কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
শনিবারই হরিয়ানার তোহানায় মেগা কিষান পঞ্চায়েতের আয়োজন করেছিল সংযুক্ত কিষান মোর্চা। সেই সমাবেশে সর্বভারতীয় কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেছেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই নির্বাচিত হয়ে কেন্দ্রে ক্ষমতায় বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে গণতন্ত্র মেনে চলতেই হবে। নাহলে জনগণ অন্য কথা বলবে। দেশের কৃষক-খেতমজুররা মোদি সরকারকে ছেড়ে কথা বলবেন না। আগামী ৯ জানুয়ারি ফের হরিয়ানা এহং পাঞ্জাবে কিষান মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে।