কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
খাতড়া মহকুমার এক পুলিস আধিকারিক বলেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। রাস্তার পাশে নরম মাটিতে সামনের চাকা নেমে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে চালক আমাদের জানিয়েছেন। তবে দুর্ঘটনার আগের মুহূর্তে বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করছিল বলে আমরা জানতে পেরেছি। সেই সময় মাত্রাতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের জন্য পুলিস চা, জল, টিফিনের ব্যবস্থা করে। জানা গিয়েছে, শুক্রবার মাঝরাতে ৬৫জন পর্যটককে নিয়ে বাসটি কলকাতার কসবা এলাকা থেকে মুকুটমণিপুরের উদ্দেশে রওনা দেয়। একটি সংস্থার কর্মীরা সদলবলে মুটমণিপুর বেড়াতে আসছিলেন। তাঁদের পিকনিক করার কথা ছিল। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ বাসটি বাগডিহার কাছে পৌঁছনোর পর দুর্ঘটনার কবলে পড়ে। ওইসময় বাসে সওয়ার অধিকাংশ পর্যটক ঘুমিয়ে ছিল। মাঝপথে বাসটি বিকট শব্দে উল্টে যায়। পাল্টি খেয়ে বাসটি রাস্তার বাঁ পাশের মাঠে উল্টে যায়। আশপাশের গ্রামের বাসিন্দারা শব্দ শুনে ছুটে আসেন। খবর পেয়ে ইন্দপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত জখম পর্যটকদের উদ্ধার করে স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসটির এক পর্যটক বলেন, ঘুমন্ত অবস্থাতেই আমরা দুর্ঘটনায় পড়ি। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে একে অন্যের ঘাড়ের উপর গিয়ে সকলে পড়ে। আমরা কার্যত ব্যাগপত্রের নীচে চাপা পড়ে যাই। পুলিস কর্মী ও স্থানীয়রা উদ্ধার করে জখমদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এদিন আমরা আর মুকুটমণিপুর যাইনি। দুর্ঘটনাস্থলের কাছাকাছি রান্নাবান্না করে দিনের খাওয়া সারি। পরে সকলকে নিয়ে কলকাতা ফিরে যাওয়া হবে। ট্রাভেল এজেন্সি বিকল্প বাসের ব্যবস্থা করে। সেই বাসেই কলকাতা যাব।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে রয়েছে। ভরা পর্যটনের মরশুমেও মুকুটমণিপুর, সুতান, ঝিলিমিলির মতো উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রে যাওয়ার ওই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হচ্ছে না বলে অভিযোগ। খানাখন্দে ভরা ওই রাস্তার বেহাল দশা নিয়ে সম্প্রতি ‘বর্তমান’ পত্রিকায় খবর প্রকাশিত হয়। সেখানে দুর্ঘটনার আশঙ্কার কথা পর্যটক ও স্থানীয় বাসিন্দারা জানান। রাস্তা সংস্কারে উদ্যোগী হবেন বলে খাতড়ার মহকুমা শাসক শুভম মৌর্য আশ্বাস দিয়েছেন। - নিজস্ব চিত্র