উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
তৃণমূলের সদস্য শিল্পীরা তো মুখ্যমন্ত্রীর পাশে থাকবেনই। তার বাইরেও অনেকে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন। বিছানায় শুয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে অভিনেতা অঙ্কুশ হাজরা লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো দিদি।’ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ট্যুইট করেছেন, ‘এটা যদি আক্রমণ বলে প্রমাণিত হয়, তাহলে এর চেয়ে ভয়াবহ আর কিছু হতে পারে না। তাঁর সমর্থকরা যদি পাল্টা প্রতিশোধের পথে না গিয়ে শান্তভাবে মুখ্যমন্ত্রীর পাশে থাকেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। সর্বোপরি মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি।’
বারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী, আসানসোল দক্ষিণের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ, কৃষ্ণনগর দক্ষিণের প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন। বুধবার সন্ধেবেলায় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর নেতৃত্বে মুখ্যমন্ত্রীর উপর এই হামলার প্রতিবাদে একটি মিছিল বেরিয়েছিল। তৃণমূলের সাংসদ নুসরত জাহান লিখেছেন, ‘দিদির উপর আক্রমণের তীব্র নিন্দা করছি। আপনারা দিদির ক্ষতি করার চেষ্টা করতে পারেন কিন্তু তিনি সর্বদা সবকিছুকে পিছনে ফেলে দাঁড়িয়ে থাকবেন। দ্রুত আরোগ্য কামনা করছি।’ তৃণমূলের আর এক তারকা সাংসদ মিমি চক্রবর্তী লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমার রানি। বাংলা তোমার জন্য প্রার্থনা করছে।’ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতেও গিয়েছিলেন নুসরত ও মিমি। নির্বাচনী কর্মসূচী বাতিল করে তড়িঘড়ি প্রিয় দিদিকে দেখতে কৃষ্ণনগর থেকে কলকাতায় হাসপাতালে চলে আসেন কৌশানী। মুখ্যমন্ত্রীকে দেখে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন মিমি।