Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

অজানা আতঙ্ক ডিজিটাল অ্যারেস্ট
সৌম্য নিয়োগী

পুলিস নেই, হাতকড়া নেই, গারদ নেই... স্রেফ ইন্টারনেট যুক্ত কম্পিউটার বা ট্যাবলেট নিদেনপক্ষে একটা স্মার্টফোন থাকলেই ব্যস— ইউ আর আন্ডার অ্যারেস্ট থুড়ি ডিজিটাল
পুলিস নেই, হাতকড়া নেই, গারদ নেই... স্রেফ ইন্টারনেট যুক্ত কম্পিউটার বা ট্যাবলেট নিদেনপক্ষে একটা স্মার্টফোন থাকলেই ব্যস— ইউ আর আন্ডার অ্যারেস্ট থুড়ি ডিজিটাল অ্যারেস্ট! পুলিসের খাতায় গত ১১ মাসে শিকার ৯২,৩২৩ জন। রাতারাতি উবে গিয়েছে ২১৪০ কোটি ৯৯ লক্ষ টাকা।
স্বামী-স্ত্রী দুজনেই চিকিৎসক। আর্থিক অবস্থা বেশ স্বচ্ছল। হঠাৎ একদিন তাঁদের কাছে একটি ফোন আসে ‘ট্রাই’(TRAI)-এর নাম করে। বলা হয় ‘আপনার নম্বরটি একাধিক ক্রাইমে ব্যবহার করা হয়েছে। আপনাকে আমরা মুম্বই পুলিশের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি।’ এরপরেই দেখা যায় মুম্বই পুলিশের উর্দিধারী কিছু লোক তাঁকে ভিডিয়ো কল করে। নানা সমস্যায় জড়িয়ে পড়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে ওই দম্পতির কাছ থেকে ১ কোটি ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
এক মুহূর্তের জন্যও ক্যামেরার সামনে থেকে সরা যাবে না। মোবাইল ফোন বা ল্যাপটপের ক্যামেরা চালু রাখতে হবে সর্বক্ষণ। নির্দেশমতো অ্যাপ ‘ডাউনলোড’ করে দূর থেকে সেই ক্যামেরায় নজরদারি করতে দিতে হবে। বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকলে জানাতে হবে সেই ক্যামেরার আইডি এবং পাসওয়ার্ড। নিস্তার নেই শৌচাগারেও। সেখানেও চালু করে যেতে হবে ফোনের ক্যামেরা!
টানা দু’দিন। এ ভাবেই এক আইনজীবীকে নিজের বাড়িতে ‘ডিজিটাল অ্যারেস্ট’ (ভয় দেখিয়ে ক্যামেরাবন্দি করা) করে রাখা হয়েছিল বলে অভিযোগ। কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তাঁর। বাড়িতে বাইরের লোকের আসা নিষিদ্ধ হয়ে গিয়েছিল। খবরের কাগজ বা দুধ এলেও দরজা না খোলার নির্দেশ ছিল। পরিস্থিতি এমন হয় যে, নাওয়া-খাওয়া ছেড়ে দিতে হয় তরুণীকে। ভুয়ো গ্রেফতারির অঙ্গ হিসেবেই তাঁকে এর পরে পোশাক খুলিয়ে ভুয়ো ‘নার্কো পরীক্ষা’ও করানো হয় বলে অভিযোগ!
ছটপুজোর দিন বাড়িতে রান্না করছিলেন রুবি মোড়ের কাছে একটি আবাসনের বাসিন্দা অনিতা বাগচি। বৃদ্ধা মাকে নিয়ে তিনি ফ্ল্যাটে একাই থাকেন। স্বামী ছিলেন ওএনজিসি–র উচ্চপদস্থ অফিসার। ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে স্বামী মারা যান। তারপর থেকে ব্যাঙ্কে জমানো টাকা ভাঙিয়েই সংসার চলত অনিতার। তাঁর ছেলে খড়্গপুর আইআইটি’র প্রাক্তনী। বর্তমানে তিনি লন্ডনে চাকরি করেন।
অনিতা জানান, ছট পুজোর দিন সকাল ১০টা নাগাদ এক মহিলা হঠাৎ ভিডিয়ো কল করে হিন্দিতে বলে, দিল্লির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সুরেশ কুটে নামে একজন ব্যক্তির সঙ্গে নাকি অনিতার জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। তাতে লক্ষ লক্ষ টাকার অবৈধ লেনদেন হয়েছে। তার জন্য তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। অন্তত ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে। ছেলের চাকরিও চলে যাবে। এই ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে দফায় দফায় টাকা আদায় করা হয়।
অনিতার কথায়, ‘গ্রেপ্তারির কথা শুনে আমি প্রচণ্ড ঘাবড়ে যাই। ওরা আমাকে প্রস্তাব দেয়, গ্রেপ্তারি আটকাতে গেলে আমাকে কিছু টাকা খরচ করতে হবে। ওরা আমাকে একটা ফর্ম পাঠায়। তাতে একটা অ্যাকাউন্ট নম্বর দেওয়া ছিল। ওদের কথা মতো গত ১১ নভেম্বর আমি প্রথম আরটিজিএসে ৩০ লক্ষ টাকা পাঠাই।’
