কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
কী করতেন ওই যুবক? ডেটিং অ্যাপে ব্রাজিলীয় এক মডেলের ছবি ব্যবহার করে প্রথম কাজ তরুণীদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো। তাঁর নিশানা ছিল ১৮ থেকে ৩০ বছরের মেয়েরা। প্রথমে বন্ধুত্ব থেকে পরে ঘনিষ্ঠতা। তারপর সেই সব তরুণীদের কাছ থেকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও চেয়ে পাঠাতেন তুষার। তারপরই শুরু হতো ব্ল্যাকমেল। সোশ্যাল মিডিয়া বা ডার্ক ওয়েবে সেই ছবি, ভিডিও পোস্ট করার ভয় দেখিয়ে চলত ব্ল্যাকমেল। এইভাবেই বাম্বল অ্যাপে ৫০০ মহিলা ও স্ন্যাপচ্যাটে ২০০ জন তুষারের প্রতারণার শিকার হয়েছেন। তবে দিল্লির এক তরুণীর সূত্রেই পুলিসের জালে জড়াল এই অভিযুক্ত।