উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
গাজোল ব্লকের তারাকালী মন্দিরে পুজো দেয় তৃণমূল নেতৃত্ব। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়। পাশাপাশি একটি দুর্গা মন্দিরেও পুজো দেয় তৃণমূল নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন গাজোল বিধানসভার তৃণমূল প্রার্থী বাসন্তী বর্মন, ব্লক সভাপতি মানিক প্রসাদ প্রমুখ। গাজোলের মসজিদেও দোয়া করা হয়। মুখ্যমন্ত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করে দোয়া ও প্রার্থনা চলে। পাশাপাশি চাঁচল-২ ব্লকের মালতিপুর কান্ডারণে একটি মাজারে চাদর চড়িয়ে প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি।
প্রার্থনার পাশাপাশি ব্লকে ব্লকে বিক্ষোভও চলে। মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনায় নিন্দা করে গাজোলে তৃণমূল নেতৃত্ব জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করে। পুরাতন মালদহ ব্লক অফিসের সামনে পথ অবরোধ হয়। সেখানে তৃণমূল নেতা-কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। এ বিষয়ে গাজোল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানিক প্রসাদ বলেন, মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় মন্দির-মসজিদে প্রার্থনা, দোয়া করছি।
ইংলিশবাজার শহর তৃণমূল সভাপতি নন্দু তেওয়ারি মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য প্রার্থনা করেন। ওই অনুষ্ঠানে যোগ দেন মালদহ জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর। বলেন, আজ, শুক্রবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে জেলার প্রতিটি ব্লকে মিছিল হবে। ওই মিছিলে বিভিন্ন বিধানসভার দলীয় প্রার্থীরাও উপস্থিত থাকবেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ দলনেত্রীর উপর হামলার ঘটনার নিন্দা করেছেন। ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানানো হয়েছে।
একইভাবে মুখ্যমন্ত্রীর উপর হামলার অভিযোগের ঘটনায় উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল প্রতিবাদ মিছিল করে। বুধবার রাতেই টিএমসিপি কর্মীরা চোপড়ায়, ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এতে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিবাদ মিছিল করেন। পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয়। চোপড়া বাজার এলাকা পরিক্রমা করে পার্টি অফিসে ফিরে এসে মিছিল শেষ হয়। ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী এদিন বিকেলে ইসলামপুরে প্রতিবাদ মিছিল করেন। গোলঘর থেকে মিছিল শুরু হয়ে টার্মিনাস এলাকায় গিয়ে শেষ হয়। গোয়ালপোখরের পাঞ্জিপাড়াতেও মিছিল করে তৃণমূল নেতৃত্ব।
ওই ঘটনার প্রতিবাদে এদিন বিকেলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রতিবাদ মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। এদিন বালুরঘাট থানা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি বালুরঘাট শহর পরিক্রমা করে। এদিনের ধিক্কার মিছিলে হাজির ছিলেন জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর সুভাষ চাকি, মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
বালুরঘাটের পাশাপাশি তপন, কুমারগঞ্জ, হরিরামপুর, কুশমণ্ডি সহ সব জায়গাতেই মিছিল বের করে তৃণমূল। এদিন জেলার বিভিন্ন এলাকায় ঘটনার তীব্র নিন্দা করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব।