Bartaman Patrika
রাজ্য
 

‘জনতার ইস্তাহার’ চায় বামেরা, মানুষের মত নিতে
আগাম খসড়া প্রকাশ, ২৫ কর্মসূচি রূপায়ণে গুরুত্ব

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচন বাম শিবিরের কাছে অনেকটাই ‘ডু অর ডাই’ লড়াই। বিজেপি ও তৃণমূলের মতো দুই শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে রাজ্য-রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে এই নির্বাচনের গুরুত্ব এককথায় অপরিসীম বলে মনে করে বাম নেতৃত্বও। এই অবস্থায় কংগ্রেস ও আইএসএফ-কে নিয়ে সংযুক্ত মোর্চা গঠন করে বড় বাজি ধরেছে তারা। সেই বাজি জিততে বামেরা এবার বিকল্প সরকারের কর্মসূচির নামে নির্বাচনী ইস্তাহারের বিষয়বস্তু আগাম খোলসা করল খসড়া হিসেবে। এই প্রথম চূড়ান্ত ইস্তাহার তৈরির ক্ষেত্রে জনতার মতামত গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দিল তারা। দলের ওয়েবসাইট সহ যাবতীয় সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার এই খসড়া ইস্তাহার প্রকাশ করা হয়েছে। উদ্দেশ্য একটাই—আগামী ২০ মার্চের মধ্যে রাজ্যের মানুষ সচেতনভাবে এব্যাপারে তাদের মতামত সামাজিক মাধ্যমেই দলকে জানিয়ে দিক। মোর্চা সঙ্গী কংগ্রেস ও আইএসএফ-কেও এই খসড়া পাঠানো হয়েছে তাদের মতামতের জন্য। সেই সব পরামর্শ কাটাছেঁড়া করে চূড়ান্ত ইস্তাহারে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
অতীতে ইস্তাহার নিয়ে কখনও এভাবে মানুষের আগাম মত নেওয়ার রাস্তায় হাঁটেনি বামেরা। তারা ক্ষমতায় এলে কোন কর্মসূচিগুলি রূপায়ণ করবে—মূলত সেই মর্মে বিষয়বস্তু সংবলিত করে বামফ্রন্টের নেতৃত্ব সংবাদ মাধ্যমের কাছে তাদের ইস্তাহার প্রকাশ করে এসেছে। তাহলে এবার এমন খোলামেলা মতামত গ্রহণের উদ্যোগ কেন? বাম শিবির তথা সিপিএমের অন্যতম নেতা সুজন চক্রবর্তীর উত্তর, এবার আমরা ‘জনগণের ইস্তাহার’ তৈরি করছি। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, শিক্ষা, কাজ, পরিবেশ, কৃষি, শিল্প ইত্যাদি নানা বিষয়ে মানুষের প্রকৃত চাহিদাকে গুরুত্ব দিতেই এই পথ নেওয়া হয়েছে। আমরা শুধু নিজেদের ধারণা বা মতকে প্রাধান্য দিতে চাই না বলেই বাস্তব থেকে শিক্ষা নিয়ে ইস্তাহার তৈরিতে বাড়তি গুরুত্ব দিতে চেয়েছি।
এবারের ইস্তাহারে নয়-নয় করে ২৫টি মূল বিষয়ের উপর বিকল্প সরকারের দৃষ্টি থাকবে বলে খসড়ায় ইঙ্গিত করা হয়েছে। ১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর সমস্ত ধরনের রাজনৈতিক বন্দিদের মুক্তি দিয়েছিল প্রতিশ্রুতি মেনে। এবারেও তারা সেই প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং বিরোধী কণ্ঠস্বরের অধিকার রক্ষার প্রশ্নে। দ্বিতীয় গুরুত্ব দিয়েছে তারা কর্মসংস্থানের উপর। বিশেষ করে সরকারি ও আধা সরকারি পরিধিতে যাবতীয় শূন্যপদে লোক নিয়োগকে তাদের সরকার পাখির চোখ করবে বলে বুঝিয়েছেন বিমানবাবুরা। ফি বছর চাকরির যাবতীয় পরীক্ষা চালু করাকে এজন্য লক্ষ্য হিসেবে রেখেছেন তাঁরা। 
একই সঙ্গে কৃষি, শিল্প ও পরিষেবা—তিনটি বিষয়ের উপরই গুরুত্ব দেওয়ার কথা বলেছে বাম নেতৃত্ব। পাশাপাশি কর্মসংস্থানের জন্য বেকার ছেলেমেয়েদের স্বনির্ভর করে তোলার জন্য বাড়তি নজর দেওয়ার কথা দেওয়া হয়েছে ইস্তাহারে। একইভাবে গরিব মানুষের কথা ভেবে পরিবার পিছু মাসে ৩৫ কেজি চাল বা গম নিশ্চিত করা, রেশনের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাজারের তুলনায় সস্তায় দেওয়া বা ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মাশুল না নেওয়ার মতো জনমোহিনী বেশ কিছু প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ক্ষমতায় এলে রাজ্যে সমকাজে সমবেতন, ন্যূনতম মজুরি ৭০০ টাকা বা রেগার কাজের মেয়াদ বছরে ১৫০ দিন করার মতো দাবিকে বাস্তবায়িত করার কথাও দিয়েছেন বিমানবাবুরা।

