Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

আমার দুঃখিনী বর্ণমালা...
পদ্মশ্রী ধনীরাম টোটো

স্বাধীনতার পর থেকে এপর্যন্ত দেশজুড়ে অবলুপ্ত অন্তত শখানেক ভাষা-উপভাষা। সঙ্কটের মুখে আরও ৩০টি। যে কোনও দিন হারিয়ে যেতে পারে তারা। সেগুলির মধ্যে অন্যতম আমার মাতৃভাষা, টোটো। মাত্র হাজার দেড়েক মানুষের কথা বলার মাধ্যম।

মাদারিহাট ব্লক সদর থেকে ২২ কিলোমিটার দূরে আমাদের গ্রাম। জঙ্গল, চা বাগান, বনবস্তি, নদী ও পাহাড়ি ঝোরা দিয়ে ঘেরা। হাজার দেড়েক বাসিন্দা। প্রত্যেকেই টোটো ভাষায় কথা বলি। কিন্তু পড়াশোনা বা লেখালিখি সবই হয় বাংলায়। আমার বাবা ও মা কেউই পড়াশোনা জানতেন না। কিন্তু পড়াশোনার গুরুত্বটা বুঝতেন। বাবা সর্বদা আমাদের ভাই-বোনদের বলতেন, ‘তোমরা কেউ এক জন অন্তত পড়াশোনা করো’। আমার এক দিদির পড়াশোনা দ্বিতীয় শ্রেণিতেই শেষ হয়ে যায়। তবে আমি পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। প্রাথমিকে বাংলা মাধ্যম স্কুলে ভর্তি হয়েছিলাম। বাংলা বুঝতে খুব একটা পারতাম না। তবু জেদ ছিল, পড়বই। তার জন্য শেষপর্যন্ত টোটোপাড়া ছেড়ে যেতে হয়। কোচবিহারের জোড়াই-রামপুরে গিয়ে পঞ্চম শ্রেণিতে ভর্তি হই। সেখানে আর এক সমস্যা। রাজবংশী ভাষা পড়তে হয়। তখনও বাংলাটাই ভালোভাবে রপ্ত করতে পারিনি। কিন্তু বিরাট অসুবিধা হয়নি। ওখান থেকে মাধ্যমিকও পাশ করি। তবে রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে।
দিনহাটার জমাদারবসে ২২ জন ছাত্রকে ২৫০ গ্রাম ডাল ভাগাভাগি করে খেতে হত। দিনে চারটে রুটি পাওয়া যেত, সেটাও খুব পাতলা। ২ কেজি সব্জি ২২ জন ছাত্র মিলে খেতাম চাটনির মতো করে। আর ছোটো শালিমার নারকেল তেলের কৌটোর মতো এক কৌটা চালের ভাত। তাতে পেট ভরতো না। মাধ্যমিকের নিয়মতিভাবে পড়াশোনা আর সম্ভব হয়নি। কাজের খোঁজে নামতে হয়। ঠিক সেই সময়ই কবি শামসুর রহমানের লেখা রুনা লায়লার এই একটি গান ওলটপালট করে দেয় আমার গোটা জীবনের গতিপথ। নাহ্‌, পুরো গানটা নয়। স্রেফ কয়েকটা লাইন...
‘ফসলের মাঠে, মেঘনার তীরে
ধূ ধূ বালুচরে, পাখিদের নীড়ে
তুমি আমি গাই গানের বর্ণমালা।’
ভুটানের তাদিং পাহাড়ের পাদদেশের আর পাঁচটা লোকের মতো আমারও ছোটবেলা থেকে রেডিও শোনার ভীষণ নেশা। কত যে গল্প, গান, শ্রুতিনাটক শুনেছি, ইয়ত্তা নেই। কিন্তু রুনা লায়লার গানের ‘বর্ণমালা’ শব্দটি আমাকে কেমন যেন পাগল করে দিয়েছিল। মনের ভিতরে খচ খচ করতে শুরু করেছিল—সকলের বর্ণমালা রয়েছে, তাহলে আমাদের, টোটোদেরই বা থাকবে না কেন? বারবার মনে হতে শুরু করে, আমাদেরও তো মাতৃভাষা আছে। কিন্তু সেই ভাষার অক্ষর কোথায়? বর্ণমালা ছাড়া আমরা বাঁচব কীভাবে? অন্য ভাষার হরফ দিয়ে মনের ভাব প্রকাশ করতে করতে আমাদের মাতৃভাষাটাই হারিয়ে যাবে না তো? অন্যরা এই সমস্যাটা বুঝত না। কিন্তু আমাকে অস্থির করে তুলেছিল এই ভাবনা। তা থেকেই এক নতুন পথচলার শুরু।
রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের কাজের ফাঁকে ফাঁকে চলল অসম লড়াই, ভাষাকে প্রতিষ্ঠার। টোটো ভাষার বর্ণমালা তৈরির। পথচলা যে খুব সহজ হবে না, তা জানতাম। তবে শুরু করার পর বুঝলাম, যতটা ভেবেছিলাম, এ কাজ তার চেয়েও কঠিন। কষ্টসাধ্য। কিন্তু পিছু হটার প্রশ্নই নেই। ২০০৫ সাল থেকে ধীরে ধীরে শুরু করলাম কাজ। প্রথম ছ’মাস বহু কষ্ট করতে হয়েছে। টোটো ভাষার ‘ফোনেটিক সাউন্ড’ ধরেছিলাম। তা দিয়েই আমাদের বর্ণমালা তৈরি প্রস্তুতি একটু একটু করে শুরু হয়।
এই সময়েই টোটোপাড়ায় বেড়াতে আসেন সামার ইনস্টিটিউট অব লিঙ্গুয়েস্টের অস্ট্রেলিয়ান ভাষাবিদ টোবি অ্যান্ডারসন। এখান নৈসর্গিক দৃশ্যে মুগ্ধ হয়েছিলেন। ঘোরার ফাঁকে ফাঁকে তাঁর সঙ্গে আলাপ জমে যায়। সেই সময়েই অ্যান্ডারসন সাহেবকে জানাই আমাদের মাতৃভাষার বর্ণমালা তৈরির বহু দিনের বাসনার কথা। আসলে ভাষা সংক্রান্ত কোনও প্রশিক্ষণ না থাকায় ধ্বনির সঙ্গে শব্দ মেলাতে এবং সেই অনুযায়ী লিপি তৈরি করতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। সেকথাও জানাই প্রখ্যাত সেই ভাষাবিদকে। সব শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দু’বার ভাবেননি তিনি। শুরু হল লিপি তৈরির কর্মযজ্ঞ। একটা সময়ের দেশে ফিরে যান টোবি। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। নিয়মিত ফোনে কথা হতো। বর্ণমালার এডিটিং ও চিত্রগ্রাফির কাজে প্রচুর সাহায্য করেন তিনি। দীর্ঘদিনের পরিশ্রমের পর ২০১৫ সালে তৈরি হল আমাদের মাতৃভাষার বর্ণমালা।
মোট ৩৬টি বর্ণ বা অক্ষর। তার মধ্যে ব্যঞ্জনবর্ণের সংখ্যাই সবচেয়ে বেশি। তা দিয়ে ইতিমধ্যে তিনশো শব্দ তৈরি করেছি। আনুষ্ঠানিকভাবে এই বর্ণমালা প্রকাশিত হয় ২০১৫ সালের ২২ মে। আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে আইএসও কোড-ও পেয়েছে টোটো লিপি। পরে মাতৃভাষার শব্দ, ধ্বনি ও শব্দের বিবর্তন নিয়েও বেশ কিছু কাজ হয়েছে। শব্দভাণ্ডারের সম্পাদনাও করা হয়েছে।
অনেক কিছুই হয়েছে। কিন্তু এখনও প্রথাগতভাবে টোটো ভাষা পড়ানো শুরু হয়নি না। অনেক কিছুই হয়েছে। কিন্তু এখনও প্রথাগতভাবে টোটো ভাষা পড়ানো শুরু হয়নি। কিন্তু আমি আশাবাদী। অনেকেই বলেন, টোটো শিখে কী হবে? কী হবে, সেটা বড় কথা নয়। এখন তো ইংরেজি জেনেও তেমন চাকরি পাচ্ছে না নতুন প্রজন্ম। মাতৃভাষা শিখে টোটোরা চাকরি পাবে কি না, সেটাও আমার জানা নেই। কিন্তু এটা আমাদের বেঁচে থাকার মাধ্যম। নিজেদের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার তাগিদ থেকে যতটুকু পেরেছি, করেছি।
পদ্মশ্রী পাওয়ার খবর যখন পেলাম, বাড়ির উঠোনে বসে শিশুর মতো হাউ হাউ করে কেঁদেছি। এটা তো টোটো সমাজের জয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরকারের কাছে আর দু’টো জিনিস চাই—টোটোদের বর্ণমালার স্বীকৃতি আর টোটো জনজাতির উন্নতি! জীবদ্দশায় তা দেখে যেতে পারলে, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বেঁচে থাক আমার মাতৃভাষা। তার অস্তিত্ব যেন কোনওদিন লুপ্ত না হয়।
 গ্রাফিক্স : সোমনাথ পাল
 সহযোগিতায় : উজ্জ্বল দাস
 
