Bartaman Patrika
গল্পের পাতা
 

আজও তারা জ্বলে

 বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ ছবি বিশ্বাস- শেষ কিস্তি।

সপ্তাহে অন্তত তিনটে দিন সন্ধের দিকে ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতেন ছবি বিশ্বাস। তাঁর জন্য বরাদ্দ থাকত চিঁড়ের পোলাও বা চিঁড়ে ভাজা। প্রথম দিকে ভানু ফিল্ম লাইনে যেসব আন্দোলন করতেন তাতে সায় ছিল না ছবিবাবুর। গৌতম বন্দ্যোপাধ্যায় বলছিলেন, ‘বাবার আবদারে ছবি জ্যাঠামশাইকে অনিচ্ছাসত্ত্বেও যোগ দিতে হতো। শুনেছি, বেঙ্গল আর্টিস্ট অ্যাসোসিয়েশন আসলে বিকাশ জেঠুর (বিকাশ রায়) ব্রেনচাইল্ড। ছবি জ্যাঠামশাই না থাকলে ব্যাপারটা দানা বাঁধবে না বলেই বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে রাজি করানোর জন্য। নিউ থিয়েটার্স স্টুডিও বন্ধ হয়ে যাওয়ার পরেও ছবি জ্যাঠামশাইকে নিয়ে বাবা জোরদার আন্দোলন করেছিলেন।’ ছোট জাগুলিয়ায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রের জন্য ছবি বিশ্বাস প্রায় ১০ বিঘা জমি দান করেছিলেন। ১৯৪২-’৪৩ সালে দুর্ভিক্ষ পীড়িত জাগুলিয়া গ্রামের ঘরে ঘরে তাঁরই সহযোগিতায় চাল-ডাল পৌঁছে গিয়েছিল। 
ছবি বিশ্বাসের অভিনয় জীবন যেমন রঙিন ছিল, তেমনই ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন বর্ণময় পুরুষ। তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিল একটা রুপোর ডিবে।  ভিতরে জর্দা দেওয়া পান সাজা থাকত। বাড়িতেই হোক বা শ্যুটিংয়ের রিহার্সালে মুখে একটা পান তাঁর চাই-ই। তবে ফাইনাল টেকের সময় ফেলে দিতেন। তখন একেবারে অন্য জগতের মানুষ। পান ছাড়া আরও দুটো জিনিসে আসক্তি ছিল তাঁর। সিগারেট আর মদ। ‘জলসাঘর’-এর জমিদারকে কি মদ ছাড়া মানায়! চেনস্মোকার ছিলেন। বিদেশ থেকে তাঁর সিগারেট আসত। পরে অবশ্য সিগারেট ছেড়ে দিয়েছিলেন। জিজ্ঞাসা করলে বলতেন, ‘ছেলেদের চুরি করে সিগারেট খেতে দেখেই সিগারেট ছেড়ে দিয়েছি।’
উনি ছিলেন মনেপ্রাণে শিল্পী। কাজের ফাঁকে একটু অবসর মিললেই মাটির ফুলদানি, প্লেট, প্লাস্টিকের পাত্রে ছবি এঁকে রং করতেন। তাঁর এমব্রয়ডারি ও বুটিকের কাজও ছিল অসাধারণ। খুব যত্ন করে বাগান করতেন। তাঁর বাঁশদ্রোণীর বাড়িতে ফুল আর সব্জির বাগান ছিল দেখার মতো। প্রায় ৬০ রকমের জবা আর ৩০ রকমের গোলাপের গাছ নিজেই তদারকি করতেন। বাড়িতে অতিথি এলে নিজের হাতে তোড়া সাজিয়ে উপহার দিতেন। খেলাধুলো বিশেষ করে ক্রিকেটে আগ্রহ ছিল। দারুণ টেবিল টেনিস খেলতেন। গানের বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের সমঝদার ব্যক্তি ছিলেন। গায়ক কৃষ্ণচন্দ্র দে ও জমিরুদ্দিন খান সাহেবের কাছে কয়েকদিন তালিমও নিয়েছিলেন। এসবের বাইরে আরও একটা শখ ছিল। রান্নার শখ। মাংস তো বটেই, বড়ি, ঝিঙে, পোস্ত দিয়ে দারুণ সুস্বাদু মাছ রান্না করতেন তিনি। 
তবে সবচেয়ে ভালো পারতেন অভিনয়ের চরিত্র এবং শিল্পীদের মনের অবস্থা বুঝতে। এরকমই এক ঘটনার কথা এক জায়গায় বলে গিয়েছেন অভিনেতা তরুণকুমার। ‘অবাক পৃথিবী’ নামে একটি ছবি প্রযোজনা করেছিলেন তরুণকুমার। কাস্টিং চলছিল তখন। প্রযোজকের ইচ্ছে, সেই ছবিতে ফাদার রেক্টর ব্যানার্জির চরিত্রে অভিনয় করুন ছবি বিশ্বাস। সেই আর্জি নিয়ে তাঁর বাঁশদ্রোণীর বাড়িতে গেলেন তরুণকুমার। গল্পটি দারুণ, চরিত্রটিও ভালো। ছবি বিশ্বাসের বেশ পছন্দও হল। চিত্রনাট্য আর চরিত্র নিয়ে আড্ডা-আলোচনা চলছে। কিন্তু একটা সমস্যা তৈরি হল। ছবি বিশ্বাস কিছুতেই বাজেট কমাতে রাজি নন। এদিকে তরুণকুমারের আবার বাজেট বেশি নেই। অথচ মনেপ্রাণে চাইছেন ওই চরিত্রটায় ছবিবাবুই অভিনয় করুন। দাদা উত্তমকুমারও এবার আসরে নামলেন। তখনই ছবি বিশ্বাস সকলকে অবাক করে একটা উপদেশ দিলেন। বললেন, ‘বুড়ো, ওই চরিত্রটায় তুই অভিনয় কর। তোকেই ভালো মানাবে।’ শেষপর্যন্ত তরুণকুমার অভিনীত সেই চরিত্রটাই সেরা সহ-অভিনেতার পুরস্কার জেতে। এরকমই মানুষ ছিলেন তিনি। নিজের অভিনয় বা পেশাকে নিয়ে যেমন কখনও আপস করেননি, তেমনই অন্যকেও কখনও ছোট করেননি। সকলকে বুক দিয়ে আগলে রেখেছেন। 
ছবি বিশ্বাসের জীবন মানে একটা অসীম যাত্রাপথ। তাই হয়তো রাস্তাতেই তাঁর নিয়তি লেখা ছিল! ছোট জাগুলিয়ার পৈতৃক বাড়িতে যাওয়ার পথে মধ্যমগ্রামের কাছে যশোর রোডে ছবি বিশ্বাসের গাড়িকে বিপরীত দিক থেকে আসা একটা মালবোঝাই লরি ধাক্কা মারে। ১৯৬২ সালের ১১ জুন। ড্রাইভারকে পাশে বসিয়ে গাড়িটা নিজেই চালাচ্ছিলেন তিনি। স্টিয়ারিং এসে লাগে বুকে, পাঁজরের হাড় ভেঙে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 
অভিনেতা বিশ্বজিৎ বলছিলেন, ‘আমরা বলতাম, ছবিদা অনেকদিন বাঁচবেন। কারণ হাঁপানির রোগীরা তাড়াতাড়ি মারা যায় না বলেই জানতাম। গাড়ি দুর্ঘটনায় ওঁর হঠাৎ চলে যাওয়াটা আমাদের অবাক করে দিয়েছিল। মারা যাওয়ার পর ভানুদা বলল, বুঝলি বিশ্বজিৎ, এই লোকটা চলে যাওয়ায় বাংলার স্ক্রিপ্ট রাইটারদের অনেক মেহনত করতে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, কেন ভানুদা! তখন ভানুদা বলেছিলেন, ব্যারিস্টারের যে চরিত্রগুলো ছিল, সবগুলোকে এবার কেটে মোক্তার করে দিতে হবে। ব্যারিস্টার হয়ে দাঁড়ানোর মতো তো আর কেউ রইল না।’ ছবি বিশ্বাসের আকস্মিক প্রয়াণে সত্যজিৎ রায় বলেছিলেন, ‘তাঁর অকালমৃত্যুতে আমার অপূরণীয় ক্ষতি হল। তাঁর উপযুক্ত আরও অনেক চরিত্র আমার পরিকল্পনায় ছিল। তাঁর মৃত্যুতে সেসব আমার মন থেকে মুছে দিতে হয়েছে।’ মানিকবাবুর ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে ছবি বিশ্বাসের সেই উক্তি বাংলা ছবির দর্শক নিশ্চয়ই ভোলেননি। ‘মনে রাখব? কেন মনে রাখব? ওর বিশেষত্বটা কী?’ ছবি বিশ্বাসের অভিনয়ও যে মূর্তিমান কাঞ্চনজঙ্ঘার মতোই আজও অবিচল রয়ে গেল।
(ক্রমশ)
 ছবি: মঞ্জু দে ও সুনন্দা দেবীর সঙ্গে ছবি বিশ্বাস
24th  January, 2021
পিশাচ সাধু
জয়ন্ত দে 

