ভেতর থেকে একটা আওয়াজ তুলে আনল। সঙ্গে অল্প অল্প মাথা নাড়ালেন।
‘বোসো, বোসো ক্যাপ্টেন।’ পরমেশ্বর বলল।
সুজি আগেই চেয়ার ছেড়ে দিয়েছে। পকেট থেকে রুমাল বের করে চেয়ারে দুটো ঝাপটা দিল। বলল, ‘বোসো, ক্যাপ্টেন! এদিকে কোথায় গিয়েছিলে?’
যাঁকে বলা তিনি কিন্তু বসলেন না, কোনও উত্তরও করলেন না, বরং তীব্র চোখে সহজের দিকে তাকিয়ে থাকলেন। তাঁর দু পাটি দাঁতের কামড়ে কষ ফুলে ঠেলে উঠছে। নাসারন্ধ্র স্ফীত হচ্ছে ক্রমশ। সহজও তাকিয়ে আছে চোখে চোখ রেখে। সহজের বিয়ে হয়নি। বিয়ে হলে এরকম করেই বুঝি শুভদৃষ্টি হতো! দুর্ভাগ্য আজ এই ভূতুড়ে বাড়িতে একটা কেঠো-বুড়োর সঙ্গে তার শুভদৃষ্টি হচ্ছে!
মানুষটার কথা শুনে সহজ হতভম্ব! মালটা বলে কী! তার পিত্তি জ্বলে গেল। কোনও উত্তর দিল না। কী উত্তর দেব? সুজিদার মতো পাবলিক নিজের পকেট থেকে রুমাল বের করে চেয়ার ঝেড়ে দিচ্ছে। পরমেশ্বরদা কেমন ‘ক্যাপ্টেন বোসো, বোসো’ করছে। ক্যাপ্টেনের কী ছিরি! সাদা পাঞ্জাবির নীচে লুঙ্গির মতো করে ধুতি পরা। পায়ে ব্রাউন রঙের কাপড়ের জুতো।
‘এই বাড়িতে এদের সঙ্গে তুই কেন রে বাপ?’
মানুষটা আবার তাকে প্রশ্ন ছুঁড়লেন, ওঁর গলার আওয়াজ উঠছে পেটের ভেতর থেকে। সহজ উত্তর খুঁজছে। মুখে ঠিক কথা জোগাচ্ছে না।
এ-বাড়ি শিবশম্ভু দারোগার। একসময় এ-বাড়ির সামনে এসে সবাই ফিসফিস করত— এটা দারোগা বাড়ি। শিবশম্ভু দারোগা। তখন দারোগাদের মানুষ কদর করত। লালবাজারকে স্কটল্যান্ড ইয়ার্ডের পাশাপাশি রাখত। এখন পুলিস নাকি দলদাস, আর দারোগা বাড়ির কী অবস্থা বুঝুন— ভূতুড়ে বাড়ি!
বাড়িটি বিশাল, চারদিকে সাত ফুটিয়া পাঁচিল। পাঁচিলের ওপর ত্রিশূল। ত্রিশূলের মাথায় জটাজুটোর মতো জড়ানো কাঁটাতার। দুটো গেট। একটা বড়, একটা ছোট। বড় গেটের ওপর রংবাহারি হয়ে বোগেনভেলিয়া। তাতে অবশ্য ধুলো, মাকড়শার জাল থেকে চীনে মাঞ্জার সুতো জড়িয়ে আছে ব্যাপক। আর ছোট গেটে মোটা চেনে দুটো তালা। তার পাশে তুলসী মঞ্চ। তুলসী গাছ নেই। দেহ রেখেছে। কিন্তু তার কাঠি কাঠি ঝোপড়া শরীরটা এখনও আছে। তুলসীর শুকনো সরু ডাল এখন কোনও কোনও মামদোর দাঁত-খুঁচুনি হয়।