19th  February, 2023
স্বাধীনতার পথ

৭৯ বছর আগে আজকের দিনেই মূল ভারতীয় ভূখণ্ডে প্রথম পা রাখে নেতাজির আজাদ হিন্দ ফৌজ। রোমাঞ্চকর সেই অভিযানের কাহিনি তুলে ধরলেন সমৃদ্ধ দত্ত বিশদ

19th  March, 2023
রূপকথার জন্ম

চতুর্দিকে যেন একটা সমুদ্রের গর্জন চলছে। স্লোগানে, আবেগে আর জয়ধ্বনিতে মুখরিত এয়ারপোর্ট চত্বর। কর্নেল প্রেম সেহগলের কানে আসছে কিছু বিক্ষিপ্ত উচ্চকিত মন্তব্য। এসেছেন... এসেছেন... আর চিন্তা নেই... এবার আমাদের অপেক্ষার দিন শেষ...। বিশদ

19th  March, 2023
ইউএফও রহস্য

পোর্টসমাউথের বেটি-বার্নি, নিমিটজের পাইলট বা পেন্টাগন—সকলেই প্রত্যক্ষ করেছে ইউএফওদের। তাও সংশয় কাটে না। প্রশ্ন ওঠে, এ বিশ্বে ভিনগ্রহীদের উঁকিঝুঁকি কেন স্পর্শকাতর সামরিক ঘাঁটিগুলির আশপাশে? মানুষের প্রতিরোধের বহর মাপতেই কি ঘনঘন আগমন তাদের? নাকি কোনও অরূপরতনের খোঁজ মিলেছে? উত্তর খুঁজলেন মৃন্ময় চন্দ।
বিশদ

12th  March, 2023
ভারতের 
অজানা উড়ন্ত বস্তুরা
সৌম্য নিয়োগী

১৯৫৭। স্বাধীনতা সবে ১০ বছরে পা দিয়েছে। মানভূম তখনও পুরোপুরি বিহারে। খনিসমৃদ্ধ অঞ্চল। মূলত বাঙালিদেরই দাপট চলে। গণ্ডগ্রাম কাটোরিও তার ব্যতিক্রম নয়। গ্রাম থেকে খানিক দূরে রয়েছে অভ্রের খনি। সেটির মালিক ঘোষবাবুকে গ্রামের প্রায় কেউই দেখেননি। কলকাতায় থাকেন। বিশদ

