কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
শাহিবাবাদ থেকে দিল্লির নিউ অশোক নগর—১৩ কিলোমিটার এই মেট্রো নেটওয়ার্কের জন্য খরচ হয়েছে ৪,৬০০ কোটি টাকা। একইসঙ্গে রিঠালা থেকে কুণ্ডলী পর্যন্ত নতুন মেট্রো লাইন, রোহিনীতে আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রের মতো মোট ১২ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন মোদি। দিল্লির রোহিনীতে এদিনে সভায় তিনি আরও বলেন, ভারত মণ্ডপম, যশভূমি, কর্তব্যপথের মতো দর্শনীয় স্থান কেন্দ্র তৈরি করে দিয়েছে। আপ সরকারকে ‘আপদা’ অর্থাৎ বিপর্যয়ের সরকার বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। তুললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রাসাদোপম বাংলোর প্রসঙ্গও। যাকে ‘শিশমহল’ বলে তকমা দিয়েছেন মোদি।
যদিও চুপ থাকেনি আম আদমি পার্টিও। মোদিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কেজরিওয়াল ও তাঁর সঙ্গীরা। এদিন সাংবাদিক বৈঠকে আপ সুপ্রিমো বলেন, ‘নির্বাচনী সভায় ৩৮ মিনিটের মধ্যে ২৯ মিনিটই আম আদমি পার্টি ও আমার সমালোচনা করেছেন মোদি। কিন্তু একবারের জন্য বললেন না কবে হবে দিল্লির জমি সংস্কার? নিজেদের নামে কবে জমি পাবে দিল্লির গ্রামের কৃষকরা। দিল্লি ডেভলপমেন্ট অথরিটি লোকের জমি নিয়ে বিকল্প জমি দেওয়ার কথা বলেও এখনও দেয়নি। দিল্লি মাস্টার প্ল্যান ২০৪১ নিয়ে কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হল না?’ একইভাবে দিল্লির মুখ্যমন্ত্রী আতীশীর মন্তব্য, ‘শাহিবাবাদ থেকে নিউ অশোক নগর মেট্রো প্রকল্পে দিল্লির সরকারও খরচ করেছে। বিষয়টি মোটেই একা কেন্দ্রের কৃতিত্ব নয়।’ তোপ দেগেছেন আপ সাংসদ সঞ্জয় সিংও। বলেন, ‘কেজরিওয়ালের বাংলোকে শিশমহল বলে কটাক্ষ করছেন মোদিজি। কিন্তু দিল্লিতে যে ২,৭০০ কোটি টাকা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি হচ্ছে, সে কথা তো বলছেন না।’