যিনি শিব, তিনিই শম্ভু। একজনেরই ডাবল নাম। নামের মতোই শিবশম্ভু দারোগার দুটো বিয়ে। দুটো বউ। প্রথমপক্ষের দুটি, দ্বিতীয়পক্ষের একটি সন্তান, তিন সন্তান নিয়েও বাড়িটি ভূতের। কেননা এ-বাড়ির দু’তলায় দু-দু’বার লাশ পাওয়া গিয়েছিল। প্রথমবার এ বাড়ির বড় বউয়ের। সন্দেহ শিবশম্ভু দারোগার মায়ের কীর্তি। বিষ দিয়েছিল সরবতে।
দ্বিতীয় লাশ একটি মেয়ের। সে ছিল পরিচারিকা। গর্ভবতী হয়ে পড়েছিল। সন্দেহ পরিচারিকাকে মেরেছিল ছোটবউ। কাজের মেয়েটি নাকি এ-বাড়ির তিন নম্বর বউ হওয়ার তাল করছিল। দারোগাকে একেবারে আঁচলে বেঁধেই ফেলেছিল। বাড়ির মধ্যে ঘর করেছিল। ঠিক সময়ে কাজ সারে ছোটবউ। কেউ কেউ বলে দারোগাবাবুও ছিলেন। বাধ্য হয়েছিলেন। সে কেস চাপা থাকেনি। মারাত্মক থানা পুলিস হয়েছিল। শিবশম্ভু দারোগাও নাকি ধামাচাপা দিতে পারেননি। সেই মৃত্যুর তদন্ত করতে গিয়ে পুলিস ব্যাপক টাকা আর অনেক বেনামি জমিজমার হদিশ পায়। জমি জায়গা নিয়ে টানাটানি চলে। এ-বাড়িও ছেড়ে দেয় না। বেনামি জায়গা জমি দারোগাবাবুও ফেরাতে পারেননি, দিকে দিকে লুঠ হয়ে গেছে। ওদিকে গলার কাঁটার মতো বাড়ির ভেতর ট্রাঙ্ক বোঝাই টাকা। সে টাকা ছিল ঘুষের। কোথা থেকে এল এত এত টাকা? তার হদিশ দারোগাবাবু দিতে পারেননি। সরকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিজ করে। দারোগাবাবুকে বাঁচাতে সে টাকার হদিশ দিয়েছিল ছোটবউ। কোর্টে জজসাহেবের কাছে গোপন জবানবন্দিতে বলেছিলেন— এ আমার রোজগার। আমার শরীর বেচার টাকা।
সেসব কথা ও কাহিনি এ এলাকায় মুখে মুখে ফেরে। কেউ কেউ ছোটবউকে ধন্যি ধন্যি করে। শত বদনাম কুড়িয়ে স্বামীকে বাঁচাল কীভাবে বউটি গল্পে গল্পে পল্লবিত হয়। পরমেশ্বরের কাছে শিবশম্ভু দারোগার ছোটবউয়ের কথা জানতে চেয়েছিল সহজ। সহজ তাকে নিয়ে একটা গল্প লেখার ধান্দায় আছে। গল্প লেখার কথা সহজ পরমেশ্বরকে বলেনি। কিন্তু সে ঠিক বুঝে গেছে। একদিন সে সবার আড়ালে সহজকে হালকা গলায় বলল, ‘দারোগার ছোটবউয়ের খুব খোঁজখবর করছিস— গল্প লিখবি?’
পরমেশ্বরদার কথায় সহজ হেসেছিল।
‘হাসছিস, একদিন অফিস ফাঁকা থাকলে আমাকে মনে করিয়ে দিস— দারোগার উইল দেখাব। শিবশম্ভু দারোগার উইল। কী ধুরন্ধর মাল— উইল করেছে আর চেঞ্জ করেছে। অনেক কিছু মেটিরিয়াল পাবি ওখানে। পুরো হিস্ট্রি!’
সহজ ওখান থেকেই ছোটবউয়ের নাম জেনেছে।
পরমেশ্বরদা বলল, ‘কী দেখছিস?’
সহজ বলল, ‘দারোগাবাবুর দ্বিতীয় স্ত্রীর নাম— সনকা’