12th  March, 2023
মধুর বসন্ত এসেছে
ডঃ পূর্বা সেনগুপ্ত

‘পঞ্চশর তোমারই এ পরাজয় জাগো জাগো অতনু’—চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের এই লাইন সকলেরই মনে আছে। কামদেবের আরাধনা করে নিজের মধ্যে রূপান্তর এনেছিলেন মণিপুর নৃপ দুহিতা চিত্রাঙ্গদা। কুরূপা থেকে হয়ে উঠেছিলেন সুরূপা। কামদেবকে আরাধনার দিন হল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। বিশদ

05th  March, 2023
বাবু কলকাতার রঙের উৎসব
সন্দীপন বিশ্বাস

ঊনবিংশ শতকে বাবু সংস্কৃতির কলকাতায় রং লেগে থাকত সারা বছর। চুনোট ধুতি পরা বাবুদের মৌতাতের রংয়ে কী আর খামতি ছিল? ঘুড়ির লড়াই, বেড়ালের বিয়ে, বুলবুলির লড়াই থেকে পায়রা ওড়ানো, বাঈ নাচ, বাগানবাড়ি, এসব ঘিরেই বাবু জীবনে অষ্টপ্রহর লেগে থাকত মৌতাতের রং। বিশদ

05th  March, 2023
কৃষ্ণপ্রেমের রঙে মাতোয়ারা জীবন
মাধব মুরারি দাস

(মিখাইল মেশানিন)

কুয়াশা কাটছে। বসন্তের আলো ফুটছে ধীরে ধীরে। মন্দির চত্বরে ভারতীয়দের পাশাপাশি ভিড় জমিয়েছেন বিদেশি ভক্তরাও। এবার একাধিক দলে ভাগ হয়ে বিভিন্ন দিকে বের হবে মিছিল। নগর পরিক্রমার প্রস্তুতি চলছে। খোল-করতালের সুর মিশছে আকাশ-বাতাসে। বিশদ

05th  March, 2023
নস্টালজিয়ার ১৫০
হরিপদ ভৌমিক

পালকির যুগে কলকাতার পুলিস পালকি বেহারাদের উপর কিছু নতুন নিয়ম চালু করলে, প্রতিবাদে তারা ধর্মঘট করে কলকাতাকে অচল করে দিয়েছিল। ১৮২৭ সালের এই ধর্মঘট ভারতবর্ষের প্রথম ধর্মঘট। এই সময় ব্রাউনলো নামে এক সাহেব নিজের পালকির ডান্ডা দু’টি খুলে নিয়ে, তলায় চারটি চাকা লাগিয়ে এক ঘোড়ায় টানা ঘোড়ার গাড়ি বানিয়ে ফেললেন। তাঁর নামেই এই গাড়ি নাম হয় ‘ব্রাউন বেরি’ গাড়ি। এই সময় থেকে কলকাতায় ঘোড়ার গাড়ির যুগের সূচনা!
  বিশদ

26th  February, 2023
ট্রাম যাপন
স্বপ্নময় চক্রবর্তী

তখন আমি হয়তো বা কেলাস থ্রি। পেটকাটি-মুখপোড়া-মাছরাঙা ঘুড়ি। থাকি ভাড়া বাড়িতে। গ্যালিফ স্ট্রিট ট্রাম ডিপো এবং বাগবাজার ট্রাম ডিপোর মাঝামাঝি একটা জায়গায়। আমার ঘুড়ি গুরু-ডাংগুলি গুরু টুটলেও থাকে আমাদের ভাড়া বাড়িতেই, অন্য ঘরে। বিশদ

26th  February, 2023
একুশে   ফেব্রুয়ারি
সমৃদ্ধ দত্ত

একটা কথা স্পষ্ট করে বলছি শুনুন। পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে ঊর্দু। অন্য কোনও ভাষা নয়। এই নিয়ে কেউ যদি আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, তাহলে বুঝবেন সে রাষ্ট্রের শত্রু। একটিমাত্র রাষ্ট্রভাষা ছাড়া কোনও জাতির পক্ষে একই সূত্রে গ্রোথিত হয়ে পারস্পরিক সমন্বয় সাধন করা সম্ভব নয়। বিশদ

19th  February, 2023
তপ্ত তাওয়াং
মৃন্ময় চন্দ

‘সালামি স্লাইসিং’ কায়দায় গভীর রাতে অরুণাচলের ‘ইয়াংসে’কেই কেন বারবার টার্গেট করছে চীন? বাষট্টির ‘নুরানাং যুদ্ধে’ যশবন্ত-সেলা-নুরার অবিশ্বাস্য প্রতিরোধকে চূর্ণ করেও তারা অরুণাচলের দখল নিতে পারেনি কেন? চীন-ভারত মন কষাকষির আড়ালে কি অন্য রহস্য লুকিয়ে?  বিশদ

12th  February, 2023
প্রতিভাত

মাইকেল মধুসূদন দত্তের জীবনকে যদি একটি বাক্যে ব্যাখ্যা করা যায়, তবে তাঁর কবিতার একটি পংক্তিকেই বেছে নিতে হবে। সেটি হল, ‘আশার ছলনে ভুলি কী ফল লভিনু।’ কবির এই আত্মবিলাপের মধ্য দিয়েই ফুটে ওঠে তিনি কী স্বপ্ন দেখেছিলেন এবং কী যন্ত্রণাময় পরিণতির দিকে ভাগ্যদেবতা তাঁকে ঠেলে দিয়েছিলেন। বিশদ

05th  February, 2023
দেবতার গ্রাস

দুই ছেলেকে হারানো পূর্ণিমার ক্ষোভ বর্ষিত হয় আত্মঘাতী উন্নয়নের দিকে। চিৎকার করেন, ‘আমি অভিশাপ দিচ্ছি, এই সব কাজ জীবনে শেষ হবে না।’ সে ১০ বছর আগের কথা। সেই অভিশাপই কি ফলে গেল যোশিমঠে? লিখলেন 
সমৃদ্ধ দত্ত
বিশদ

29th  January, 2023
নেতাজির পূর্বপুরুষদের সন্ধানে
ডঃ জয়ন্ত চৌধুরী

ব্রিটিশ শাসনকাল। পরাধীন ভারত। সেই পরাধীন রাষ্ট্রের এক ‘অঘোষিত’ রাষ্ট্রদূতের মতোই ইউরোপের বিভিন্ন স্বাধীন দেশের বিভিন্ন শহরে ঘুরছেন সুভাষচন্দ্র বসু। যোগ দিচ্ছেন একের পর এক স্থানীয় সভায়। কথা বলছেন সেখানকার গণ্যমান্য ব্যক্তিত্বদের সঙ্গে। বিশদ

22nd  January, 2023
একনজরে
পূর্ব বর্ধমানে বিজেপির ভাঙন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের শক্তি প্রমুখ গৌতম মাল সহ চারজন নেতা পদত্যাগ করেছেন। ...

মহারাষ্ট্রের রাজনীতিতে কি নয়া সমীকরণ? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজ্যের রাজনৈতিক মহলে। রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের পোস্ট করা একটি ছবি জল্পনা উস্কে দিয়েছে। সম্প্রতি তিনি বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ...

নাবালিকাকে ধর্ষণ করে খুনকাণ্ডে ধৃত ‘জামাই’ মনোজ রায়ের ফাঁসির দাবি উঠেছে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলার সময় এই দাবি তোলেন মৃত নাবালিকার প্রতিবেশীরা। ...

