কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
গোরেওয়াড়া প্রজেক্ট ডিভিশনাল ম্যানেজার এস এস ভাগবত জানিয়েছেন, বারবার লোকালয়ে ঢুকে পড়ায় গত ডিসেম্বরে চন্দ্রপুর থেকে লেপার্ড ও বাঘগুলিকে এই সেন্টারে পাঠানো হয়েছিল। এক সপ্তাহের মধ্যেই ফ্লুয়ের একাধিক উপসর্গ দেখা দেয়। গত সপ্তাহে ওই পশুগুলি প্রাণ হারিয়েছে। তারপরই তাদের নমুনা ভোপালের আইসিএআর - ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিসেসে পাঠানো হয়েছিল। সেখানেই মৃত বন্যপ্রাণীদের দেহে এইচ৫এন১ ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের খাঁচাকে আগুন দিয়ে পুড়িয়ে জীবাণুমুক্ত করা হয়েছে।