দারোগাবাড়ির ঠেকে সহজকে দেখে হঠাৎই ক্যাপ্টেন বেমক্কা বলে বসলেন— ‘তুই ভুল করেছিস পরি! এ ছেলে সহজ নয়, এ ছেলে কেন তোর এখানে? বড্ড ভুল করছিস!’ পরমেশ্বর অবাক হয়ে জানতে চাইল, ‘কেন, কী ভুল করলাম ক্যাপ্টেন?’ তারপর... 
বিশদ

07th  March, 2021
পিশাচ সাধু 
জয়ন্ত দে

পরমেশ্বরের সঙ্গে দারোগা বাড়ির ভূতুড়ে ঠেকে এসেছিল সহজ। হুল্লোড়ের মাঝে সেখানে হঠাৎই হাজির হলেন ক্যাপ্টেন। যিনি নিজেকে পিশাচ সাধু বলেন। তিনি সহজকে দেখে বললেন, তুই এখানে কেন? তারপর... 
বিশদ

28th  February, 2021
দেশি ছেলেপুলে 
চন্দন চক্রবর্তী

ব্যানার্জিবাবু প্রচণ্ড উত্তেজিত! ‘তা বলে আমার ফ্ল্যাটের সামনে?’ আবাসনের পার্কে তখন প্রাতঃভ্রমণকারীরা বসে। কেউ রামদেব, কেউ বা ফড়িং-এর মতো ফড়ফড় করে হাত-পা নাড়ানাড়ি করছেন। ব্যানার্জিবাবু রীতিমতো সুদর্শন। ফর্সা রং, চোখে বিদেশি চশমার ফ্রেমে আঁটা দেশি চশমার লেন্স।  
বিশদ

28th  February, 2021
ভাষা ও ভালোবাসা 
ছন্দা বিশ্বাস

অহর্নিশকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুপুরে খাওয়ার পর দোতলার ঘরে শুয়েছিল অহর্নিশ। শুয়ে শুয়ে একটা কমিক্সের বইয়ের পাতা ওল্টাচ্ছিল। অবন্তিকা দেখে এসেছে। ভেবেছে গল্প পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। ছেলের মাথার হাত বুলিয়ে বলে এসেছে, ‘তাড়াতাড়ি একটু ঘুমিয়ে নাও, চারটের সময়ে কিন্তু আমাদের বেরতে হবে।  
বিশদ

21st  February, 2021
পিশাচ সাধু
জয়ন্ত দে 

পিশাচ আবার সাধু হয় নাকি! সহজ এই কথাটাই ভাবছিল। সহজ মিত্র— নামটা কি খারাপ? আনকমন নাম। কিন্তু এই আনকমন নামটাকে কিছু ফালতু পাবলিক ঘেঁটে দিয়েছে। তারা তার নাম রেখেছে সহজ পাঠ। সেই সহজ পাঠকে দেখেই যেন মানুষটা থমকে দাঁড়ালেন। 
বিশদ

21st  February, 2021
আজও তারা জ্বলে

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ রাজলক্ষ্মী দেবী –শেষ কিস্তি। বিশদ

