Bartaman Patrika
রাজ্য
 

মমতার উপর হামলার প্রতিবাদে
বিক্ষোভ, আরোগ্য কামনায় যজ্ঞ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ল সপ্তগ্রাম থেকে সুন্দরবন। বৃহস্পতিবার সকাল থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে ক্ষোভ-বিক্ষোভ, পথ অবরোধের দৃশ্য দেখা গিয়েছে। একইসঙ্গে প্রিয় ‘দিদি’র আরোগ্য কামনায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে প্রার্থীদের মন্দির, চার্চ, মসজিদে প্রার্থনা করতেও দেখা গিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে নেতানেত্রীদের পাশাপাশি আমজনতার গলাতেও ক্ষোভের সুর ধরা পড়েছে বৃহস্পতিবার। তৃণমূলের রাজ্যনেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মেয়ের উপরে হামলা করেছে বহিরাগতারা। আমাদের প্রত্যাশার থেকেও বেশি করে মানুষ এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ করছেন।
বৃহস্পতিবার সকাল থেকে হুগলির বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা বিক্ষোভ সভা থেকে মিছিল করেন। প্রাক্তন মন্ত্রী অসীমা পাত্র, তপন দাশগুপ্ত থেকে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, জেলা সভাপতি তথা প্রার্থী দিলীপ যাদবরা নিজের নিজের এলাকায় বিক্ষোভ মিছিল করেন। ডানকুনি থেকে ডানলপ মাঠ, আরামবাগ থেকে আদি সপ্তগ্রামে দিনভর বিক্ষোভ কর্মসূচি চলেছে। পাশাপাশি ছিল প্রার্থনা। শিবরাত্রির দিন শিবমন্দিরে গিয়ে ‘দিদি’র আরোগ্য কামনা করেছেন বেচারাম মান্না। তারাপীঠের মন্দিরে যজ্ঞ করতে গিয়েছেন আরামবাগের প্রার্থী সুজাতা খাঁ।
সকাল থেকে উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে দফায় দফায় ট্রেন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। সকালে বারাসতের কদম্বগাছি স্টেশনে  রেল অবরোধ হয়। বারাসত-১ পঞ্চায়েত সমিতির সভাপতি আরশাউজ্জমানের নেতৃত্বে ৮টা পর্যন্ত রেল অবরোধ চলে। আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেন তৃণমূল কর্মীরা। এর জেরে জাতীয় সড়কের পাশাপাশি হাবড়া রোডেও তীব্র যানজট শুরু হয়। অবরুদ্ধ ছিল টাকি রোড, মিনাখাঁ-বাসন্তী হাইওয়ে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর সঙ্গে সঙ্গে বসিরহাটে ছাত্র নেতৃত্ব প্রধানমন্ত্রীর কুশপুতুলও দাহ করে।
প্রতিবাদে মুখর ছিল দক্ষিণ ২৪ পরগনাও। রায়দিঘি, আমতলা, বিষ্ণপুরে বিক্ষোভ মিছিল হয়। ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। রাস্তায় প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা করা হয়।
বারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জায়গায় এদিন বিক্ষোভ দেখা গিয়েছে। প্রাক্তন মন্ত্রী তথা প্রার্থী মদন মিত্রের নেতৃত্বে কামারহাটি রথতলা থেকে বিটি রোড হয়ে বেলঘরিয়া থানা পর্যন্ত বিরাট মিছিল হয়। অংশ নেন পুরপ্রতিনিধিরা। বারাকপুরে প্রার্থী তথা চিত্রপরিচালক রাজ চক্রবর্তীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল হয়। বিকেলে, বেলঘরিয়াতে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মদনবাবু মহাযজ্ঞ করেন। সেখানে সাধারণ মানুষের উপস্থিতি নজর কেড়েছে। হাওড়ার ইছাপুর জলট্যাঙ্ক মোড়ে পথ অবরোধ হয়। বুধবার রাতেই হাওড়ার একাধিক জায়গায় বিক্ষোভ, অবরোধ হয়েছিল। বৃহস্পতিবার জেলাজুড়ে নেত্রীর উপরে হামলার প্রতিবাদে মিছিল হয়েছে।

হুইল চেয়ারেই প্রচারে যাব: মমতা
গাড়িতে দাগ নেই কেন, খুঁটি তত্ত্ব উড়িয়ে যুক্তি ফিরহাদের

