নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রাকৃতিক বিপর্যয়, ঘূর্ণিঝড় এলে কীভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে, তার আগাম প্রস্তুতি সেরে নিল দক্ষিণ ২৪ পরগনা। বৃহস্পতিবার এই জেলার পাঁচটি জায়গায় এই মহড়ার আয়োজন করা হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম ও রাজ্যের সহযোগিতায় এই কর্মকাণ্ড হয়। প্রশিক্ষণের পাশাপাশি এই মহড়ার রিপোর্ট দিল্লিতে পাঠাতে হবে। এদিন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, বজবজ ২ নম্বর ব্লকের বুড়ুল, কুলতলি, ডায়মন্ডহারবার ১ এবং ক্যানিং ২ নম্বর ব্লকে এই মহড়া হয়। ঘূর্ণিঝড়ের সময় যেমন পরিস্থিতি হয়, সেই রকম কৃত্রিম পরিস্থিতি তৈরি করে সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যদের হাতে-কলমে কাজ শেখানো হয়। পুরোটাই তত্ত্বাবধান করেন বিশেষজ্ঞরা। ঝড়ে গাছ ভেঙে পড়লে কী করতে হবে, কোনও বাসিন্দা আহত হলে, তাঁকে কীভাবে উদ্ধার করতে হবে এসবই দেখানো হয় এদিন। প্রশাসনিক বিভাগগুলির পাশাপাশি এই মহড়ায় হ্যাম রেডিও এবং অন্যান্য সংস্থাও অংশগ্রহণ করে। প্রতিটি জেলায় এই মহড়ার জন্য একজন করে পর্যবেক্ষক রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তাঁরা গোটা কর্মসূচি দেখে রিপোর্ট তৈরি করবেন। কোন কাজের মান ভালো আর কোথায় আরও উন্নতি দরকার ইত্যাদি বিষয় জানাবেন তাঁরা। গোটা মহড়ার ভিডিও জমা দিতে হবে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কাছে। অন্যদিকে, বৃহস্পতিবার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২, মিনাখাঁ ও হাসনাবাদ– এই পাঁচটি ব্লকেও একযোগে সাইক্লোন মোকাবিলায় মক ড্রিলের আয়োজন করা হয়েছিল।
এদিন হিঙ্গলগঞ্জের কৃষান মান্ডিতে মক ড্রিলে অংশগ্রহণ করেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। পাশাপাশি অংশ নেন পুলিস প্রশাসন, স্বাস্থ্যদপ্তর, ব্লক প্রশাসন, দমকল বাহিনী সহ প্রশাসনের একাধিক বিভাগের কর্মীরা। সাইক্লোনে বিপর্যস্ত মানুষকে কীভাবে উদ্ধার করা যায়, তার মহড়া দেখানো হয় এই মক ড্রিলে। দুর্যোগের কারণে অসুস্থ মানুষের চিকিৎসার মহড়া চলছে। বৃহস্পতিবার কাকদ্বীপে তোলা নিজস্ব চিত্র।