হুইল চেয়ারেই প্রচারে যাব: মমতা
গাড়িতে দাগ নেই কেন, খুঁটি তত্ত্ব উড়িয়ে যুক্তি ফিরহাদের

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উঠোনে দাড়িয়ে রয়েছে ডব্লুবি০২এএন৫৫৫৫। সাদা স্করপিও গাড়িজুড়ে লেগে রয়েছে ধুলো। গাড়ির চালকের পাশের আসনের প্রথম দরজার বাইরেও ধুলোর পুরু আস্তরণ। গাড়ির পাদানিতে পড়ে রয়েছে গাঁদা ফুল। বাঁদিকের সামনের দরজা খোলার পর দেখা গেল, ভিতরেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফুলের পাপড়ি।  বিশদ

বিরোধীদের কদর্য মন্তব্য ঘিরে
নিন্দার ঝড় উঠল দেশজুড়ে

পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসছে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই। সিপিএম বা কংগ্রেসের বন্ধু দলগুলিই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থনের বার্তা পৌঁছে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমোর কাছে।  এমনকী যে সব রাজ্যে কংগ্রেসের জোট সরকার চলছে, সেই জোটসঙ্গীরাও পাশে দাঁড়িয়েছে তৃণমূলের। বিশদ

মমতার কনভয়ের কাছে ‘প্রত্যক্ষদর্শী’
বিজেপি কর্মীরা কেন, প্রশ্ন নন্দীগ্রামে
ডিএম-এসপির সামনেই হাতাহাতি

বৃহস্পতিবার সাতসকালে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে জেলাশাসক এবং পুলিস সুপারের সামনেই তৃণমূল ও বিজেপি কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানোর আগে প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করতে এদিন সকালে মেদিনীপুরের ডিআইজি কুণাল আগরওয়াল, জেলাশাসক বিভূ গোয়েল ও পুলিস সুপার প্রবীণ প্রকাশ ঘটনাস্থলে চলে যান। বিশদ

 বাম জমানায় ভিক্ষুক সংখ্যায় দেশে প্রথম রাজ্য
 ​​​​​রিপোর্ট কেন্দ্রের, ২০১১-এর পরে সংখ্যা কমার ইঙ্গিত

বাম সরকার থেকে চলে যাওয়ার ১০ বছর হয়ে গেল। কিন্তু তাদের রেকর্ড এখনও রাজনৈতিক চর্চার বিষয় হয়েই রইল। দেশের ভিক্ষুকদের এই জীবিকা থেকে সরিয়ে এনে কোনও পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে কি না, এই সংক্রান্ত একটি প্রশ্ন উত্থাপিত হয়েছিল রাজ্যসভায়। বিশদ

প্রচারকালে মুখ্যমন্ত্রী সহ ভিভিআইপিদের
নিরাপত্তা জোরদার করার নির্দেশ কমিশনের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভিভিআইপি নেতাদের প্রচারের সময় নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটের জন্য পাঁচজন জেলাশাসক ও পুলিস সুপারের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বিশদ

মমতার উপর হামলার প্রতিবাদে
বিক্ষোভ, আরোগ্য কামনায় যজ্ঞ

খ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ল সপ্তগ্রাম থেকে সুন্দরবন। বৃহস্পতিবার সকাল থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে ক্ষোভ-বিক্ষোভ, পথ অবরোধের দৃশ্য দেখা গিয়েছে। বিশদ

উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর
কেবিন এখন আগ্রহের কেন্দ্রে

ভারতজুড়ে কোনও সরকারি হাসপাতাল বা মেডিক্যাল কলেজে এমন কেবিন আছে কি না সন্দেহ। রাজ্যে সফররত দেশ-বিদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, লোকসভা বা রাজ্যসভার বিরোধী দলনেতা, জাতীয় স্তরের রাজনৈতিক দলের শীর্ষনেতা বা নেত্রী, মুখ্যমন্ত্রী, জেড প্লাস ক্যাটিগরির ভিভিআইপি রাষ্ট্রনেতারা ছাড়া সেই ঘরের চৌকাঠ সচরাচর পেরনো যায় না। বিশদ