‘মেনকা পেয়েছিস?’
‘হ্যাঁ।’
‘যে মরেছিল সেই কাজের মেয়েটির নাম।’
‘মেনকা দাস।’
সহজের মুখে মেনকা শুনেই পরমেশ্বরদার অফিসে হাজির অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী ভানুবাবু গুনগুন করে গেয়ে উঠল— ‘ও মেনকা মাথায় দিলি ঘোমটা!’
তারপর অমায়িক হেসে বলল, ‘বহু পুরনো গান মনে পড়ে গেল। কখনও শুনেছ— বাবু সহজ পাঠ?’
‘শুনেছি, ছোটবেলায়।’
‘কোথায়?’
‘কোথায়? মনে পড়ছে না।’
পরমেশ্বর বলল, ‘ও গান নয় প্রাণ খুঁজছে ভানুদা? ওর মাথায় এখন সনকা আর মেনকা।’
পরমেশ্বরদার কথা শুনে ভানু দুচোখ বন্ধ করে বসল। ভানুর ‘প্রাণ’ দিয়ে অন্য একটা খুব পুরনো গানের কথা মনে পড়ছে।
পরমেশ্বর বলল, ‘তুই যাবি তো?’
‘কোথায়?’
‘কেন দারোগাবাড়িতে পর্ক সসেজ বানানো হচ্ছে। পার্টি আছে। চল, একটু ঘুরে যাই। চলো ভানুদা।’
ভানু বলল, ‘কার পার্টি ভাই?’
‘সুজি পার্টি দিয়েছে। বেস্পতিবার ওর বউ সাধ খেয়েছে। সেখানে আমাদের প্রবেশাধিকার ছিল না। আজ আমরা সুজিকে বাবা হবার সাধ খাওয়াব।’
সহজের যাওয়ার ইচ্ছে নেই। সুজি হল সুরজিৎ। পরমেশ্বরের প্রোমোটিং ব্যবসার পার্টনার। পরমেশ্বর যতখানি ব্যবসা করে, ততখানিই পার্টি করে। পরমেশ্বর বছর পনেরো হল মস্তান থেকে প্রোমোটার হয়েছে। পার্টি করে পরমেশ্বরের যত ক্ষমতা, প্রোমোটিং করে তার থেকে অনেক বেশি টাকা। পরমেশ্বর টাকা দিয়ে এখন এলাকা কিনে নিয়েছে। আগেও অবশ্য এই এলাকা পরমেশ্বরেরই দখলে ছিল। সেটার জন্য গুলি বোমা রক্তারক্তি করতে হতো। এখন পরমেশ্বর শান্তিপূর্ণভাবে এই এলাকায় তার দখল কায়েম রেখেছে।
সহজ পরমেশ্বরদার চামচে নয়। তার টিমের ছেলেও নয়। বন্ধুও নয়। তবু পরমেশ্বর অনেক জায়গায় তাকে সঙ্গে করে নিয়ে যায়। যেতে না চাইলেও জোর করে তুলে নিয়ে যায়। ইচ্ছে না থাকলেও যেতে হয়। ভালোবাসার দাবি।
ভানু উঠে দাঁড়াল। ‘আমি চলি ভাই।’
‘কেন ভানুদা?
ভানু বিড়বিড় করল, ‘সসেজ মানে শুয়োরের মাংস? তোর বউদি জোর করে দীক্ষা দিয়ে দিল। ওরা অবশ্য বলেছে মুরগির মাংস ছাড়া সব খাবেন।’
‘এটা তো শুয়োরের মাংস।’
ভানুবাবু ঘাড় চুলকাল, ‘মুরগি বারণ করেছে। দু-পা বারণ, চার-পা কি খাওয়া যায়? না, থাক।’
ভানু গুনগুন করতে করতে বেরিয়ে গেল।
সহজ বলল, ‘তুমি যাও পরমেশ্বরদা, আমি যাব না।’