তাঁর সংযোজন, ‘কয়েক দিন বাদে আবার ফোন করে আমার কাছ থেকে টাকা চাওয়া হয়। ওদের কথা শুনে গত ১৬ নভেম্বর সিনিয়র সিটিজে়ন স্কিম ভেঙে আমি ফের ১৫ লক্ষ টাকা পাঠাই। কয়েক দিন যেতে না যেতে সুমেধা নামে অন্য একজন নিজেকে আইপিএস পরিচয় দিয়ে ফোন করে আমার কাছ থেকে আবার টাকা চায়। গত ১৯ নভেম্বর আমি ১২ লক্ষ ৫০ হাজার টাকা পাঠাই। ব্যাঙ্কে যা জমানো টাকা ছিল সবই দিয়ে দিয়েছি। এখন আমি প্রায় সর্বস্বান্ত।’
ডিজিটাল অ্যারেস্টের কথা শুনে প্রৌঢ়া এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে, তিনি বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের কিছু জানাননি। ছেলের কাছেও খবরটা গোপন রেখেছিলেন। পুলিশ জানিয়েছে, সর্বস্ব খুইয়ে তিনি থানার দ্বারস্থ হয়েছেন।
কোভিডকালে অফলাইনে ঘরবন্দি সাধারণ মানুষের অনলাইনে উঠে আসার কারণেই বাড়বাড়ন্ত শুরু সাইবার জালিয়াতদের। কিন্তু ডিজিটাল অ্যারেস্ট আসতে আসতে ২০২৩ হয়ে যায়। ২০২৪ সালে এ পর্যন্ত সাইবার প্রতারণার অঙ্কটা চোখ কপালে তোলার মতো—১৯৮৮৮ কোটি ৪২ লক্ষ টাকা। ২০২৩ সালে সেটা ছিল ৯২১ কোটি ৫৯ লক্ষ টাকা। তবে এই সংখ্যাটা হিমশৈলের চূড়া মাত্র। কারণ, লোকলজ্জার ভয়ে অভিযোগই দায়ের করতে যান না সিংহভাগ প্রতারিত।
কীভাবে সংগঠিত হয় অপরাধ?
প্রথমে, কোনও ব্যক্তিকে ‘কুরিয়ার সার্ভিস’, ‘এয়ারপোর্ট অথারিটি’ অথবা ‘ট্রাই’ এই ধরনের সংস্থার নাম করে ফোন করা হয়। এর পর হয়তো সেই ব্যক্তিকে বলা হয় আপনার নামে একটি পার্সেল ধরা পড়েছে ‘কাস্টমসে’ যার মধ্যে থেকে ড্রাগস বাজেয়াপ্ত হয়েছে। কিংবা হয়তো কোনও ব্যক্তি কখনও ‘নীল ছবি’ দেখেছিলেন, তাঁকে ফোন করে বলা হল ট্রাই থেকে বলছি ‘আপনি চাইল্ড পর্ন বা শিশুদের নীল ছবি দেখেছেন, সুতরাং আপনাকে অ্যারেস্ট করা হবে।’ কাউকে ফোন করে বলা হচ্ছে ‘আপনার নামে একাধিক আধার কার্ড বা প্যান কার্ড পাওয়া গিয়েছে, যা বিভিন্ন রকম অপরাধ মূলক কাজে ব্যবহার করা হয়েছে।’
অভিযোগ আনার পরে দ্বিতীয় ধাপে, তাঁকে হয়তো বলা হল আপনাকে ভিডিয়ো কল করছি, বা পুলিশের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি। এবার বাইরের দেশে কোথাও থানার মতো বা ইডি, সিবিআইয়ের নকল দফতর তৈরি করে ভিডিয়ো কল করা হয়। নিয়ে ‘এফআইআর’ করা হবে, ‘অ্যারেস্ট’ করা হবে বলে নানা ভাবে ‘টার্গেট’-এর মনে প্রতারকরা ভয় তৈরি করে।
তৃতীয় পর্যায়ে, এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়। এমনকি প্রথমবার টাকা দেওয়ার পরে বলা হয় এই টাকা আপনি ফেরত পেয়ে যাবেন, এটা তদন্তের একটি অংশ বলে, সেই টাকা ফেরত দেওয়ার জন্য আরও টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
অনেক সময় তাঁর পরিজনের নাম করে গুরুতর কোনও অভিযোগের কথা বলা হয়। এমনকি এর সপক্ষে পর্যাপ্ত পরিমাণ আছে বলেও দাবি করা হয়। এক্ষেত্রে প্রতারকদের কাছে অনেক সময় ‘টার্গেটে’-এর ব্যাক্তিগত কিছু তথ্য আগে থেকেই উপলব্ধ থাকে। এর পর ভয় পেয়ে ভিডিয়ো কল করলে, তাঁকে আরও বেশি করে ভয় দেখানো হয়। বাড়িতে ক্যামেরা থাকলে তাঁর ‘অ্যাকসেস’ চেয়ে নেওয়া হয়। প্রতারণার পরিকল্পনাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে, ‘ডিজিটাল অ্যারেস্ট মেমো’ও পাঠানো হয়। শেষে সেই মামলা থেকে মুক্তি দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। এই ফাঁদে পা দিলেই সর্বনাশ।
15th  December, 2024
শীতের সার্কাস
কৌশিক মজুমদার