নতুন ফলনের পেঁয়াজ বাজারে
প্রচুর, কমতে শুরু করেছে দাম

নতুন ফলন বেশি পরিমাণে উঠতে শুরু করায় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করছে। রাজ্যে উৎপাদিত ও মহারাষ্ট্র থেকে আসা পেঁয়াজের দাম কয়েকদিন যাবৎ কমছে। এই প্রবণতা এখন বজায় থাকবে বলেই মনে করছেন কৃষি বিপণন বিশেষজ্ঞরা। বিশদ

দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর
উদ্যোগে ঘরে ফিরল কিশোরী

নিখোঁজ কিশোরীকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হল। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মার্চ সকালে পড়ার নাম করে স্বরূপনগর ব্লকের একেবারে সীমান্তঘেঁষা গ্রাম হাকিমপুরের এক কিশোরী বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে যায়। বিশদ

পেমেন্টস ব্যাঙ্কে লেনদেনের
মাশুল বাড়াল ডাকবিভাগ

এবার ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক বা আইপিপিবি-র লেনদেনের খরচ বাড়াচ্ছে ভারতীয় ডাকবিভাগ। ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এর ফলে আর্থিক চাপ বাড়বে সাধারণ গ্রাহকের। ব্যাঙ্ক থেকে  টাকা তোলা এবং টাকা জমা করার ক্ষেত্রে যেমন খরচ বাড়বে, তেমনই আধার সংযোগের মাধ্যমে লেনদেনের যে সুবিধা পাওয়া যায়, খরচ বাড়বে তারও।  বিশদ

৮ দফার পক্ষে হিংসার তথ্য আছে তো?
সরব বাংলা

আবার একটা বাধার মুখে পড়ল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। টানা ৬৬ দিন ধরে চলবে ভোট প্রক্রিয়া, মোট আট দফায়। মানে ফের আমাদের রুজি রোজগার একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে। নির্বাচন কমিশন বলছে, এ রাজ্যে নাকি হিংসা, অশান্তি বেশি। তা রোধ করার জন্যেই আট দফায় ভোট। সত্যিই কি তাই! অন্য রাজ্যগুলিতে কি হিংসা, হানাহানি নেই? বিশদ

মমতার পায়ে মারাত্মক
চোট, মজ্জায় রক্তক্ষরণ

নন্দীগ্রামের ঘটনায় বাঁ পায়ের ‘টার্সাল বোন’-এ মারাত্মক চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতেই তাঁকে পিজি হাসপাতালে আনা হয়েছিল। চটজলদি এক্স-রে করা হয়। সেখানেই এই আঘাত ধরা পড়ে। শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমোর বাঁ পায়ের টার্সাল হাড়ের ভিতরের মজ্জাতেও রক্তক্ষরণ হয়েছে। তা বোঝা গিয়েছে বুধবার গভীর রাতে হওয়া এমআরআই রিপোর্টে। বিশদ

শনিবার নন্দীগ্রামে মহাপঞ্চায়েত, বিজেপিকে 
ভোট না দেওয়ার স্পষ্ট বার্তাই দেবেন টিকায়েত
আজ কলকাতায় কর্মসূচি, ১৪ মার্চ সিঙ্গুরে

বিজেপিকে হারানোর বার্তা নিয়ে আগামী ১৩ মার্চ হাইভোল্টেজ নন্দীগ্রামে কিষান মহাপঞ্চায়েতের আয়োজন করতে চলেছেন কৃষকরা। উপস্থিত থাকবেন রাকেশ টিকায়েত। বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল করার ইস্যুতে ভোটের বাংলায় গোটা রাজ্যে সবমিলিয়ে ছ’টি মহাপঞ্চায়েত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। বিশদ

ত্রুটি গুরুত্বপূর্ণ নয়, জয়পুরের তৃণমূল
প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ
যুদ্ধ জয়ের উচ্ছ্বাস জোড়াফুল শিবিরে

মনোনয়নপত্রের দু’টি কলাম ফাঁকা রাখায় পুরুলিয়ার জয়পুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। যা আদতে কোনও গুরুত্বপূর্ণ ত্রুটি নয় বলে মনে করায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সম্পর্কিত রিটার্নিং অফিসার তথা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করলেন। বিশদ

Pages: 12345

একনজরে
ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ তুলেছেন যুবরাজ হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। তাঁদের সাক্ষাৎকার নিয়ে তোলপাড় চলছে। যদিও রাজ পরিবারের বিরুদ্ধে ভাই ...