14th  February, 2021
এক অবহেলিতের যৎকিঞ্চিৎ

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন দীপ মুখোপাধ্যায়। বিশদ

14th  February, 2021
আজও তারা জ্বলে

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ রাজলক্ষ্মী দেবী— দ্বিতীয় কিস্তি। বিশদ

07th  February, 2021
চলার পথে
তরুণ চক্রবর্তী

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে।  বিশদ

07th  February, 2021
নেটওয়ার্ক
ঈশা দেব পাল

দিদি মেয়ের সঙ্গে বন্ধুর মতোই মেশে। ওরা কথা বলছে দেখে আমি বাইরে উঠোনে এসে বসি। আড়চোখে দেখি মা ঘরে গিয়ে টিভি চালিয়ে সিরিয়াল দেখছে। কানে শোনে না, তবু দেখে। গল্প সব বোঝেও কিন্তু। বিশদ

31st  January, 2021
আজও তারা জ্বলে

বাংলা ছবির দিকপাল চরিত্রাভিনেতারা একেকটা শৈল্পিক আঁচড়ে বঙ্গজীবনে নিজেদের অমর করে রেখেছেন। অভিনয় ছিল তাঁদের শরীরে, মননে, আত্মায়। তাঁদের জীবনেও ছড়িয়ে ছিটিয়ে অনেক অমূল্য রতন। তারই খোঁজে সন্দীপ রায়চৌধুরী। আজ রাজলক্ষ্মী দেবী-প্রথম কিস্তি। বিশদ

31st  January, 2021
চলার পথে
বলতে পারলে হতো

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন অরিন্দম বসু। বিশদ

31st  January, 2021
স্বদেশ বিদেশ

জীবনের প্রধান ও মুখ্য ঘটনাগুলিই কেবল মনে থাকার কথা। কিন্তু অনেক সময়ই দেখা যায় স্মৃতির অতলে অনেক তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কেমন করে বেশ বড় হয়ে জাঁকিয়ে বসে রয়েছে। সাহিত্যিকদের ‘ভবঘুরে’ জীবনের তেমনই নানা ঘটনা উঠে এল কলমের আঁচড়ে। আজ লিখছেন সমীর রক্ষিত। বিশদ

24th  January, 2021
মাটির গন্ধ
অনিরুদ্ধ চক্রবর্তী

একথা বলে সুমন মিটিমিটি হাসতে লাগল। তখন আমরা মাঠ পেরচ্ছি। দইয়ের ডোবা, মুক্তি ডোবা— আমাদের আশপাশের ডোবাদের নাম। ডোবা মানে যে বিশাল ব্যাপার, তা কিন্তু নয়। একেবারে নাতিদীর্ঘ আয়তন, বর্ষায় টইটম্বুর হয়ে ফুলে থাকে। জল যত কমে, টুলু পাম্প বসিয়ে তুলে নেয় চাষিরা। বিশদ

17th  January, 2021
একনজরে
বিজেপিকে হারানোর বার্তা নিয়ে আগামী ১৩ মার্চ হাইভোল্টেজ নন্দীগ্রামে কিষান মহাপঞ্চায়েতের আয়োজন করতে চলেছেন কৃষকরা। উপস্থিত থাকবেন রাকেশ টিকায়েত। বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল করার ইস্যুতে ভোটের বাংলায় গোটা রাজ্যে সবমিলিয়ে ছ’টি মহাপঞ্চায়েত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। ...

শনিবার আইএসএল ফাইনালে নজর থাকবে দুই দলের গোলরক্ষকের দিকে। গোল্ডেন গ্লাভসের দৌড়ে রয়েছেন এটিকে মোহন বাগানের অরিন্দম ভট্টাচার্য ও মুম্বই সিটি এফসি’র অমরিন্দর সিং। চলতি ...

শিবরাত্রি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই তারকেশ্বরের মন্দিরে ঢল নামে পুণ্যার্থীদের। বেলা যত বেড়েছে, লাইনও তত দীর্ঘ হয়েছে। এক সময়ে ভিড় এতটাই হয়েছিল যে, তা সামলাতে ...

ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ তুলেছেন যুবরাজ হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। তাঁদের সাক্ষাৎকার নিয়ে তোলপাড় চলছে। যদিও রাজ পরিবারের বিরুদ্ধে ভাই ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

গ্লুকোমা দিবস
১৭৮৯ : আমেরিকায় পোস্ট অফিস স্থাপিত হয়
১৮৫৪: লেখক মহেন্দ্রনাথ গুপ্তের জন্ম
১৮৯৪ : যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়
১৯০৪ : ইংল্যান্ডে ইলেকট্রিক ট্রেন চালু হয়
১৯১১: বাঙালি সাহিত্যিক অতুলচন্দ্র গুপ্তের জন্ম
১৯১৮ : ২১৫ বছর পর ফের রাশিয়ার রাজধানী হল মস্কো
১০২৪: সঙ্গীতশিল্পী উৎপলা সেনের জন্ম
১৯৩০ : মহাত্মা গান্ধীর নেতৃত্বে বৃটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু
১৯৮৪: সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের জন্ম
১৯৮৮: সাহিত্যিক সমরেশ বসুর (কালকূট) মৃত্যু
১৯৮৯ : স্যার টিম বার্নার্স লি CERN-এর ল্যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www) বিশ্বের তথ্য আদানপ্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন।
২০১৩: শিল্পী গণেশ পাইনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৩০ টাকা ৭৪.৫৪ টাকা
পাউন্ড ৯৮.৭৪ টাকা ১০৩.৫৫ টাকা
ইউরো ৮৪.৬০ টাকা ৮৮.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৪,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৮,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ ফাল্গুন ১৪২৭, শুক্রবার, ১২ মার্চ ২০২১। চতুর্দ্দশী ২২/৫৭ দিবা ৩/৩। শতভিষা নক্ষত্র ৪২/২৭ রাত্রি ১০/৫১। সূর্যোদয় ৫/৫২/১৭, সূর্যাস্ত ৫/৪০/৪৩। অমৃতযোগ দিবা ৭/২৫ মধ্যে পুনঃ ৮/১৪ গতে ১০/৩৫ মধ্যে পুনঃ ১২/৫৭ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৭ গতে অস্তাবধি। রাত্রি ৭/১৮ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/২৪ গতে ৪/১৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩৩ গতে ১১/২১ মধ্যে পুনঃ ৪/১৩ গতে উদয়াবধি। বারবেলা ৮/৫০ গতে ১১/৪৬ মধ্যে। কালরাত্রি ৮/৪৩ গতে ১০/১৫ মধ্যে। 
২৭ ফাল্গুন ১৪২৭, শুক্রবার, ১২ মার্চ ২০২১। চতুর্দ্দশী দিবা ২/৪৩। শতভিষা নক্ষত্র রাত্রি ১০/৪২। সূর্যোদয় ৫/৫৪, সূর্যাস্ত ৫/৪১। অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে ও ৮/১ গতে ১০/২৮ মধ্যে ও ১২/৫৪ গতে ২/৩২ মধ্যে ও ৪/৯ গতে ৫/৪১ মধ্যে। এবং রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/১৩ গতে ৪/১ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩০ গতে ১১/১৭ মধ্যে ও ৪/১ গতে ৫/৫৩ মধ্যে। বারবেলা ৮/৫১ গতে ১১/৪৭ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৬ মধ্যে। 
২৭ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
প্রথম টি২০: ভারতকে ৮ উইকেটে হারাল ইংল্যান্ড 

10:17:20 PM

প্রথম টি২০: ইংল্যান্ড ৮৯/১ (১১ ওভার) 

09:52:13 PM

প্রথম টি২০: ইংল্যান্ড ৫০/০ (৬ ওভার) 

09:28:55 PM

প্রথম টি২০: ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিল ভারত

08:49:53 PM

প্রয়াত  রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহঅধ্যক্ষ স্বামী বাগীশানন্দ
প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহঅধ্যক্ষ স্বামী বাগীশানন্দ। আজ, ...বিশদ

08:40:00 PM

প্রথম টি২০: ভারত ৮৩/৪ (১৫ ওভার)

08:19:34 PM