আমাদের দক্ষিণবঙ্গে শীত আসে দেরিতে, যায় তাড়াতাড়ি। জয়নগর থেকে মোয়া আসা শুরু হয়েছে। স্বর্ণচূড় ধানের খই দিয়ে তৈরি, উপরে একফালি বাদামি কিশমিশ। রোদের রং সোনা হয়েছে। সকালের রোদ বাড়তে বাড়তে পা ছুঁলেই মিষ্টি এক উত্তাপ। বিশদ

বছর শেষে কোন পথে দেশ
সমৃদ্ধ দত্ত

‘তালা খুলে দাও!’ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বললেন অরুণ নেহরু। ১৯৮৬ সালের জানুয়ারির শেষ সপ্তাহ। শাহবানু মামলা নিয়ে হিন্দুরা অত্যন্ত ক্ষুব্ধ। খোদ কেন্দ্রীয় গোয়েন্দা ও গুপ্তচর সংস্থাগুলি তেমনই রিপোর্ট দিচ্ছে। রাজীব গান্ধী উদ্বিগ্ন। তিনি বুঝতে পারছেন, ক্রমেই রাজনীতির মধ্যে হিন্দুত্ব প্রবেশ করছে। বিশদ

29th  December, 2024
আকাশ ছোঁয়ার শতবর্ষ

কলকাতা বিমানবন্দরের ১০০ বছর! গড়ের মাঠের এয়ারফিল্ড থেকে দমদমার মাঠে বিমানবন্দর গড়ে ওঠার কাহিনি রূপকথার মতো। সেই অজানা ইতিহাসের খোঁজে অনিরুদ্ধ সরকার
বিশদ

22nd  December, 2024
আজমিরের দরবারে
সমৃদ্ধ দত্ত

 

আজমির দরগায় কি মহাদেবের মন্দির ছিল? আচমকা এমন এক প্রশ্ন ঘিরে তোলপাড় দেশ। যুক্তি, পাল্টা যুক্তির মধ্যেই ইতিহাসের পাতায় চোখ বোলাল ‘বর্তমান’ বিশদ