শিবরাত্রি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই তারকেশ্বরের মন্দিরে ঢল নামে পুণ্যার্থীদের। বেলা যত বেড়েছে, লাইনও তত দীর্ঘ হয়েছে। এক সময়ে ভিড় এতটাই হয়েছিল যে, তা সামলাতে ...

কয়লা পাচার কাণ্ডে এবার নতুন মোড় নিতে চলেছে। এই কাণ্ডের তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের নজরে পড়েছে পশ্চিম বর্ধমান জেলার ন’টি বিশাল প্লট। বহু কোটি মূল্যের ...

শনিবার আইএসএল ফাইনালে নজর থাকবে দুই দলের গোলরক্ষকের দিকে। গোল্ডেন গ্লাভসের দৌড়ে রয়েছেন এটিকে মোহন বাগানের অরিন্দম ভট্টাচার্য ও মুম্বই সিটি এফসি’র অমরিন্দর সিং। চলতি ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

গ্লুকোমা দিবস
১৭৮৯ : আমেরিকায় পোস্ট অফিস স্থাপিত হয়
১৮৫৪: লেখক মহেন্দ্রনাথ গুপ্তের জন্ম
১৮৯৪ : যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়
১৯০৪ : ইংল্যান্ডে ইলেকট্রিক ট্রেন চালু হয়
১৯১১: বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র গুপ্তের জন্ম
১৯১৮ : ২১৫ বছর পর ফের রাশিয়ার রাজধানী হল মস্কো
১০২৪: সঙ্গীতশিল্পী উৎপলা সেনের জন্ম
১৯৩০ : মহাত্মা গান্ধীর নেতৃত্বে বৃটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু
১৯৮৪: সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের জন্ম
১৯৮৮: সাহিত্যিক সমরেশ বসুর (কালকূট) মৃত্যু
১৯৮৯ : স্যার টিম বার্নার্স লি CERN-এর ল্যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) বিশ্বের তথ্য আদানপ্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন।
২০১৩: শিল্পী গণেশ পাইনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৩০ টাকা ৭৪.৫৪ টাকা
পাউন্ড ৯৮.৭৪ টাকা ১০৩.৫৫ টাকা
ইউরো ৮৪.৬০ টাকা ৮৮.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৪,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৮,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ ফাল্গুন ১৪২৭, শুক্রবার, ১২ মার্চ ২০২১। চতুর্দ্দশী ২২/৫৭ দিবা ৩/৩। শতভিষা নক্ষত্র ৪২/২৭ রাত্রি ১০/৫১। সূর্যোদয় ৫/৫২/১৭, সূর্যাস্ত ৫/৪০/৪৩। অমৃতযোগ দিবা ৭/২৫ মধ্যে পুনঃ ৮/১৪ গতে ১০/৩৫ মধ্যে পুনঃ ১২/৫৭ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৭ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৮ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/২৪ গতে ৪/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৩ গতে ১১/২১ মধ্যে পুনঃ ৪/১৩ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫০ গতে ১১/৪৬ মধ্যে। কালরাত্রি ৮/৪৩ গতে ১০/১৫ মধ্যে। 
২৭ ফাল্গুন ১৪২৭, শুক্রবার, ১২ মার্চ ২০২১। চতুর্দ্দশী দিবা ২/৪৩। শতভিষা নক্ষত্র রাত্রি ১০/৪২। সূর্যোদয় ৫/৫৪, সূর্যাস্ত ৫/৪১। অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে ও ৮/১ গতে ১০/২৮ মধ্যে ও ১২/৫৪ গতে ২/৩২ মধ্যে ও ৪/৯ গতে ৫/৪১ মধ্যে। এবং রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/১৩ গতে ৪/১ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩০ গতে ১১/১৭ মধ্যে ও ৪/১ গতে ৫/৫৩ মধ্যে। বারবেলা ৮/৫১ গতে ১১/৪৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৬ মধ্যে। 
২৭ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রথম টি২০: ভারতকে ৮ উইকেটে হারাল ইংল্যান্ড 

10:17:20 PM

প্রথম টি২০: ইংল্যান্ড ৮৯/১ (১১ ওভার) 

09:52:13 PM

প্রথম টি২০: ইংল্যান্ড ৫০/০ (৬ ওভার) 

09:28:55 PM

প্রথম টি২০: ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিল ভারত

08:49:53 PM

প্রয়াত  রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহঅধ্যক্ষ স্বামী বাগীশানন্দ
প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহঅধ্যক্ষ স্বামী বাগীশানন্দ। আজ, ...বিশদ

08:40:00 PM

প্রথম টি২০: ভারত ৮৩/৪ (১৫ ওভার)

08:19:34 PM