‘তোর আপত্তি কেন? তুইও কি দীক্ষা নিয়েছিস? নাকি শুয়োরের মাংস খাস না?’
‘খাই।’
‘তাহলে আপত্তি কোথায়— এত বাছবিচার, খুঁতখুঁতানি করে লেখক হবি? লেখকরা শুনেছি উত্তম মানুষ। পাঁচ পাবলিক মধ্যম। মধ্যম চলেন তফাতে। আমাদের মতো অধমদের তুই এড়িয়ে চললে লেখক হবি কী করে রে?’
‘শোনো পরমেশ্বরদা আমি লেখক হতে চাই না?’
‘তবে কী হতে চাস?’
সহজ চুপ করে থাকে।
‘ভাবিসনি। আর সত্যি যেটা ভেবেছিস সেটা বলার সাহস নেই।’
এ জীবন লইয়া কী করিব? সত্যি সহজ তেমন করে কিছু ভেবে উঠতে পারেনি। পরমেশ্বর তাকে পছন্দ করে। কেন করে সে জানে না।
পরমেশ্বর তাড়া লাগায়, ‘কী রে ভাবুক হয়ে পড়লি। চল, চল, ওখানে মদোমাতালরা এতক্ষণে গুম মেরে আছে। আমরা গিয়ে উদ্বোধনটা করে দিই। আমি না গেলে ওরা শুরু করতে পারছে না।’
অগত্যা পরমেশ্বরের বাইকে বসল সহজ। ‘একটা কথা বলব?’
‘বল।’
‘লেখালিখির ব্যাপারটা তুমি ছাড়া আর কেউ জানে না। ওদের কাছে বলো না। আমি চাই না। ওরা ঠিক নিতে পারবে না।’
‘না, আমি বলব কেন? চাঁদ উঠলে সবাই দেখতে পাবে। এখন তো তুই ফাঁদে পড়ে আছিস? আগে ফাঁদ কাট—’
পরমেশ্বরের বাইক ছোটে। এ-গলি ও-গলি করে দারোগাবাড়ির সামনে দাঁড়ায়। ভেতর থেকে হল্লা ওঠে। যেন বর এল! আজ রাত আটটার ভূতেরা সকাল থেকেই এখানে নৃত্য জুড়েছে। ঠিক দুপুরবেলায় পরমেশ্বরের পিছন পিছন ভূতুড়ে বাড়িতে হাজির হল সহজ। ঠিক দুকুরবেলা ভূতে মারে ঢেলা!
এদিন সত্যি সত্যি সহজকে ভূতে মারল ঢেলা। যে ঢেলা তাকে পাক্কা তেত্রিশ দিন ভোগ করতে হবে। তারপর আরও সাত মাস। তারপর হয়তো সারাজীবন! ঢ্যাঙা মানুষটা তার কাছে জানতে চাইলেন, সে এখানে কেন? কেন এসেছে? তার কাছে কোনও উত্তর নেই।
পরমেশ্বর বলল, ‘ওকে আমি নিয়ে এসেছি।’
‘তুই ভুল করেছিস পরি!’
সহজ এই প্রথম জানল এলাকার দাদা পরমেশ্বরকে কেউ পরি বলে ডাকে।
পরমেশ্বর হাসল, বলল, ‘কেন ক্যাপ্টেন?’
‘তোর নাম কী?’ মানুষটা তাকে জিজ্ঞাসা করলেন।
‘আমার নাম সহজ। সহজ মিত্র।’
‘আমাকে চিনিস?’
‘না।’
‘কোনওদিন দেখেছিস আগে?’
‘না।’
‘আমার নাম পিশাচ সাধু!’
পাশ থেকে পরমেশ্বর বলল, ‘ওর নাম ক্যাপ্টেন।’
মানুষটা অদ্ভুত হাসলেন, ‘আমি ওকে পরি বলি। ও আমাকে ক্যাপ্টেন বলে। আমার আসলি নাম— পিশাচ! পিশাচ সাধু!’
(চলবে)
অঙ্কন : সুব্রত মাজী 
21st  February, 2021
পিশাচ সাধু
জয়ন্ত দে 

