কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
স্কুল সূত্রে জানা গিয়েছে, ব্রিটিশ আমলে এলাকায় প্রাথমিক শিক্ষা শুরু করার উদ্যোগ নেওয়া হয়। সেই সময় বেচারাম ভট্টাচার্য বড় ডোঙ্গল হাই স্কুলের বোর্ডিংয়ের পাশে দু’টি কক্ষ বিশিষ্ট ঘরে পঠন পাঠন শুরুর উদ্যোগ নেন। কিন্তু, পরে নানা অসুবিধার মধ্যে পড়তে হয়। সেই সময় স্বাধীনতা সংগ্রামী নরেন্দ্রনাথ হাজরা প্রাথমিক বিদ্যালয় গড়তে জমি দেন। তারসঙ্গে স্কুল ঘর নির্মাণে উদ্যোগ নেন। ১৯৫০ সালে সেই স্কুল প্রতিষ্ঠিত হয়। নরেন্দ্রনাথবাবু ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরামবাগের গান্ধী প্রফুল্ল চন্দ্র সেনের ছায়াসঙ্গী। সেই থেকেই প্রাথমিক বিদ্যালয় চলে আসছে। এবার তার ৭৫ বছর পূর্তি হল। এদিন প্রাক্তনীদের নিয়ে পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক অষ্টলোচন ধাড়া বলেন, আমাদের স্কুলে এখন প্রায় ১৫০ জন পড়ুয়া। ছ’জন শিক্ষক রয়েছেন। স্কুলের ইতিহাস ছাত্রছাত্রীদের জানানো হয়। তবে মিড ডে মিলের ডাইনিং হল না থাকায় সমস্যা পড়তে হয়। পড়ুয়াদের ক্লাস রুমেই খাওয়াতে হয়। আবার তা পরিষ্কার করে পঠনপাঠন করাই। অতিরিক্ত একটি শ্রেণি কক্ষেরও প্রয়োজন। এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
প্ল্যাটিনাম জয়ন্তী পূর্তির উৎসব কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চক্রবর্তী, সৌমেন হাজরা বলেন, আমাদের এই স্কুল আবেগের। এই স্কুলে পড়েই বহু প্রাক্তন ছাত্রছাত্রী জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই মর্যাদা সহকারে প্ল্যাটিনাম জয়ন্তী ও পুনর্মিলন উৎসব পালন করা হচ্ছে। প্রাক্তনীরা অনেকেই তাতে যোগ দিয়েছেন। স্কুল জীবনের স্মৃতিচারণও করছেন।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন স্কুলের নতুন একটি গেটের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শিশু সাহিত্যিক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণ চন্দ্র সাঁতরা, সালেপুর-২ এর প্রধান তথা পুনর্মিলন উৎসব কমিটির সভাপতি শেফালি সর্দার সহ অনেকেই। অনুষ্ঠানে স্মারক পত্রিকা, দেওয়াল পত্রিকার উদ্বোধন হয়। তারসঙ্গে ছাত্রছাত্রীদের হাতের কাজ, ছবি প্রভৃতি নিয়ে তৈরি প্রদর্শনী কক্ষের উদ্বোধনও হয়। এদিন পড়ুয়াদের নিয়ে ক্যুইজ, নাটক, বাউল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ রবিবারও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্ল্যাটিনাম জয়ন্তী পালিত হবে। তারসঙ্গে ম্যাজিক শো, স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা সভার আয়োজনও করেছে কর্তৃপক্ষ। আজও থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।