08th  December, 2024
উমা থেকে দুর্গা

বিভূতিভূষণের সেই দুর্গা বইয়ের পাতা থেকে উঠে এল সত্যজিতের ছবিতে। সারা জীবনে একটি ছবিতে অভিনয় করে ইতিহাস হয়ে আছেন। কিন্তু নতুন প্রজন্ম মনে রাখেনি তাঁকে। ১৮ নভেম্বর নিঃশব্দে চলে গেলেন তিনি। ‘পথের পাঁচালী’-র দুর্গা, উমা দাশগুপ্তকে নিয়ে লিখেছেন সুখেন বিশ্বাস।
বিশদ

01st  December, 2024
পাগল হাওয়া
দেবজ্যোতি মিশ্র

কবি, গীতিকার, সুরকার, সঙ্গীতকার... কোনও বিশেষণই তাঁর জন্য যথেষ্ট নয়। তিনি সলিল চৌধুরী। শতাব্দী পেরিয়েও বাঙালি জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে তাঁর গান। জন্মশতবর্ষের সূচনায় ‘গুরুবন্দনা’য় কলম ধরলেন দেবজ্যোতি মিশ্র বিশদ

24th  November, 2024
হারানো বইয়ের খোঁজে

সন্দীপদা, মানে ‘কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের’ স্থাপক এবং লিটল ম্যাগাজিন সংগ্রাহক সন্দীপ দত্ত চলে গেছেন প্রায় দেড় বছর হল। বছর চারেক আগে খোলামেলা এক আড্ডায় সন্দীপদা বলেছিলেন, “৭২এ স্কটিশে বাংলা অনার্স পড়ার সময় আমি মাঝেমাঝেই ন্যাশনাল লাইব্রেরিতে যেতাম। মে মাসের একটা ঘটনা। … দেখলাম বহু পত্রিকা একজায়গায় জড়ো করা আছে।
বিশদ

17th  November, 2024
ট্রাম্পের আমেরিকা
মৃণালকান্তি দাস

‘ইফ হি উইনস’, এই শিরোনামেই টাইম ম্যাগাজিন গত মে মাসে সংখ্যা প্রকাশ করেছিল। সেই সংখ্যায় সাংবাদিক এরিক কোর্টেলেসা জানিয়ে দিয়েছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পথে বহুযোজন এগিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশদ

10th  November, 2024
ভাইজানের বিপদ
সমৃদ্ধ দত্ত

এই গ্রুপটাকে সবাই একটু ভয় পায়। কলেজের মধ্যে এই চারজন সর্বদাই একসঙ্গে থাকে। পাঞ্জাব ইউনিভার্সিটির ক্যান্টিনে চলে আসে দুপুর গড়াতেই। আর সেখানেই তাদের ঘোরাফেরা সবথেকে বেশি। হুড খোলা একটা মাহিন্দ্রা জিপ চালায় যে, তার আসল নাম বলকারান ব্রার। বিশদ

03rd  November, 2024
কাজীর কালীবন্দনা
সায়ন্তন মজুমদার

ভয়ে হোক বা ভক্তিতে, মা কালীর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। যে কারণে কেরেস্তানি কবিয়াল অ্যান্টনি ফিরিঙ্গি সাহেবের লেখা পদেও ‘শ্যামা সর্বনাশী’কে পাওয়া যায়, শোনা যায় ‘জয় কালীর ডঙ্কা’। আবার ত্রিপুরার নারায়ণপুরের মৃজা হুসেন আলিকে জয় কালীর নামে যমকেও তাচ্ছিল্য করতে দেখি। বিশদ

27th  October, 2024
শুভ বিজয়া
কৌশিক মজুমদার 

বিজয়ার থেকেই ধীরে ধীরে দিনগুলো, রাতগুলো কেমন অদ্ভুত ঝিমধরা ক্লান্ত লাগে। প্রতি মুহূর্তে মনে হয় যেন এবার আরও অনেক কিছু করার ছিল, জীবনপাত্র উছলিয়া ভরার ছিল। ভরা হল না।  বিশদ