বিশ্বকাপের আর বেশি বাকি নেই। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের চোট-আঘাত নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। ঘোর অনিশ্চিত যশপ্রীত বুমরাহ, শ্রেয়স আয়ারের খেলা। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

মেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম যোগ আছে। সন্তানের আবদার মেটাতে অর্থ ব্যয়। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব যক্ষ্মা দিবস
বিশ্ব আবহাওয়া দিবস

১৬০৩: ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের মৃত্যু
১৬৯৩: ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসনের জন্ম
১৮৬১: লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়
১৮৭৪:  বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনির জন্ম
১৯০৫: ফরাসি লেখক জুল ভার্নের মৃত্যু
১৯৩৩: এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন
১৯৫৬: পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়
১৯৬১: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের জন্ম
১৯৬৫: মার্কিন পেশাদার কুস্তীগির দ্য আন্ডারটেকারের জন্ম
১৯৭৯: অভিনেতা ইমরান হাসমির জন্ম
২০০৫: সঙ্গীতপরিচালক,আবহসঙ্গীতপরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী ভি বালসারার মৃত্যু
২০২২: টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৩৩ টাকা ৮৩.০৭ টাকা
পাউন্ড ৯৯.৬৭ টাকা ১০৩.০৭ টাকা
ইউরো ৮৮.১২ টাকা ৯১.২৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৯,৯০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫৬,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫৭,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৯,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৯,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া ২৮/১৭ অপরাহ্ন ৫/১২। অশ্বিনী নক্ষত্র ১৯/১২ দিবা ১/২২। সূর্যোদয় ৫/৪১/২২, সূর্যাস্ত ৫/৪৫/৮। অমৃতযোগ দিবা ৭/১৬ মধ্যে পুনঃ ৮/৪ গতে ১০/৩০ মধ্যে পুনঃ ১২/৫৫ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/৯ গতে অস্তাবধি। রাত্রি ৭/২১ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ৩/১৬ গতে ৪/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/৩১ গতে ১১/১৯ মধ্যে পুনঃ ৪/৪ গতে উদয়াবধি। বারবেলা ৮/৪২ গতে ১১/৪৩ মধ্যে। কালরাত্রি ৮/৪৪ গতে ১০/১৪ মধ্যে। 
৯ চৈত্র, ১৪২৯, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩। তৃতীয়া রাত্রি ৭/৩০। অশ্বিনী নক্ষত্র দিবা ৩/৫০। সূর্যোদয় ৫/৪৩, সূর্যাস্ত ৫/৪৫। অমৃতযোগ দিবা ৭/৫ মধ্যে ও ৭/৫৫ গতে ১০/২৪ মধ্যে ও ১২/৫৩ গতে ২/৩২ মধ্যে ও ৪/১১ গতে ৫/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/২৩ গতে ৮/৫৬ মধ্যে ও ৩/৭ গতে ৩/৫৩ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৯ গতে ১১/১৫ মধ্যে ও ৩/৫৩ গতে ৫/৪২ মধ্যে। বারবেলা ৮/৪৩ গতে ১/৪৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১৪ মধ্যে। 
১ রমজান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কালীঘাটে জনতা দলের (সেকুলার) নেতা কুমারস্বামীকে স্বাগত জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

05:26:00 PM

৩৫৩ পয়েন্ট পড়ল সেনসেক্স

03:10:12 PM

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ
লোকসভায় সদস্যপদ খোয়ালেন রাহুল গান্ধী। আজ, শুক্রবার সেই বিষয়ে লোকসভার ...বিশদ

02:24:00 PM

কুপওয়ারায় অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী
উপত্যকায় নিকেশ এক জঙ্গি। আজ, শুক্রবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার জাব্দির ...বিশদ

02:00:25 PM

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ব্যক্তি

01:47:17 PM

২৪ পয়েন্ট উঠল সেনসেক্স

01:38:25 PM