উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
ইন্দ্রাশিসের থেকে এর আগে দর্শক পেয়েছেন ‘বিলু রাক্ষস’ ও ‘পার্সেল’-এর মতো ছবি। এবার তিনি একদম অন্যরকমের ছবির কাজ শুরু করতে চলেছেন। তাঁর কথায়, ‘শুধু জাতীয় প্ল্যাটফর্মে আমার প্রথম কাজ বলে নয়, আসলে এরকম একটা বিষয় নিয়ে আমি দীর্ঘদিন ছবি করতে চাইছিলাম।’ ‘সোয়েটার’ ছবিটির পর শিলাদিত্যর জন্যও এই ছবি কিছুটা এক্সপেরিমেন্টাল। ‘তিনটে গল্পের মধ্যে সম্ভবত আমার গল্পটাই সবথেকে ডার্ক। কারণ চিত্রনাট্য লেখার পর আমার মন অত্যম্ত ভারাক্রান্ত হয়ে গিয়েছিল,’ বলছিলেন তিনি। অন্যদিকে ‘অব্যক্ত’ ও ‘গুলদস্তা’র পর অর্জুনও এবার দর্শকদের চমকে দিতে চাইছেন। তাঁর কথায়, ‘এই ধরনের কাজ প্রথম করতে চলেছি। তাই একই সঙ্গে আমি যতটা উত্তেজিত, ঠিক ততটাই নার্ভাস।’ ছবির প্রযোজনায় ‘কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট’। বাংলায় ‘ফুড ফিল্ম’ সেই অর্থে নতুন। যদিও দর্শক এর আগে ‘মাছের ঝোল’ ও ‘সাহেবের কাটলেট’ দেখেছেন। ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘দাওয়াত এ বিরিয়ানি’, ‘ফিল্টার কফি লিকার চা’ বা ‘ডাব চিংড়ি’র মতো ছবিও তৈরি হয়েছিল। অসমের পরিচালক ভাস্কর হাজারিকা পরিচালিত অসমিয়া ছবি ‘আমিষ’ ছবিটিও হালে দর্শকদের মধ্যে কৌতূহল জাগিয়েছিল। এবারে আসছে এই ছবি। নির্মাতারা ‘থ্রি কোর্স মিল’কে ‘ডার্ক ফ্যান্টাসি থ্রিলার’ বলতে চাইছেন। এই এক্সপেরিমেন্টাল ডিশগুলো দর্শকদের পছন্দ হয় কি না দেখা যাক।