20th  October, 2024
শ্রী শ্রী দুর্গা সহায়
সোমা চক্রবর্তী

১৯৮৬। তখন প্রাইমারি স্কুলে পড়ি। ছুটিতে দু’বেলা আর অন্যান্য দিন সন্ধ্যায় পড়তে বসা— এই ছিল রোজের রুটিন। পুজোর অপেক্ষায় থাকতাম সারা বছর। কারণ, আমাদের বাড়িতে নিয়ম ষষ্ঠী থেকে নবমী বই ছোঁয়া যাবে না। দশমীর দিন যাত্রা করে আবার পড়া শুরু। বিশদ

20th  October, 2024
নানা রঙের দশভুজা
দেবযানী বসু 

মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা! বেদ, পুরাণ, তন্ত্র, মহাকাব্য—সর্বত্র তাঁর মহিমার জয়গান। মতভেদও কম নেই। আর তা শুধু আবির্ভাব নয়, গাত্রবর্ণ নিয়েও। বেদ-পুরাণের বর্ণনায় দেবী গৌরবর্ণা, স্বর্ণবর্ণা, পীতবর্ণা, অতসীবর্ণা। বিশদ

06th  October, 2024
পুজোর টানে ফেরা
সুকান্ত ঘোষ

মহালয়ার ভোর। ঘুম থেকে উঠেই ঘরে চালিয়ে দিয়েছি ‘বীরেনবাবু স্পেশাল’। বেশ জোরে। খানিক পরেই দরজায় টোকা। খুলতেই দেখি, আমার ডানপাশের ঘরের জোসেফ ও বাঁ পাশের ঘর থেকে ফাউস্টো ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে। ঘরে ঢুকল দু’জনে। বিশদ

29th  September, 2024
একনজরে
ইসলামপুর পুলিস জেলায় ভিআইপিদের নিরাপত্তায় যাতে গাফিলতি না হয়, সেদিকে কড়া নজর দিয়েছে জেলা পুলিস। মালদহের তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের পর ইসলামপুরে নড়েচড়ে বসেছে পুলিস ও প্রশাসন। পুলিস যাদের নিরাপত্তারক্ষী দিয়েছে, তাদের সতর্ক করে মেসেজ পাঠানো হচ্ছে। ...

ঘাটাল শহরে কতগুলি টোটো চলে তার পরিসংখ্যান  জোগাড় করতে  শুরু করছে ঘাটাল পুরসভা। তারা ক্যাম্প করে টোটো চালকদের থেকে নথিও সংগ্রহ করতে শুরু করেছে। চেয়ারম্যান তুহিনকান্তি বেরা বলেন, ‘জেলাশাসকের নির্দেশেই আমরা পুর এলাকায় কতগুলি টোটো চলে তার পরিসংখ্যান জোগাড় করতে ...

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রির সৎসঙ্গে বিশৃঙ্খলা। প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলির জেরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হল। শনিবার অনুষ্ঠানে যোগ দিয়ে বাগেশ্বর ধামের পীঠাধিশ্বর ধীরেন্দ্র শাস্ত্রি বলেন, তিনি ভক্তদের ‘বিভূতি’ প্রদান করবেন। ...