দারোগাবাড়ির ঠেকে সহজকে দেখে হঠাৎই ক্যাপ্টেন বেমক্কা বলে বসলেন— ‘তুই ভুল করেছিস পরি! এ ছেলে সহজ নয়, এ ছেলে কেন তোর এখানে? বড্ড ভুল করছিস!’ পরমেশ্বর অবাক হয়ে জানতে চাইল, ‘কেন, কী ভুল করলাম ক্যাপ্টেন?’ তারপর... 
বিশদ

07th  March, 2021
পিশাচ সাধু 
জয়ন্ত দে

পরমেশ্বরের সঙ্গে দারোগা বাড়ির ভূতুড়ে ঠেকে এসেছিল সহজ। হুল্লোড়ের মাঝে সেখানে হঠাৎই হাজির হলেন ক্যাপ্টেন। যিনি নিজেকে পিশাচ সাধু বলেন। তিনি সহজকে দেখে বললেন, তুই এখানে কেন? তারপর... 
বিশদ

28th  February, 2021
দেশি ছেলেপুলে 
চন্দন চক্রবর্তী

ব্যানার্জিবাবু প্রচণ্ড উত্তেজিত! ‘তা বলে আমার ফ্ল্যাটের সামনে?’ আবাসনের পার্কে তখন প্রাতঃভ্রমণকারীরা বসে। কেউ রামদেব, কেউ বা ফড়িং-এর মতো ফড়ফড় করে হাত-পা নাড়ানাড়ি করছেন। ব্যানার্জিবাবু রীতিমতো সুদর্শন। ফর্সা রং, চোখে বিদেশি চশমার ফ্রেমে আঁটা দেশি চশমার লেন্স।  
বিশদ

28th  February, 2021
ভাষা ও ভালোবাসা 
ছন্দা বিশ্বাস

অহর্নিশকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুপুরে খাওয়ার পর দোতলার ঘরে শুয়েছিল অহর্নিশ। শুয়ে শুয়ে একটা কমিক্সের বইয়ের পাতা ওল্টাচ্ছিল। অবন্তিকা দেখে এসেছে। ভেবেছে গল্প পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। ছেলের মাথার হাত বুলিয়ে বলে এসেছে, ‘তাড়াতাড়ি একটু ঘুমিয়ে নাও, চারটের সময়ে কিন্তু আমাদের বেরতে হবে।  
বিশদ

21st  February, 2021
আজও তারা জ্বলে

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ রাজলক্ষ্মী দেবী –শেষ কিস্তি। বিশদ

14th  February, 2021
এক অবহেলিতের যৎকিঞ্চিৎ

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন দীপ মুখোপাধ্যায়। বিশদ

14th  February, 2021
আজও তারা জ্বলে

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ রাজলক্ষ্মী দেবী— দ্বিতীয় কিস্তি। বিশদ

07th  February, 2021
চলার পথে
তরুণ চক্রবর্তী

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে।  বিশদ

07th  February, 2021
নেটওয়ার্ক
ঈশা দেব পাল

দিদি মেয়ের সঙ্গে বন্ধুর মতোই মেশে। ওরা কথা বলছে দেখে আমি বাইরে উঠোনে এসে বসি। আড়চোখে দেখি মা ঘরে গিয়ে টিভি চালিয়ে সিরিয়াল দেখছে। কানে শোনে না, তবু দেখে। গল্প সব বোঝেও কিন্তু। বিশদ

31st  January, 2021
আজও তারা জ্বলে

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ রাজলক্ষ্মী দেবী-প্রথম কিস্তি। বিশদ

31st  January, 2021
চলার পথে
বলতে পারলে হতো

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন অরিন্দম বসু। বিশদ

31st  January, 2021
স্বদেশ বিদেশ

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন সমীর রক্ষিত। বিশদ

24th  January, 2021
আজও তারা জ্বলে

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ছবি বিশ্বাস- শেষ কিস্তি। বিশদ

24th  January, 2021
মাটির গন্ধ
অনিরুদ্ধ চক্রবর্তী

একথা বলে সুমন মিটিমিটি হাসতে লাগল। তখন আমরা মাঠ পেরচ্ছি। দইয়ের ডোবা, মুক্তি ডোবা— আমাদের আশপাশের ডোবাদের নাম। ডোবা মানে যে বিশাল ব্যাপার, তা কিন্তু নয়। একেবারে নাতিদীর্ঘ আয়তন, বর্ষায় টইটম্বুর হয়ে ফুলে থাকে। জল যত কমে, টুলু পাম্প বসিয়ে তুলে নেয় চাষিরা। বিশদ

17th  January, 2021
একনজরে
শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দাবি মানতে বাধ্য হল মোদি সরকার। করোনার ভ্যাকসিন প্রাপ্তদের শংসাপত্রে আপাতত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকছে না। ভোটের আদর্শ  নির্বাচনী আচরণবিধি মেনে কমিশনের নির্দেশ মতোই সরিয়ে দেওয়া হচ্ছে ছবি। ...

শনিবার আইএসএল ফাইনালে নজর থাকবে দুই দলের গোলরক্ষকের দিকে। গোল্ডেন গ্লাভসের দৌড়ে রয়েছেন এটিকে মোহন বাগানের অরিন্দম ভট্টাচার্য ও মুম্বই সিটি এফসি’র অমরিন্দর সিং। চলতি ...

