কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
ময়নাগুড়ি জল্পেশ মোড় এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সেনের স্ত্রী পম্পি সেন সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার সময় মোবাইল হারিয়ে ফেলেন। মোবাইল খুঁজে না পাওয়ায় বিশ্বজিতের এক বন্ধু সেই মোবাইলে ফোন করেন। অপরদিক থেকে এক তরুণ ফোনে জানায়, মোবাইল তার কাছে রয়েছে। মোবাইল নিতে হলে পাঁচহাজার টাকা দিতে হবে। এরপরই বিশ্বজিত্ থানায় অভিযোগ দায়ের করেন। তরুণকে ধরতে ফিল্মি কায়দায় অভিযান করে পুলিস। প্ল্যান মাফিক বিশ্বজিত্ তার বন্ধুকে বাইকে চাপিয়ে আগে আগে যান। ওই কলেজ ছাত্রকে ফোন নিয়ে নির্দিষ্ট জায়গায় আসতে বলেন। সেই সঙ্গে চলতে থাকে নম্বরের লোকেশন ট্র্যাক। সেখানে পৌঁছে আড়ালে লুকিয়ে থাকে সাদা পোশাকের পুলিস। টাকা পাওয়ার লোভে তরুণও ঘটনাস্থলে আসে। মোবাইল মালিক টাকা নিয়ে এগিয়ে গেলে সামনে আসে সে। তখনই পুলিস হাতেনাতে তাকে আটক করে ফেলে। অভিযুক্ত পুলিসকে জানায়, মোবাইলটি সে কুড়িয়ে পেয়েছে। যদিও টাকা চাওয়ার অভিযোগ সে স্বীকার করেছে।
আইসি সুবল ঘোষ বলেন, মোবাইল হারিয়ে যাওয়ার একটি অভিযোগ আসে। অভিযুক্তকে আটক করা হয়েছিল। সঠিক কাগজপত্র দেখে বিশ্বজিতের হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে। জনসাধারণের উদ্দেশ্যে জানাচ্ছি, কেউ হারানো জিনিস পেলে অবশ্যই থানায় জমা করবেন।