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উঠোনে দাড়িয়ে রয়েছে ডব্লুবি০২এএন৫৫৫৫। সাদা স্করপিও গাড়িজুড়ে লেগে রয়েছে ধুলো। গাড়ির চালকের পাশের আসনের প্রথম দরজার বাইরেও ধুলোর পুরু আস্তরণ। গাড়ির পাদানিতে পড়ে রয়েছে গাঁদা ফুল। বাঁদিকের সামনের দরজা খোলার পর দেখা গেল, ভিতরেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফুলের পাপড়ি।  বিশদ

বিরোধীদের কদর্য মন্তব্য ঘিরে
নিন্দার ঝড় উঠল দেশজুড়ে

পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসছে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই। সিপিএম বা কংগ্রেসের বন্ধু দলগুলিই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থনের বার্তা পৌঁছে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমোর কাছে।  এমনকী যে সব রাজ্যে কংগ্রেসের জোট সরকার চলছে, সেই জোটসঙ্গীরাও পাশে দাঁড়িয়েছে তৃণমূলের। বিশদ

মমতার কনভয়ের কাছে ‘প্রত্যক্ষদর্শী’
বিজেপি কর্মীরা কেন, প্রশ্ন নন্দীগ্রামে
ডিএম-এসপির সামনেই হাতাহাতি

বৃহস্পতিবার সাতসকালে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে জেলাশাসক এবং পুলিস সুপারের সামনেই তৃণমূল ও বিজেপি কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানোর আগে প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করতে এদিন সকালে মেদিনীপুরের ডিআইজি কুণাল আগরওয়াল, জেলাশাসক বিভূ গোয়েল ও পুলিস সুপার প্রবীণ প্রকাশ ঘটনাস্থলে চলে যান। বিশদ

 বাম জমানায় ভিক্ষুক সংখ্যায় দেশে প্রথম রাজ্য
 ​​​​​রিপোর্ট কেন্দ্রের, ২০১১-এর পরে সংখ্যা কমার ইঙ্গিত

বাম সরকার থেকে চলে যাওয়ার ১০ বছর হয়ে গেল। কিন্তু তাদের রেকর্ড এখনও রাজনৈতিক চর্চার বিষয় হয়েই রইল। দেশের ভিক্ষুকদের এই জীবিকা থেকে সরিয়ে এনে কোনও পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে কি না, এই সংক্রান্ত একটি প্রশ্ন উত্থাপিত হয়েছিল রাজ্যসভায়। বিশদ

প্রচারকালে মুখ্যমন্ত্রী সহ ভিভিআইপিদের
নিরাপত্তা জোরদার করার নির্দেশ কমিশনের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভিভিআইপি নেতাদের প্রচারের সময় নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটের জন্য পাঁচজন জেলাশাসক ও পুলিস সুপারের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বিশদ

উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর
কেবিন এখন আগ্রহের কেন্দ্রে

ভারতজুড়ে কোনও সরকারি হাসপাতাল বা মেডিক্যাল কলেজে এমন কেবিন আছে কি না সন্দেহ। রাজ্যে সফররত দেশ-বিদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, লোকসভা বা রাজ্যসভার বিরোধী দলনেতা, জাতীয় স্তরের রাজনৈতিক দলের শীর্ষনেতা বা নেত্রী, মুখ্যমন্ত্রী, জেড প্লাস ক্যাটিগরির ভিভিআইপি রাষ্ট্রনেতারা ছাড়া সেই ঘরের চৌকাঠ সচরাচর পেরনো যায় না। বিশদ

নতুন ফলনের পেঁয়াজ বাজারে
প্রচুর, কমতে শুরু করেছে দাম

নতুন ফলন বেশি পরিমাণে উঠতে শুরু করায় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করছে। রাজ্যে উৎপাদিত ও মহারাষ্ট্র থেকে আসা পেঁয়াজের দাম কয়েকদিন যাবৎ কমছে। এই প্রবণতা এখন বজায় থাকবে বলেই মনে করছেন কৃষি বিপণন বিশেষজ্ঞরা। বিশদ

দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর
উদ্যোগে ঘরে ফিরল কিশোরী

নিখোঁজ কিশোরীকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হল। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মার্চ সকালে পড়ার নাম করে স্বরূপনগর ব্লকের একেবারে সীমান্তঘেঁষা গ্রাম হাকিমপুরের এক কিশোরী বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে যায়। বিশদ