শনিবার ব্রেইল পদ্ধতির আবিষ্কারক লুই ব্রেইলের ২১৫তম জন্মদিন। সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক ব্রেইল দিবস হিসেবে পালন হয়। এদিন উলুবেড়িয়ার জগৎপুরের আনন্দ ভবন ডেফ এন্ড ব্লাইন্ড স্কুলে দিনটি পালন হয়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৫৯২: মুঘল সম্রাট শাহজাহানের জন্ম
১৬৯১: ইউরোপে সর্বপ্রথম কাগুজে মুদ্রা ছাপানো হয়
১৯১৯: জার্মান ওয়াকার্স পার্টি (পরে যা নাৎসি পার্টি নামে খ্যাত হয়)-র জন্ম
১৯৪০: এফ এম রেডিও-র প্রদর্শন হয় ফেডারেল কমিউনিকেশনস কমিশনে
১৮৬৭: জোড়াসাঁকো ঠাকুরবাড়ীতে জোড়াসাঁকো থিয়েটার এর উদ্বোধন করা হয়
১৯০২ - গওহর জানের কণ্ঠের গান দিয়ে কলকাতায় প্রথম গ্রামোফোন কোম্পানি রেকর্ড করা শুরু করে
১৯২২: কাজী নজরুল ইসলাম-এর বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়
১৯২৮: প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর জন্ম
১৯৩৪: কলকাতার ইডেন গার্ডেনে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ক্রিকেট শুরু হয়
১৯৩৪: কলকাতায় ভয়াবহ হিন্দু-মুসলমান দাঙ্গা বাঁধে
১৯৪১: ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির জন্ম
১৯৫২: পতৌদির অষ্টম নবাব ও ভারতীয় ক্রিকেটার ইফতিখার আলি খান পতৌদির মৃত্যু
১৯৬৮: সাবেক চেকোশ্লোভাকিয়ায় ক্ষমতায় আসেন আলেকজান্ডার দুবচেক, ‘প্রাগ বসন্ত’র সূচনা হয়
১৯৭১: প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত। এতে অংশ গ্রহণ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
১৯৭৩: অভিনেতা উদয় চোপড়ার জন্ম
১৯৮৬: অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্ম
২০১৩: বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৪.৯৩ টাকা ৮৬.৬৭ টাকা
পাউন্ড ১০৪.৭২ টাকা ১০৮.৪৪ টাকা
ইউরো ৮৬.৮১ টাকা ৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৭,৩০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৭,৭০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৩,৮০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২১ পৌষ, ১৪৩১, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫। ষষ্ঠী ৩৪/৪৫ রাত্রি ৮/১৬। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ৩৪/৫০ রাত্রি ৮/১৮। সূর্যোদয় ৬/২১/৫৮, সূর্যাস্ত ৫/২/২। অমৃতযোগ দিবা ৭/৪ গতে ৯/১২ মধ্যে পুনঃ ১২/৪ গতে ২/৫৫ মধ্যে। রাত্রি ৭/৪২ গতে ৯/২৯ মধ্যে পুনঃ ১২/৮ গতে ১/৫৫ মধ্যে পুনঃ ২/৪৮ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩৮ গতে ৪/২০ মধ্যে। বারবেলা ১০/২১ গতে ১/১ মধ্যে। কালরাত্রি ১/২১ গতে ৩/২ মধ্যে।
২০ পৌষ, ১৪৩১, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫। ষষ্ঠী রাত্রি ৮/৫৬। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রাত্রি ৯/২৯। সূর্যোদয় ৬/২৪, সূর্যাস্ত ৫/২। অমৃতযোগ দিবা ৭/৫ গতে ৯/১৩ মধ্যে ও ১২/৩ গতে ২/৫৪ মধ্যে এবং রাত্রি ৭/৪২ গতে ৯/২৮ মধ্যে ও ১২/৯ গতে ১/৫৫ মধ্যে ও ২/৪৯ গতে ৬/২৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/৩৬ গতে ৪/১৯ মধ্যে। বারবেলা ১০/২৩ গতে ১/৩ মধ্যেো। কালরাত্রি ১/২৩ গতে ৩/৪ মধ্যে। 
৪ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
শহরের আবহাওয়ার হাল-চাল
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ফের রাজ্যে উধাও শীতের আমেজ। একধাক্কায় অনেকটাই ...বিশদ

11:54:02 AM

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে একটি গুরুদ্বারে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব

11:48:00 AM

মালদহে তৃণমূল নেতাকে হত্যা: মূল দুই অভিযুক্তের সন্ধান দিলেই মিলবে পুরস্কার
মালদহে তৃণমূল নেতা বাবলা সরকারকে খুনের ঘটনায় অভিযুক্তদের সন্ধান দিলেই ...বিশদ

11:43:11 AM

ছত্তিশগড়ের বস্তারে ৪ মাওবাদী নিকেশ, শহিদ এক জওয়ান

11:35:06 AM

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টের ঘটনা: হায়দরাবাদে চিক্কাডপল্লি থানা থেকে বেরিয়ে গেলেন অভিনেতা অল্লু অর্জুন

11:17:00 AM

পাসপোর্ট কাণ্ড: নজরে সিকিউরিটি কন্ট্রোলের এক কনস্টেবল
পাসপোর্ট কাণ্ডে এবার নজরে সিকিউরিটি কন্ট্রোলের এক কনস্টেবল। ধৃত সাব ...বিশদ

11:14:00 AM