মালদহের গাজোলের রানিগঞ্জে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওই ঘটনা ঘটে। জখম ব্যক্তির নাম বিফল মণ্ডল। ...

শিবরাত্রি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই তারকেশ্বরের মন্দিরে ঢল নামে পুণ্যার্থীদের। বেলা যত বেড়েছে, লাইনও তত দীর্ঘ হয়েছে। এক সময়ে ভিড় এতটাই হয়েছিল যে, তা সামলাতে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

গ্লুকোমা দিবস
১৭৮৯ : আমেরিকায় পোস্ট অফিস স্থাপিত হয়
১৮৫৪: লেখক মহেন্দ্রনাথ গুপ্তের জন্ম
১৮৯৪ : যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়
১৯০৪ : ইংল্যান্ডে ইলেকট্রিক ট্রেন চালু হয়
১৯১১: বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র গুপ্তের জন্ম
১৯১৮ : ২১৫ বছর পর ফের রাশিয়ার রাজধানী হল মস্কো
১০২৪: সঙ্গীতশিল্পী উৎপলা সেনের জন্ম
১৯৩০ : মহাত্মা গান্ধীর নেতৃত্বে বৃটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু
১৯৮৪: সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের জন্ম
১৯৮৮: সাহিত্যিক সমরেশ বসুর (কালকূট) মৃত্যু
১৯৮৯ : স্যার টিম বার্নার্স লি CERN-এর ল্যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) বিশ্বের তথ্য আদানপ্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন।
২০১৩: শিল্পী গণেশ পাইনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৩০ টাকা ৭৪.৫৪ টাকা
পাউন্ড ৯৮.৭৪ টাকা ১০৩.৫৫ টাকা
ইউরো ৮৪.৬০ টাকা ৮৮.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৪,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৮,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ ফাল্গুন ১৪২৭, শুক্রবার, ১২ মার্চ ২০২১। চতুর্দ্দশী ২২/৫৭ দিবা ৩/৩। শতভিষা নক্ষত্র ৪২/২৭ রাত্রি ১০/৫১। সূর্যোদয় ৫/৫২/১৭, সূর্যাস্ত ৫/৪০/৪৩। অমৃতযোগ দিবা ৭/২৫ মধ্যে পুনঃ ৮/১৪ গতে ১০/৩৫ মধ্যে পুনঃ ১২/৫৭ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৭ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৮ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/২৪ গতে ৪/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৩ গতে ১১/২১ মধ্যে পুনঃ ৪/১৩ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫০ গতে ১১/৪৬ মধ্যে। কালরাত্রি ৮/৪৩ গতে ১০/১৫ মধ্যে। 
২৭ ফাল্গুন ১৪২৭, শুক্রবার, ১২ মার্চ ২০২১। চতুর্দ্দশী দিবা ২/৪৩। শতভিষা নক্ষত্র রাত্রি ১০/৪২। সূর্যোদয় ৫/৫৪, সূর্যাস্ত ৫/৪১। অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে ও ৮/১ গতে ১০/২৮ মধ্যে ও ১২/৫৪ গতে ২/৩২ মধ্যে ও ৪/৯ গতে ৫/৪১ মধ্যে। এবং রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/১৩ গতে ৪/১ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩০ গতে ১১/১৭ মধ্যে ও ৪/১ গতে ৫/৫৩ মধ্যে। বারবেলা ৮/৫১ গতে ১১/৪৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৬ মধ্যে। 
২৭ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রথম টি২০: ভারতকে ৮ উইকেটে হারাল ইংল্যান্ড 

10:17:20 PM

প্রথম টি২০: ইংল্যান্ড ৮৯/১ (১১ ওভার) 

09:52:13 PM

প্রথম টি২০: ইংল্যান্ড ৫০/০ (৬ ওভার) 

09:28:55 PM

প্রথম টি২০: ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিল ভারত

08:49:53 PM

প্রয়াত  রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহঅধ্যক্ষ স্বামী বাগীশানন্দ
প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহঅধ্যক্ষ স্বামী বাগীশানন্দ। আজ, ...বিশদ

08:40:00 PM

প্রথম টি২০: ভারত ৮৩/৪ (১৫ ওভার)

08:19:34 PM