মেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম যোগ আছে। সন্তানের আবদার মেটাতে অর্থ ব্যয়। ধর্মকর্মে মন আকৃষ্ট হবে। ... বিশদ
স্যাটে এখন শুধু একজন প্রশাসনিক সদস্য আছেন সৈয়দ আমেদ বাবা। তাঁর একটি বেঞ্চেই এখন সব মামলা শুনছে। দু’জন অবসরপ্রাপ্ত বিচারপতি কয়েক মাস আগে পর্যায়ক্রমে চলে গিয়েছেন। এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশে শুধু একজন প্রশাসনিক সদস্যই স্যাটের মামলাগুলি শুনছেন। স্যাটের বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সরকারি আইনজীবী গৌতম পাঠক বন্দ্যোপাধ্যায় জানান, এই অবস্থায় মামলা চালাতে খুবই সমস্যা হচ্ছে। কারণ দু’পক্ষ রাজি হলে তবেই শুধু প্রশাসনিক সদস্য কোনও মামলা শুনতে পারেন। অনেকেই এতে রাজি হচ্ছেন না।
গৌতমবাবু জানান, স্যাটে আরও বিচারবিভাগীয় ও প্রশাসনিক সদস্য নিয়োগ করে তিনটি বেঞ্চ চালুর ব্যবস্থা করতে রাজ্য সরকারকে আগেই চিঠি দেওয়া হয়েছে। আরও তিনজন বিচারবিভাগীয় ও দু’জন প্রশাসনিক সদস্য দরকার। কিন্তু দু’জনের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষও বটে।