পেমেন্টস ব্যাঙ্কে লেনদেনের
মাশুল বাড়াল ডাকবিভাগ

এবার ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক বা আইপিপিবি-র লেনদেনের খরচ বাড়াচ্ছে ভারতীয় ডাকবিভাগ। ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এর ফলে আর্থিক চাপ বাড়বে সাধারণ গ্রাহকের। ব্যাঙ্ক থেকে  টাকা তোলা এবং টাকা জমা করার ক্ষেত্রে যেমন খরচ বাড়বে, তেমনই আধার সংযোগের মাধ্যমে লেনদেনের যে সুবিধা পাওয়া যায়, খরচ বাড়বে তারও।  বিশদ

৮ দফার পক্ষে হিংসার তথ্য আছে তো?
সরব বাংলা

আবার একটা বাধার মুখে পড়ল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। টানা ৬৬ দিন ধরে চলবে ভোট প্রক্রিয়া, মোট আট দফায়। মানে ফের আমাদের রুজি রোজগার একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে। নির্বাচন কমিশন বলছে, এ রাজ্যে নাকি হিংসা, অশান্তি বেশি। তা রোধ করার জন্যেই আট দফায় ভোট। সত্যিই কি তাই! অন্য রাজ্যগুলিতে কি হিংসা, হানাহানি নেই? বিশদ

মমতার পায়ে মারাত্মক
চোট, মজ্জায় রক্তক্ষরণ

নন্দীগ্রামের ঘটনায় বাঁ পায়ের ‘টার্সাল বোন’-এ মারাত্মক চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতেই তাঁকে পিজি হাসপাতালে আনা হয়েছিল। চটজলদি এক্স-রে করা হয়। সেখানেই এই আঘাত ধরা পড়ে। শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমোর বাঁ পায়ের টার্সাল হাড়ের ভিতরের মজ্জাতেও রক্তক্ষরণ হয়েছে। তা বোঝা গিয়েছে বুধবার গভীর রাতে হওয়া এমআরআই রিপোর্টে। বিশদ

শনিবার নন্দীগ্রামে মহাপঞ্চায়েত, বিজেপিকে 
ভোট না দেওয়ার স্পষ্ট বার্তাই দেবেন টিকায়েত
আজ কলকাতায় কর্মসূচি, ১৪ মার্চ সিঙ্গুরে

বিজেপিকে হারানোর বার্তা নিয়ে আগামী ১৩ মার্চ হাইভোল্টেজ নন্দীগ্রামে কিষান মহাপঞ্চায়েতের আয়োজন করতে চলেছেন কৃষকরা। উপস্থিত থাকবেন রাকেশ টিকায়েত। বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল করার ইস্যুতে ভোটের বাংলায় গোটা রাজ্যে সবমিলিয়ে ছ’টি মহাপঞ্চায়েত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। বিশদ

ত্রুটি গুরুত্বপূর্ণ নয়, জয়পুরের তৃণমূল
প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ
যুদ্ধ জয়ের উচ্ছ্বাস জোড়াফুল শিবিরে

মনোনয়নপত্রের দু’টি কলাম ফাঁকা রাখায় পুরুলিয়ার জয়পুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। যা আদতে কোনও গুরুত্বপূর্ণ ত্রুটি নয় বলে মনে করায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সম্পর্কিত রিটার্নিং অফিসার তথা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করলেন। বিশদ

‘জনতার ইস্তাহার’ চায় বামেরা, মানুষের মত নিতে
আগাম খসড়া প্রকাশ, ২৫ কর্মসূচি রূপায়ণে গুরুত্ব

এবারের বিধানসভা নির্বাচন বাম শিবিরের কাছে অনেকটাই ‘ডু অর ডাই’ লড়াই। বিজেপি ও তৃণমূলের মতো দুই শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে রাজ্য-রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে এই নির্বাচনের গুরুত্ব এককথায় অপরিসীম বলে মনে করে বাম নেতৃত্বও। বিশদ

Pages: 12345

একনজরে
কয়লা পাচার কাণ্ডে এবার নতুন মোড় নিতে চলেছে। এই কাণ্ডের তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের নজরে পড়েছে পশ্চিম বর্ধমান জেলার ন’টি বিশাল প্লট। বহু কোটি মূল্যের ...

ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ তুলেছেন যুবরাজ হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। তাঁদের সাক্ষাৎকার নিয়ে তোলপাড় চলছে। যদিও রাজ পরিবারের বিরুদ্ধে ভাই ...

মালদহের গাজোলের রানিগঞ্জে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ওই ঘটনা ঘটে। জখম ব্যক্তির নাম বিফল মণ্ডল। ...

শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দাবি মানতে বাধ্য হল মোদি সরকার। করোনার ভ্যাকসিন প্রাপ্তদের শংসাপত্রে আপাতত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকছে না। ভোটের আদর্শ  নির্বাচনী আচরণবিধি মেনে কমিশনের নির্দেশ মতোই সরিয়ে দেওয়া হচ্ছে ছবি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

গ্লুকোমা দিবস
১৭৮৯ : আমেরিকায় পোস্ট অফিস স্থাপিত হয়
১৮৫৪: লেখক মহেন্দ্রনাথ গুপ্তের জন্ম
১৮৯৪ : যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়
১৯০৪ : ইংল্যান্ডে ইলেকট্রিক ট্রেন চালু হয়
১৯১১: বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র গুপ্তের জন্ম
১৯১৮ : ২১৫ বছর পর ফের রাশিয়ার রাজধানী হল মস্কো
১০২৪: সঙ্গীতশিল্পী উৎপলা সেনের জন্ম
১৯৩০ : মহাত্মা গান্ধীর নেতৃত্বে বৃটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু
১৯৮৪: সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের জন্ম
১৯৮৮: সাহিত্যিক সমরেশ বসুর (কালকূট) মৃত্যু
১৯৮৯ : স্যার টিম বার্নার্স লি CERN-এর ল্যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) বিশ্বের তথ্য আদানপ্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন।
২০১৩: শিল্পী গণেশ পাইনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৩০ টাকা ৭৪.৫৪ টাকা
পাউন্ড ৯৮.৭৪ টাকা ১০৩.৫৫ টাকা
ইউরো ৮৪.৬০ টাকা ৮৮.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৪,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৮,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ ফাল্গুন ১৪২৭, শুক্রবার, ১২ মার্চ ২০২১। চতুর্দ্দশী ২২/৫৭ দিবা ৩/৩। শতভিষা নক্ষত্র ৪২/২৭ রাত্রি ১০/৫১। সূর্যোদয় ৫/৫২/১৭, সূর্যাস্ত ৫/৪০/৪৩। অমৃতযোগ দিবা ৭/২৫ মধ্যে পুনঃ ৮/১৪ গতে ১০/৩৫ মধ্যে পুনঃ ১২/৫৭ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৭ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৮ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/২৪ গতে ৪/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৩ গতে ১১/২১ মধ্যে পুনঃ ৪/১৩ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫০ গতে ১১/৪৬ মধ্যে। কালরাত্রি ৮/৪৩ গতে ১০/১৫ মধ্যে। 
২৭ ফাল্গুন ১৪২৭, শুক্রবার, ১২ মার্চ ২০২১। চতুর্দ্দশী দিবা ২/৪৩। শতভিষা নক্ষত্র রাত্রি ১০/৪২। সূর্যোদয় ৫/৫৪, সূর্যাস্ত ৫/৪১। অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে ও ৮/১ গতে ১০/২৮ মধ্যে ও ১২/৫৪ গতে ২/৩২ মধ্যে ও ৪/৯ গতে ৫/৪১ মধ্যে। এবং রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/১৩ গতে ৪/১ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩০ গতে ১১/১৭ মধ্যে ও ৪/১ গতে ৫/৫৩ মধ্যে। বারবেলা ৮/৫১ গতে ১১/৪৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৬ মধ্যে। 
২৭ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রথম টি২০: ভারতকে ৮ উইকেটে হারাল ইংল্যান্ড 

10:17:20 PM

প্রথম টি২০: ইংল্যান্ড ৮৯/১ (১১ ওভার) 

09:52:13 PM

প্রথম টি২০: ইংল্যান্ড ৫০/০ (৬ ওভার) 

09:28:55 PM

প্রথম টি২০: ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিল ভারত

08:49:53 PM

প্রয়াত  রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহঅধ্যক্ষ স্বামী বাগীশানন্দ
প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহঅধ্যক্ষ স্বামী বাগীশানন্দ। আজ, ...বিশদ

08:40:00 PM

প্রথম টি২০: ভারত ৮৩/৪ (১৫ ওভার)

08:19:34 PM